ভারতের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন বাবর
প্রথম পর্বের পর এশিয়া কাপের সুপার ফোরে আগামীকাল আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। প্রথম রাউন্ডের সেই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রান করার পর আর খেলা হয়নি।
ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ যেন বৃষ্টিতে ভেসে যেতে না পারে—এই ভাবনা থেকেই সুপার ফোরে দুই দলের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এবারের এশিয়া কাপে ফাইনাল ছাড়া রিজার্ভ ডে আছে শুধু এ ম্যাচটিতেই।
এমন একটি লড়াইয়ের আগে কী ভাবছেন দুই দলের খেলোয়াড়েরা? কোন দল এগিয়ে—এমন এক প্রশ্নের উত্তরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতের চেয়ে নিজেদেরই একটু এগিয়ে রেখেছেন।
বাবর নিজেদের কেন এগিয়ে রাখছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। অনেকেই মনে করতে পারেন, ভারতের চেয়ে নিজেদের বোলিং আক্রমণকে শক্তিশালী মনে করেন বলেই বাবর পাকিস্তানকে এগিয়ে রাখছেন। ব্যাপারটা আসলে তা নয়।
ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচটি হচ্ছে শ্রীলঙ্কায়। এখানে পাকিস্তান টানা অনেক দিন খেলেছে সম্প্রতি। সেই থেকে এখানকার কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবেই পাকিস্তানের খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছে বলে মনে করেন বাবর। সেটাই তাঁদের কিছুটা হলেও এগিয়ে রাখবে বলে বিশ্বাস তাঁর।
সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘আমরা যেহেতু এখানে টানা ক্রিকেট খেলেছি, তাই আপনি বলতেই পারেন আমরা এগিয়ে বা আমরাই সুবিধা পাব। টেস্ট সিরিজ, লঙ্কান প্রিমিয়ার লিগ, আফগানিস্তান সিরিজ আর এশিয়া কাপ মিলিয়ে এখানে আমরা প্রায় আড়াই মাস ধরে খেলছি। তাই আপনি বলতেই পারেন, এটা আমাদের জন্য সুবিধা।’