২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সালমাকে ছাড়াই এশিয়ান গেমসের বাংলাদেশ দল

এশিয়ান গেমসের দলে নেই সালমাশামসুল হক

সালমা খাতুনকে ছাড়াই এশিয়ান গেমস খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ চীনের হাংঝুতে হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমসের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি।

সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে দলে ফিরেছিলেন সাবেক অধিনায়ক সালমা। তবে এবার বাদ পড়লেন তিনি। এই অফ স্পিনিং অলরাউন্ডারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমেরও। নেই সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে অবসরের ইঙ্গিত দিয়ে আলোচনায় আসা আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজের দলে থাকা মুর্শিদা খাতুনকেও রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

আরও পড়ুন

সর্বশেষ ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজের দল থেকে আছে একটিই পরিবর্তন। মুর্শিদা জায়গা করে দিয়েছেন সাথী রাণিকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

গত জুলাইয়ে হয়ে যাওয়া সে সিরিজের পর এশিয়ান গেমসেই প্রথম খেলতে নামবে নিগার সুলতানার দল। আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। ২২ সেপ্টেম্বর সে ম্যাচ বাংলাদেশের।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রাণি, ফারজানা হক, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই—সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আশরাফি ইয়াসনিম।