নিউজিল্যান্ড আসছে ১৭ সেপ্টেম্বর

নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে সর্বশেষ খেলেছে ২০২১ সালেশামসুল হক

আগেই জানা গিয়েছিল, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। বিশ্বকাপের পরে হবে টেস্ট সিরিজ। দুই ম্যাচের সেই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রথম সিরিজ। আজ সেই দুই সিরিজের বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ১৭ সেপ্টেম্বর। সিরিজের তিনটি ওয়ানডে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড বাংলাদেশে সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৩ সালে
এএফপি

বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের টেস্ট দল বাংলাদেশে আসবে আগামী ২১ নভেম্বর। দুই টেস্টের সিরিজের ভেন্যুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে প্রথম টেস্টটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ও দ্বিতীয় টেস্ট মিরপুরে। সিলেটে সর্বশেষ টেস্ট হয়েছে ২০১৮ সালে।

২৮ নভেম্বর শুরু প্রথম টেস্ট ম্যাচের আগে একই ভেন্যুতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। প্রস্তুতি ম্যাচটি হবে ২৩ ও ২৪ নভেম্বর। ৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।