সাকিবের রেকর্ডটা কেড়েই নিলেন তাসকিন
তাসকিন আহমেদের করা বলটা আঘাত হানল রাকিবুল হাসানের প্যাডে। দুর্বার রাজশাহী অধিনায়কের আবেদনে সাড়া দিতে দুবার ভাবলেন না আম্পায়ার। আঙুল উঠতেই রেকর্ড বইয়ে ওলট-পালট। সাকিব আল হাসানের রেকর্ড কেড়ে তাসকিনই যে এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক।
রংপুর রাইডার্সের রাকিবুলের উইকেটটি ছিল ম্যাচে তাসকিনের দ্বিতীয় ও এবারের টুর্নামেন্টের ২৪তম। তাতে ভেঙে যায় ২০১৮-১৯ বিপিএলে সাকিবের নেওয়া ২৩ উইকেটের রেকর্ড। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।
তাসকিন আজ সাকিবকে ছুঁয়ে ফেলেন ইনিংসের প্রথম ওভারেই স্টিভেন টেলরকে উইকেটকিপার আকবর আলীর প্রথম শিকার বানিয়ে।
বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট
বিতর্ক-বিসংবাদ পেছনে ফেলে রাজশাহী প্লে-অফে উঠে গেলে বিশ্ব রেকর্ড করার স্বপ্ন দেখাও শুরু করে দিতে পারেন। তবে কাজটি কঠিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ৩৩। সেই রেকর্ড ভাগাভাগি করছেন দুজন। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে আলফনসো টমাস ও ২০২৪ সালে ইংল্যান্ডেরই ভাইটালিটি ব্লাস্টে ডেভিড পেইন নিয়েছিলেন ৩৩টি করে উইকেট। যদিও টমাস ম্যাচ খেলেছিলেন ১৯টি, পেইন ১৭টি।