আইপিএলে দল পেলেন না রাবেয়া ও মারুফা

দল পাননি রাবেয়া ও মারুফাছবি: প্রথম আলো

এবারও মেয়েদের আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কোনো খেলোয়াড়। মেয়েদের আইপিএলের দ্বিতীয় নিলামে ৩০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিলামের ড্রাফটে ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার।

তবে তাঁদের কারও নাম নিলামে তোলাই হয়নি। এর আগে মেয়েদের আইপিএল প্রথমবার শুরু হওয়ার আগের মেগা  নিলামে নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। তবে নিলামে নাম উঠেছিল জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের। কিন্তু তাঁদের কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল।

আরও পড়ুন

দ্বিতীয় আসরের জন্য নিবন্ধন করেছিলেন ১৬৫ জন ক্রিকেটার। মুম্বাইয়ে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ভারতের কাশভি গৌতম। এই পেস বোলিং অলরাউন্ডারকে কিনেছে গুজরাট জায়ান্টস।

মেয়েদের আইপিএল ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের এটাই সর্বোচ্চ মূল্য। ১ কোটি ৩০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন আরেক অনাভিষিক্ত ভারতীয় ব্যাটসম্যান ব্রিন্দা দিনেশ। তাঁকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। দুজনেই সম্প্রতি খেলেছেন ভারত ‘এ’ দলে।

আরও পড়ুন

কাশভির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দাম উঠেছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। ২ কোটি ভারতীয় রুপিতে তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ। অস্ট্রেলিয়ান ফিবি লিচফিল্ডকে দিয়ে শুরু হয় নিলাম। তাঁকে ১ কোটি রুপিতে কিনেছে গুজরাট।

তবে দল পাননি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। কিছুদিন আগে শেষ মেয়েদের বিগ ব্যাশের সেরা খেলোয়াড় ছিলেন লঙ্কান অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ডিয়েন্ড্রা ডটিন ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিম গার্থও পাননি দল।

দুজনেই ছিলেন ভিত্তিমূল্য ৫০ লাখ রুপির পুলে। নিলামের ড্রাফটে ছিলেন আইসিসির সহযোগী সদস্যদের ১৫ ক্রিকেটার। তবে একমাত্র হিসেবে দলে পেয়েছেন ক্যাথরিন ব্রাইস। ১০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে গুজরাট। প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইলকে ১ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছে মুম্বাই।

মেয়েদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতিকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় তিনিই।

মেয়েদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা
ছবি: ইনস্টাগ্রাম

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বাই ইন্ডিয়ানস। মেয়েদের আইপিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।