অবসর ভেঙে টেস্টে ফিরছেন না মঈন আলী
অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন, ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নিজেই এই ইচ্ছার কথা জানিয়েছিলেন মঈন আলী। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল প্রোগ্রামে নিজের ফেরা নিয়ে মঈন বলেছিলেন, ‘যদি ব্রেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই আমি পাকিস্তান সফরে খেলব।’
কিন্তু কোচ ম্যাককালাম যখন টেস্টে মঈনকে চাচ্ছেন, তখনই এ অলরাউন্ডার নিজের সিদ্ধান্ত বদলে জানিয়েছেন, পাকিস্তান সিরিজে তো নয়–ই, অবসর ভেঙে আর টেস্টেই ফিরছেন না তিনি। আগামী ডিসেম্বরে পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
মেইল অনলাইনে লেখা কলামে মঈন বলেছেন, ‘বাজ (ম্যাককালাম) আমাকে ফোন দিয়েছিল। টেস্টে ফেরা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তাকে আমি বলেছি, আমার টেস্ট ক্যারিয়ার শেষ। সে আমার অনুভূতি বুঝতে পেরেছে। টেস্ট অনেক পরিশ্রমের খেলা, আর আমার বয়স এখন ৩৫।’
গত বছর সেপ্টেম্বরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা মঈন। সে সময় টেস্ট ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, এমন কথা বলেছিলেন এই সংস্করণে ২৯১৪ রান ও ১৯৫টি উইকেট নেওয়া এই অলরাউন্ডার।
এবারের কারণটাও অবশ্য তেমনই, ‘আমার মনে হয় না, এক মাস হোটেলে আটক থেকে মাঠে আমি আমার সেরাটা দিতে পারব। আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই। সিদ্ধান্ত বদলে টেস্টে ফিরে নিজের সেরাটা দিতে না পারা মোটেই ঠিক হবে না। এটাই সময় টেস্টে ফেরার দরজা বন্ধ করার। ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলতে পেরে আমি গর্বিত।’
বাটলারের অনুপস্থিতিতে মঈনের অধিনায়কত্বেই পাকিস্তানের ঘরের মাঠে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।