মাশরাফি ভাই এখনো আমাদের অধিনায়ক, বললেন মিঠুন

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালনে মাশরাফি বিন মর্তুজা আপাতত বিপিএলে খেলছেন নাপ্রথম আলো

ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচে একাদশে ছিলেন না মোহাম্মদ মিঠুন। ওই ম্যাচটা খেলেই এবারের বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য মাশরাফি কিছুদিন আগে সরকারি দলের হুইপও নির্বাচিত হয়েছেন, বেড়েছে রাজনৈতিক ব্যস্ততা। সিলেটের হয়ে ৫ ম্যাচে ১ উইকেট নেওয়া মাশরাফির বিরতির কারণ সেটাই। দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ তাই মাশরাফি ছিলেন না, তাঁর অনুপস্থিতিতে একাদশে ফিরেছেন সহ-অধিনায়ক মিঠুন, দলকে নেতৃত্বও দিয়েছেন।

আরও পড়ুন

ফেরাটা দারুণই হয়েছে মিঠুনের। ১৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়া সিলেট শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪২ রান করেছে মূলত অধিনায়কের ৪৬ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে। এরপর রিচার্ড এনগারাভার দুর্দান্ত বোলিংয়ে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে দিয়েছে সিলেট। ঢাকায় দুটি ও ঘরের মাঠে তিনটি ম্যাচ হারার পর এবারের বিপিএলে সিলেটের এটা প্রথম জয়।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আজ সংবাদ সম্মেলনে
সিলেট স্ট্রাইকার্স

পুরো ফিট না হয়েও এবার বিপিএলে মাশরাফির খেলা এবং তাঁর ম্লান পারফরম্যান্স নিয়ে মাঝে অনেক কথা হয়েছে। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও মিঠুনকে প্রশ্ন করা হলো, এত দিন অধিনায়কের ম্লান পারফরম্যান্সের কারণে কি আগের পাঁচ ম্যাচ জিততে পারেনি সিলেট? যার উত্তরে মিঠুন বললেন, ‘মাশরাফি ভাই এখনো আমাদের অধিনায়ক। ওনার অনুপস্থিতিতে আমি দায়িত্বটা পালন করছি। তবে এখনো আমাদের দল থেকে শুরু করে...কীভাবে চলব, সবকিছুর সঙ্গে উনি যুক্ত আছেন। আজ সকালেও (তাঁর সঙ্গে) কথা হয়েছে। আপনারা সবাই জানেন, উনি ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।’

আরও পড়ুন

শুধু একটা ম্যাচ বা কয়েকটা ম্যাচ দেখে মাশরাফির মতো ক্রিকেটারদের বিচার না করতে অনুরোধ মিঠুনের, ‘বাংলাদেশের ক্রিকেটে এমন অনেকে আছেন, তাদের অবদান এটা শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। বাংলাদেশের ক্রিকেটে তাদের অনেক অবদান। আমাদের উচিত, যারা বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন, তাদের প্রতি সম্মান রাখা।’

আগের পাঁচটা ম্যাচ হারের কারণ হিসেবে কারও বাজে পারফরম্যান্স নয়, বরং দুর্ভাগ্যকে দায়ী করলেন মিঠুন, ‘আমার যেমন জিততে চাচ্ছিলাম, মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে কখনো জিততে পারব না। প্রক্রিয়াটা ঠিক রাখতে পারব। আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে। আমাদের প্রথম তিনটা ম্যাচেই জেতার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত হয়নি।’

বিপিএলে এবার ভালো করতে পারেননি মাশরাফি
বিসিবি

সেই জয়টা অবশেষে এসেছে গতকাল, ছয় নম্বর ম্যাচে। যে ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। তবে মিঠুন ঠিক কৃতিত্বটা একা নিতে চাইলেন না, ‘আসলে আমার ইনিংসটা কিছু নয়। দলের দরকার ছিল সেটা, আমি না করে অন্য কেউ করলেও একই হতো। কেউ একজন শেষ পর্যন্ত থাকার দরকার ছিল। আমি না হয়ে অন্য কেউও হতে পারত।’

আরও পড়ুন

অধিনায়কত্বের দায়িত্বটাও গতকাল ভাগাভাগি করে নিয়েছেন নাজমুল হোসেনের সঙ্গে। জাতীয় দলে নেতৃত্ব দেওয়া নাজমুলকেই ম্যাচে বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজাতে দেখা গেছে। মিঠুন বললেন সেটার কারণও, ‘শান্তর (নাজমুলের) আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। ওর মতো একজনকে মাঠে অবশ্যই কাজে লাগাতে হবে। উইকেটরক্ষক হয়ে আমার পক্ষে সব সময় বোলারের সঙ্গে কথা বলা কঠিন। আমি শান্তকে বলেছিলাম, ও যেন মাঠে সুযোগটা নেয়, বোলারদের সঙ্গে কথা বলা, ফিল্ডিং সাজানোতে ভূমিকা রাখে। আমি ওকে বলেছিলাম, ফিল্ডিংয়ের সময় যেন অধিনায়কের দায়িত্বটা পালন করে। ওর ওপর পুরোপুরি আস্থা রেখেছি, ওর ভালো ক্রিকেট জ্ঞান আছে।’

সিলেটের দর্শকদের প্রশংসা করেছেন মিঠুন
সিলেট স্ট্রাইকার্স

টানা হারের পরও সিলেটের দর্শকেরা যেভাবে দলকে সমর্থন দিয়ে গেছেন, সে জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন মিঠুন, ‘আমরা এত বাজে খেলার পরও আমাদের ম্যাচে প্রতিদিন মাঠ ভর্তি দর্শক থাকে। সিলেটের দর্শক ধরে রাখা বিপিএলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এত খারাপ খেলার পরও মাঠে এসে সমর্থন করেছেন, ধন্যবাদ দিতে চাই তাদের।’