বাবর–রিজওয়ানদের সঙ্গে চুক্তির ঝামেলা মেটাতে ইনজামামে তাকিয়ে পিসিবি

পাকিস্তান দলে চলছে সমস্যাছবি : টু্ইটার

কেন্দ্রীয় চুক্তি নিয়ে খেলোয়াড়দের ঝামেলাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। আইসিসির লভ্যাংশের যে ভাগ পিসিবি পায়, তারই অংশ চান খেলোয়াড়েরা। কিন্তু পাকিস্তান ক্রিকেটে এমন কিছুর চর্চা নেই। এমন কিছু দ্রুত চালু করাও কঠিন। অচলায়তনের অবসান ঘটাতে তাই প্রধান নির্বাচক ইনজামাম–উল–হকের দ্বারস্থ হয়েছে পিসিবি।

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান এমন খবরই জানিয়েছে। ইনজামাম-উল–হকের মধ্যস্থতায় কেন্দ্রীয় চুক্তি নিয়ে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে জটিলতা নাকি অবসান হওয়ার পথে। বোর্ডের ভেতরকার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে বৈঠকে বসে ইনজামাম জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নিয়ে চলমান জটিলতার আবসান আগামী দুই দিনের মধ্যেই হবে।

আরও পড়ুন

খেলোয়াড়দের রাজি করানোর পুরো দায়িত্ব পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামামের কাঁধে তুলে দিয়েছেন জাকা আশরাফ। ইনজামামের একটি কৌশলগত সুবিধা হলো এসব খেলোয়াড়ের এজেন্ট তাঁরও এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ খেলোয়াড়দের এজেন্ট ও ইনজামামের এজেন্ট একই ব্যক্তি। তাই খেলোয়াড়দের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাজি করানোয় ইনজামামের সুবিধা হবে বলেই মনে করছে পিসিবি।

পিসিবি এর আগে ‘এ’ ক্যাটাগরিভুক্ত খেলোয়াড়দের মাসে ৪৫ লাখ রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু খেলোয়াড়েরা এই প্রস্তাবে রাজি হননি। কর বাবদ বেশ কিছু অর্থ তাঁদের পারিশ্রমিক থেকে কেটে রাখা হয় বলে কারণ দেখিয়েছিলেন খেলোয়াড়েরা। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি খেলোয়াড়দের পারিশ্রমিক আরও বাড়ানোর চিন্তা করছে।

পাকিস্তান কিংবদন্তি ইনজামাম–উল–হক
ছবি: এএফপি

গত চার মাসে পিসিবির কাছ থেকে পারিশ্রমিক কিংবা ম্যাচ ফি বাবদ কোনো অর্থ পাননি ক্রিকেটাররা। খেলোয়াড়দের এই বকেয়া যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে পিসিবি। খেলোয়াড়েরাও এ নিয়ে নীরব প্রতিবাদ অব্যাহত রেখেছেন। জানা গেছে, ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে বোর্ডের স্পনসরসংশ্লিষ্ট প্রচারণায় অংশ না–ও নিতে পারেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমন কিছু যেন না ঘটে, সেটাই নিশ্চিতের দায়িত্ব ইনজামাম–উল–হকের। খেলোয়াড়েরাও এই সমস্যার সমাধান চান।

আরও পড়ুন

তবে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবির কিছু কর্মকর্তা নাকি এ বিষয়ে ‘দ্বিচারী’ মনোভাব দেখাচ্ছেন। পিসিবির বর্তমান ম্যানেজমেন্ট কমিটির মেয়াদের নিশ্চয়তা নেই—এমন কানপড়া দিয়ে নাকি কিছু খেলোয়াড়কে চুক্তি করতে নিরুৎসাহিত করেছেন পিসিবির সেসব অফিশিয়াল।

পিসিবির এ বিষয়ে মন্তব্য পেতে বোর্ডে যোগাযোগ করেছিল ক্রিকেট পাকিস্তান। এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে চুক্তি নিয়ে সমস্যার সমাধান হয়ে যেতে পারে।