বাংলাদেশকে ‘সুখবর’ দিলেন কোহলি

বিরাট কোহলিএএফপি

কানপুরের গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ। তার আগে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে ভারত ও বাংলাদেশ। ভারতীয় শিবিরের এই শেষ প্রস্তুতি থেকে বের হয়ে আসা একটি খবর শুনে স্বস্তি খুঁজে নিতে পারে বাংলাদেশ দল।

খবরটি হলো, নেট অনুশীলনেও ভালো নেই বিরাট কোহলি। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ৬ ও ১৭ রানে আউট হন ভারতের এই তারকা ব্যাটসম্যান। কানপুরের টেস্ট সামনে রেখে তাই নেট অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন কোহলি। ব্যাটিংয়ের কৌশলগত ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছেন। রানে তো ফিরতে হবে! কিন্তু নেট অনুশীলনেও স্বস্তি নিয়ে ব্যাট করতে পারছেন না কোহলি। আউট হচ্ছেন বারবার!

কানপুর টেস্টের আগে নেট অনুশীলনে যশপ্রীত বুমরার ১৫টি ডেলিভারির মধ্যে চারবার ‘আউট’ হয়েছেন কোহলি।

টেস্টে কোহলি সর্বশেষ রানের দেখা পেয়েছেন গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। এরপর চার ইনিংসে বলার মতো রান নেই। চেন্নাই টেস্টে রান না পাওয়ার পর কানপুরেও কোহলি যদি এই বৃত্ত কাটিয়ে উঠতে না পারেন, তাহলে সমালোচনা হবেই। নিন্দুকদের মুখ খোলার আগেই বন্ধ রাখা নিশ্চিত করতে কোহলির তাই রানে ফেরা প্রয়োজন। কিন্তু সেই ফেরার চেষ্টায় প্রস্তুতিটাও ঠিকমতো হচ্ছে না। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, নেট অনুশীলনে যশপ্রীত বুমরার ১৫টি ডেলিভারির মধ্যে চারবার ‘আউট’ হয়েছেন কোহলি।

কানপুর টেস্টের আগে নেট অনুশীলনেও ভুগছেন কোহলি
এএফপি

গ্রিন পার্কের প্রখর সূর্যতাপের মধ্যে নেটে বুমরার প্রথম তিনটি ডেলিভারি ভালোভাবেই সামাল দেন কোহলি। চতুর্থ ডেলিভারিতে তাঁকে পরাস্ত করেন বুমরা। বল কোহলির প্যাডে লাগার পর বুমরা বলে ওঠেন, ‘সামনে লেগেছে (এলবিডব্লু)।’ কোহলি তাঁর সতীর্থ এই তারকা পেসারের দাবিতে সায় দেন।

পরের বলেই শোধটা নেন কোহলি। সেটি চোখজুড়ানো এক কাভার ড্রাইভে। গ্রিন পার্কে উপস্থিত মাঠকর্মী, নিরাপত্তারক্ষী থেকে সংবাদকর্মীরাও তাতে মুগ্ধ। তাঁদের এই মুগ্ধতার জায়গা পাল্টে যায় পরের ডেলিভারিতেই। কল্পিত চতুর্থ স্টাম্প লাইনে খাটো লেংথ থেকে বল তুলে কোহলিকে স্লিপে ক্যাচ বানান বুমরা। ভারতীয় পেসার এরপর মিডল ও লেগ স্টাম্প বরাবর বোলিং করে কোহলিকে দুবার পরাস্ত করেন। দুবারই বল কোহলির ব্যাট ও প্যাডে লেগে ওপরে উঠেছে, ম্যাচে যা ক্যাচ। বুমরা একটু হেসে বলে ওঠেন, ‘শেষ বলটি শর্ট লেগে ক্যাচ হবে।’

সাম্প্রতিক সময়ে স্পিনে কোহলির দুর্বলতা দেখা যাচ্ছে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছেন। ২০২১ সাল থেকে স্পিনারদের বিপক্ষে এ নিয়ে ১৮ বার আউট হয়েছেন কোহলি।

কোহলি এই কথায় খানিকটা হেসে পাশের নেটে চলে যান। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ভারতের তিন স্পিনার—রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে স্পিনে কোহলির দুর্বলতা দেখা যাচ্ছে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়েছেন। ২০২১ সাল থেকে স্পিনারদের বিপক্ষে এ নিয়ে ১৮ বার আউট হয়েছেন কোহলি। নেটেও স্পিনারদের বিপক্ষে তাঁকে ভুগতে দেখা গেল। জাদেজাকে ধারাবাহিকভাবে ইনসাইড আউট খেলতে গিয়ে টানা তিনবার ব্যাটে পাননি। কোহলি এতে নিজের ওপর বেশ হতাশ হয়ে পড়েন। এরপর নেটে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। শুবমান গিলকে জায়গা করে দেওয়ার আগে নেটে সেটাই ছিল কোহলির খেলা শেষ বল।

কানপুর টেস্টে কোহলির ব্যাটে রানে দেখার আশায় ভারত
এএফপি

টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোহলির ব্যাটিং গড় বেশ ভালো। ৭ ম্যাচে ১১ ইনিংসে ৪৬.০০ গড়ে করেছেন ৪৬০ রান। দুটি সেঞ্চুরির মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। অতীত পারফরম্যান্স যেমনই হোক, কোহলির বর্তমান ফর্ম কিন্তু কানপুর টেস্ট সামনে রেখে বাংলাদেশের বোলারদের মনে স্বস্তি এনে দিতেই পারে।

আরও পড়ুন