২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ঘুচল উনাদকাটের ১২ বছরের অপেক্ষা

ভারতের পেসার জয়দেব উনাদকাটছবি: টুইটার

২০১০ সালে সেঞ্চুরিয়নে যখন জয়দেব উনাদকাটের অভিষেক হয়, সেই দলে ছিলেন রাহুল দ্রাবিড়। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দ্রাবিড় এখন ভারত দলের প্রধান কোচ। তবে সেঞ্চুরিয়ন টেস্টের পর উনাদকাট আজকের আগে খেলেননি আর কোনো টেস্ট।

আরও পড়ুন

মিরপুরে আজ খেলতে নেমে তাই নতুন রেকর্ডই গড়ে ফেললেন ভারতীয় পেসার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আছেন তিনি। তাঁর প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে কেটে গেছে ১২ বছর ২ দিন! এর মধ্যে ভারত খেলে ফেলেছে ১১৮টি টেস্ট!

চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেওয়া কুলদীপ যাদবের জায়গায় খেলানো হচ্ছে এ বাঁহাতি পেসারকে। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো বোলিংয়েও আসেন তিনি। উনাদকাট শুরুতে এ সফরের দলেই ছিলেন না। মোহাম্মদ শামি ছিটকে যাওয়ায় ডেকে পাঠানো হয় তাঁকে।

আজ সকালে জাকিরকে তুলে নেন উনাদকাট
ছবি: প্রথম আলো

উনাদকাটের দুটি টেস্টের মধ্যে কেটে যাওয়া ১২ বছর ২ দিন ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে লালা অমরনাথ। তাঁর দুটি টেস্টের মধ্যে কেটে গিয়েছিল ১২ বছর ১২৯ দিন। অবশ্য এ তালিকায় আছেন ভারতের হয়ে খেলা আরেকজন—ইফতিখার আলী খান পতৌদি। ১৯৩৪ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন পতৌদির ‘নবাব সিনিয়র’। ১৯৪৬ সালে লর্ডসে খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই, ভারতের হয়ে! তাঁর ওই দুই টেস্টের মধ্যে ব্যবধান ছিল ১২ বছর ১০ দিন।

আরও পড়ুন
আরও পড়ুন

ম্যাচের হিসেবে অবশ্য উনাদকাটের ওপরে ভারতীয়দের মধ্যে কেউ নেই। এ তালিকায় তাঁর ওপরে আছেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। ২০০৫ সালে চেস্টার-লি-স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর থমকে গিয়েছিল এ অফ স্পিনারের ক্যারিয়ারে। ২০১৬ সালে আবার যখন বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নামেন, এর মাঝে ইংল্যান্ড খেলে ফেলেছিল ১৪২টি টেস্ট!

আউট হয়ে ফিরছেন জাকির
ছবি: প্রথম আলো

সবচেয়ে বেশি টেস্ট মিস