টানা তিন ছক্কায় সেঞ্চুরিতে অভিষেক, বড় জয়ে প্রতিশোধ ভারতের

সেঞ্চুরির পর ভারতের ওপেনার অভিষেক শর্মাএএফপি

চার বল খেলে ০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ম্যাচটিকে ভুলেই যেতে চাইবেন অভিষেক শর্মা। সেই অভিষেক আজ ভারতের জার্সিতে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেলেন সেঞ্চুরি। তাঁর দল ভারতও বড় জয়ে সিরিজে ফিরেছে। অভিষেক করেছেন ১০০ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত জিম্বাবুয়েকে হারিয়েছে ঠিক ১০০ রানেই। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল ভারত।

টস জিতে ব্যাটিং নেওয়া ভারত অভিষেকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে তোলে ২৩৪ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের দলীয় সর্বোচ্চ। রান তাড়ায় ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট জিম্বাবুয়ে। ১০০ রানের জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে রানের হিসেবে ভারতের এটিই সবচেয়ে বড় জয়।

৪৭ বলে ৭৭ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়
এএফপি

ভারতের শুরুটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই ফিরে যান ৪ বলে ২ রান করা অধিনায়ক শুবমান গিল। এরপর রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২.৪ ওভারে ১৩৭ রান যোগ করেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটেই এটি ভারতীয় রেকর্ড।

৩৩ বলে ৫০ ছোঁয়া অভিষেক শর্মা সেঞ্চুরি পেয়ে যান আর মাত্র ১৩ বল খেলেই। সেই সেঞ্চুরিও কী রাজকীয়ভাবেই না ছুঁয়েছেন ভারতের তরুণ ওপেনার। ১৪তম ওভারে জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে টানা তিনটি ছক্কা মেরে ৮২ থেকে পৌঁছে যান ১০০-তে। পরের বলটাতেই অবশ্য আউট হয়ে যান অভিষেক। ৪৭ বলের ইনিংসে ৭টি চার ও ৮টি ছক্কা মেরেছেন অভিষেক। ৪৬ বলে সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি ভারতের তৃতীয় দ্রুততম।

অভিষেক ফেরার পর শেষ ৬ ওভারে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে জুটিতে ৮৭ রান যোগ করেন গায়কোয়াড় ও রিংকু সিং। গায়কোয়াড় ৪৭ বলে ১ ছক্কা ও ১১ চারে ৭৭ এবং রিংকু ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় করেন ৪৮ রান।

আরও পড়ুন

রান তাড়ায় জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। এই রান করতে অবশ্য ৩৯ বল খেলেছেন জিম্বাবুয়ে ওপেনার। ৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী ব্রায়ান বেনেট ৯ বলে করেছেন ২৬ রান। এরপর নয়ে নেমে ২৬ বলের ৩৩ রান করেন লুক জঙ্গুয়ে।

জিম্বাবুয়ের আরেকটি উইকেট পতন, ভারতীয়দের উল্লাস
এএফপি

ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মুকেশ কুমার ও আবেশ খান। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া লেগ স্পিনার রবি বিষ্ণয় আজ ৪ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

বুধবার হারারেতেই সিরিজের তৃতীয় ম্যাচ।

আরও পড়ুন