২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মোহাম্মদ শামির আইপিএল খেলা হচ্ছে না

চোটের কারণে বিশ্বকাপেও শঙ্কায় মোহাম্মদ শামিআইপিএল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন। অ্যাঙ্কেলের চোটে সেটা পারেননি। সেই চোটের কারণে এবারের আইপিএলেও দেখা যাবে না এই পেসারকে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই খবর। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে শামিকে।

দ্রুতই অস্ত্রোপচার করাতে যুক্তরাজ্যে যাবেন এই পেসার। শামির না থাকা গুজরাটের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে। আইপিএলে গত মৌসুমে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘অ্যাঙ্কেলে বিশেষ একটি ইনজেকশন নিতে গত সপ্তাহের শেষের দিকে শামি লন্ডনে ছিল। তাকে বলা হয়েছিল, তিন সপ্তাহ পর ও হালকা দৌড়াতে পারবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন কাজ করেনি। তাই একমাত্র বিকল্প হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের জন্য সে আবারও যুক্তরাজ্য যাবে। শামির জন্য আইপিএল খেলা অসম্ভব ব্যাপার।’

বিশ্বকাপের পর থেকেই মাঠে নেই শামি
ইনস্টাগ্রাম

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অক্টোবর-নভেম্বরের আগে শামির মাঠে ফেরার সম্ভাবনা কম; যার অর্থ আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শামিকে পাচ্ছে না ভারত।

আরও পড়ুন

গত বছর ওয়ানডে বিশ্বকাপে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। এই উইকেটগুলো তিনি পেয়েছেন মাত্র ১০.৭০ গড়ে, ইকোনমিও দারুণ—৫.২৬! অথচ বিশ্বকাপের প্রথম ৪ ম্যাচে খেলেননি শামি। মূলত বিশ্বকাপের এমন পারফরম্যান্সই তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়েছে। গত বছর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি গত জানুয়ারিতে জিতেছেন ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড

আরও পড়ুন