কোহলির কাছ থেকে শিখেছেন রিজওয়ানরা

যখন মাঠে কোহলি–রিজওয়ানের দেখাএএফপি

সর্বোচ্চ রানের স্কোরটা ফখর জামানের। ৪০ বলে ৬টি করে চার ও ছক্কায় ৭৮ রান করেছেন এই বাঁহাতি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মোহাম্মদ রিজওয়ানের হাতে, যাঁর ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৭৫ রান।

রানে পিছিয়ে থাকলেও রিজওয়ান সেরার পুরস্কার পেয়েছেন ম্যাচটা অপরাজিত থেকে শেষ করে এসেছেন বলে। গতকাল ডাবলিনে রিজওয়ান ও ফখরের দুই ফিফটিতে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান, যে জয় সিরিজে ১–১ সমতা এনে দিয়েছে সফরকারীদের। ম্যাচ শেষে নিজের সাফল্যের কথা বলতে গিয়ে ভারতের বিরাট কোহলির কাছ থেকে শেখার কথা জানিয়েছেন রিজওয়ান। বলেছেন, ভারতের ব্যাটিং তারকাকে তিনি সম্মান করেন।

পাকিস্তান–আয়ারল্যান্ড ম্যাচে রিজওয়ানের মুখে কোহলির প্রসঙ্গ এসেছে একটি কীর্তির সূত্র ধরে। আইরিশদের বিপক্ষে ৭৫ রানে অপরাজিত থাকা রিজওয়ানের টি–টোয়েন্টি গড় এখন ৫০.৩৮। ম্যাচসেরার পুরস্কার নিতে গেলে সঞ্চালক রিজওয়ানকে মনে করিয়ে দেন, বর্তমানে শুধু তাঁর এবং কোহলিরই টি–টোয়েন্টি ব্যাটিং গড় ৫০। রিজওয়ান তখন বলেন, ‘তিনি ভালো খেলোয়াড়। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি তাঁকে সম্মান করি।’

পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১২ বার ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান
এক্স/পিসিবি

রিজওয়ান অবশ্য গড় নিয়ে খুব খুশি হওয়ার কিছু দেখছেন না। গড়পড়তা খেলোয়াড়েরা গড় নিয়ে ভাবেন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি সংখ্যার দিকে তাকাই না। আপনি যদি অ্যাভারেজের দিকে তাকান, তাহলে আপনি অ্যাভারেজ খেলোয়াড়। আর যদি ম্যাচ পরিস্থিতি আর কন্ডিশনের দিকে তাকান, তাহলে ভালো খেলবেন।’

আরও পড়ুন

গড়ের দিকে তাকালে গড়পড়তা খেলোয়াড়, রিজওয়ানের এ কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। রিজওয়ান অবশ্য এমন কথা গত ফেব্রুয়ারিতে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল। এরপর ইংল্যান্ডে গিয়ে জস বাটলারদের বিপক্ষে বাবর আজমের দল খেলবে চার ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আরও পড়ুন