বিশ্বকাপে খেলতে হাঁটু ‘ঠিক করতে’ আইপিএল ছাড়লেন লিভিংস্টোন

লিয়াম লিভিংস্টোন (মাঝে)। পাঞ্জাব কিংসের হয়ে এবার আইপিএলে শেষ ম্যাচটা খেলে ফেলেছেনইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আর কিছুদিন পরই। হাঁটুর চোটটা তার আগেই সারাতে চান ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চোটটা মারাত্মক কিছু না, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ ফিট থাকতে হাঁটুকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ—এটা বুঝতে পেরেছেন পাঞ্জাব কিংসের ৩০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার। আইপিএলে এ মৌসুমে আর না খেলার ব্যাপারটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন লিভিংস্টোন।

আরও পড়ুন

ইনস্টাগ্রামে লিভিংস্টোন লিখেছেন, ‘আরেকটি বছরের জন্য আইপিএল শেষ হলো। বিশ্বকাপের জন্য হাঁটুটা ঠিক করতে হবে। ভালোবাসা ও সমর্থনের জন্য পাঞ্জাব কিংসের সব ভক্তদের ধন্যবাদ। দল ও ব্যক্তিগত জায়গা থেকে মৌসুমটা হতাশার। তবে বরাবরের মতোই আইপিএলে প্রতিটি মিনিট উপভোগ করেছি।’

আইপিএলে প্লে অফে ওঠার দৌড় থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে পাঞ্জাব। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দলটি। লিভিংস্টোনের এবারের আইপিএল মৌসুমও ভালো কাটেনি। ১২ ম্যাচের মধ্যে ৭ ইনিংসে ব্যাট করে ২২–এর বেশি গড়ে ১১১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪২.৩০। ১২ ওভার বোলিং করে ৩টি উইকেট নিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকায় এসএ২০ লিগ ও আইএলটি২০ তেও তেমন একটা ভালো করতে পারেননি লিভিংস্টোন।

তাঁর বাজে পারফরম্যান্সের পেছনে চোট একটা বড় কারণ হতে পারে। লিভিংস্টোন গত দুই বছর ধরেই মাংসপেশির নানা রকম চোটে ভুগছেন। এবার আইপিএলের শুরুতে গত ৩০ মার্চ লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে মাঠে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। তখন দুটি ম্যাচ খেলতে পারেননি।

আরও পড়ুন

পাঞ্জাব নিজেদের বিদেশি খেলোয়াড়দের মধ্য থেকে সেরা সমন্বয় বের করতে লিভিংস্টোনকে এরপর দলের বাইরে রেখেছিল। কিন্তু বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাবের হারের ম্যাচে দলে ফেরানো হয় লিভিংস্টোনকে।

ক্রিকইনফো জানিয়েছে, লিভিংস্টোনের হাঁটুর চোট এমন মারাত্মক কিছু না। তবে ২২ মে থেকে ইংল্যান্ড-পাকিস্তান ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁর হাঁটুকে বিশ্রাম দেওয়া প্রয়োজন বলে জানিয়েছে ক্রিকইনফো।

আইপিএলে ইংল্যান্ডের চার তারকা—স্যাম কারেন (বাঁ থেকে), লিয়াম লিভিংস্টোন, জস বাটলার ও জনি বেয়ারস্টো
ইনস্টাগ্রাম

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনো আইপিএলে আছেন। মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কারেন, উইল জ্যাকস, ফিল সল্টরা কিছুদিনের মধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরবেন। ২২ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে লিডসে একত্র হবেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা। ২ জুন থেকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন