২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শামিকে বিয়ের প্রস্তাব ভারতীয় অভিনেত্রীর

পায়েল ঘোষ ও মোহাম্মদ শামিছবি: এক্স

বোলিংয়ে অন্তত ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসেই সেরা স্ট্রাইক রেট মোহাম্মদ শামির। সেটি সম্ভব হয়েছে এবারের বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের কারণে—৪ ম্যাচেই ৯.৭৫ স্ট্রাইক রেটে নিয়েছেন ১৬ উইকেট। বিশ্বকাপে সব মিলিয়ে ১৫ ম্যাচে ১৫.৬০ স্ট্রাইক রেটে ৪৭ উইকেট নিয়েছেন ভারতের এই ডানহাতি পেসার।

আরও পড়ুন

এবার বিশ্বকাপে দারুণ খেলার সুবাদে শামি একটি প্রস্তাবও পেয়েছেন। সেটি বিয়ের প্রস্তাব। অভিনেত্রী ও রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে।
নিজের ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পায়েল লিখেছেন, ‘শামি, তুমি নিজের ইংরেজি ঠিক করো, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’

পায়েল এই পোস্টের শেষে দুটি হাসির ইমোজি ব্যবহার করেছেন। মজা করে পোস্টটি করেছেন, এমনও মনে হতে পারে অনেকের। তবে পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এখনো এ নিয়ে শামির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতায় ১৯৯২ সালে জন্ম পায়েলের। সেন্ট পল মিশন স্কুলে পড়াশোনার পর স্কটিশ চার্চ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। ১৭ বছর বয়সে বিবিসির টেলিফিল্ম ‘শার্পিস পেরিল’–এ অভিনয় করেছিলেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ সিনেমায় অভিনয় করেন পায়েল। এ ছাড়া তেলেগু ও কানাড়া সিনেমাতেও অভিনয় করেছেন। ভারতের রিপাবলিকান পার্টির নারী শাখার সহ–সভানেত্রী পদেও আছেন পায়েল।

গত মাসে ভারতের সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’–এর আলাপচারিতায় পায়েল বলেন, ‘তিনি মানসিকভাবে ভালো নেই, অনেকের কারণেই অনেক বাজে সময়ের মধ্য দিয়ে গিয়েছি এবং অতীতে তাদের নামগুলোও বলেছি...এতে স্বাস্থ্যগত সমস্যাও হয়েছে। পেশাদার কারও সাহায্য প্রয়োজন।’

আরও পড়ুন

শামি ২০১৪ সালে মডেল হাসিন জাহানকে বিয়ে করেন। পরের বছর দুজনে মেয়ের বাবা–মা হলেও পারিবারিক কলহে এখন আলাদা বসবাস করছেন। শামির বিরুদ্ধে অত্যাচার, বিশ্বাসভঙ্গ ও ম্যাচ পাতানোর অভিযোগে আদালতে মামলাও ঠুকেছেন হাসিন জাহান।

বিশ্বকাপে দারুণ খেলছেন মোহাম্মদ শামি
ছবি: এএফপি

শামি বিশ্বকাপে ভালো করলেও সম্প্রতি টিভিতে এক সাক্ষাৎকারে হাসিন বলেছেন, ‘ভারত ক্রিকেট দলের প্রতি শুভকামনা রইল, কিন্তু তার প্রতি না।’

৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি শীর্ষে রয়েছে ভারত। লিগ পর্বে রোববার নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

আরও পড়ুন