২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সূর্যকুমার, পান্ডিয়া ও অর্শদীপ—টি-টোয়েন্টির ম্যাচ ফি থেকে ভারতীয়দের মধ্যে এ বছর বেশি আয় কার

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের বেশির ভাগ সময়েই বিশ্রামে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বছর এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। বেশির ভাগ সিরিজেই তারা তরুণ ক্রিকেটারদের খেলিয়েছে।

সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংদের মতো তরুণ ক্রিকেটাররা এ বছর টি-টোয়েন্টিতে ভারতকে এনে দিয়েছেন দারুণ সাফল্য। ছয়টি সিরিজের পাঁচটিই জিতেছেন তাঁরা। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বছরটা শুরু করে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জয়। তবে ওয়েস্ট ইন্ডিজ থেকে গত আগস্টে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে আসে ভারত।

ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি এ বছর কোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেননি।
ছবি: এএফপি

রোহিত ও কোহলি এ বছরে ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেননি। বেশি ম্যাচ খেলেছেন তরুণ ক্রিকেটাররাই। সে কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর ম্যাচ ফি থেকে বেশি আয়ও করেছেন তাঁরাই।

সূর্যকুমার, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ—তাঁরাই বেশি ম্যাচ খেলেছেন, আয়ও তাঁদেরই বেশি। তবে তাঁদের মধ্যে ম্যাচ ফি থেকে সবচেয়ে বেশি আয় করেছেন তরুণ বোলার অর্শদীপ। বাঁহাতি এ পেসার এ বছর ভারতের হয়ে সর্বোচ্চ ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। বিসিসিআই প্রতিটি টি-টোয়েন্টির জন্য একজন খেলোয়াড়কে ৩ লাখ রুপি দেয়। সেই হিসাবে অর্শদীপ এ বছর ম্যাচ ফি থেকে আয় করেছেন ৫৭ লাখ রুপি।

ম্যাচ ফি থেকে আয়ে ভারতীয়দের মধ্যে এ বছর দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়া সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার। সূর্যকুমার এ বছর ভারতের হয়ে ১৬টি টি-টোয়েন্টি খেলে আয় করেছেন ৪৮ লাখ রুপি। যশস্বী জয়সোয়াল, অক্ষর প্যাটেল ও তিলক বর্মাদের প্রত্যেকে খেলেছেন ১৩টি করে টি-টোয়েন্টি। তাঁদের সবাই আয় করেছেন ৩৯ লাখ রুপি করে। ১১টি করে ম্যাচ খেলে ৩৩ লাখ রুপি করে আয় করেছেন ঈশান, পান্ডিয়া, রবি বিষ্ণুই ও শুবমান গিল।

ভারত এ বছর এখন পর্যন্ত ২১ টি-টোয়েন্টি খেলেছে। এর মধ্যে ১৪টিতে জয় পেয়েছে, হেরেছে ৬টি। এ বছর ভারত টি-টোয়েন্টিতে শেষ সিরিজটি খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজেও ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার।