সম্প্রচার শেষ ০৩ মার্চ ২০২৩

দ্বিতীয় ওয়ানডে

১৩২ রানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ

০৫: ৩৬ , মার্চ ০৩

টস

শামসুল হক

টানা দ্বিতীয় ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

০৬: ০১ , মার্চ ০৩

অপরিবর্তিত বাংলাদেশ

প্রথম ওয়ানডে থেকে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই।

একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

০৬: ০২ , মার্চ ০৩

ইংল্যান্ড দলে দুই পরিবর্তন

ক্রিস ওকস ও জফরা আর্চার জায়গা করে দিয়েছেন স্যাম কারেন ও সাকিব মেহমুদকে।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মেহমুদ ও মার্ক উড।

০৬: ১৫ , মার্চ ০৩

মিরপুরে শততম ওয়ানডে

বাংলাদেশের বাংলাদেশ-ইংল্যান্ড আজকের দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। হিসাবটা অবশ্য শুধু ছেলেদের ম্যাচের। মাইলফলকের সেই ম্যাচটাই কিনা আবার মিরপুরে বাংলাদেশ দলের ১০০তম ওয়ানডে!

আরও পড়ুন
০৬: ১৮ , মার্চ ০৩

দুই প্রান্তেই স্পিন

প্রথম ম্যাচের মতো এবারও সাকিব আল হাসানকে দিয়ে বোলিং উদ্বোধন করিয়েছেন তামিম ইকবাল। তবে প্রথম ম্যাচে আরেক প্রান্তে তাসকিন আহমেদ এলেও এবার আনা হয়েছে তাইজুল ইসলামকে।

অবশ্য ২ ওভার পর সাকিবকে সরিয়ে তাসকিনকে এনেছেন তামিম। জেসন রয় আউটসাইড-এজড হয়েছিলেন, সেটি গেছে একমাত্র স্লিপের নাগালের বাইরে দিয়েই। প্রথম ওভারে তাসকিন ভালোই অস্বস্তিতে ফেলেছেন রয়কে।

ইংল্যান্ড ৫ ওভার শেষে ২০/০।

০৬: ২৭ , মার্চ ০৩

তাসকিনে প্রথম ব্রেকথ্রু, ফিরলেন সল্ট

গুডলেংথে পড়ে লাফিয়ে ওঠা বল, সল্ট পুশ করতে গিয়ে হয়েছেন আউটসাইড-এজড। বেশ বড়সড় এজই ছিল। স্লিপে নিচু হয়ে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন। যদিও আম্পায়ার সরাসরি সিদ্ধান্ত দেননি, কিন্তু সফট সিগন্যাল ছিল আউট। টেলিভিশন আম্পায়ারও সেটি বদলাননি। সপ্তম ওভারে প্রথম ব্রেকথ্রু বাংলাদেশের, আগের ওভার থেকেই ভালো বোলিংয়ের পুরস্কার পেয়ে গেলেন তাসকিন। ইংল্যান্ডের ওপেনিং জুটিতে উঠেছে ২৫ রান। ক্রিজে গত ম্যাচের নায়ক ডেভিড ম্যালান।

শামসুল হক
০৬: ৩৪ , মার্চ ০৩

ভোটে আপনার মত দিন/ ইংল্যান্ডের বিপক্ষে কি আজ সিরিজে সমতায় ফিরতে পারবে বাংলাদেশ

০৬: ৩৮ , মার্চ ০৩

ক্যাচের উল্লাস

ফিল সল্টের ক্যাচ নেওয়ার পর নাজমুল হোসেন
শামসুল হক
০৬: ৪৩ , মার্চ ০৩

নবম ওভারে মোস্তাফিজ

প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে আনতে ২১তম ওভার পর্যন্ত অপেক্ষা করেছিলেন তামিম। এবার ৯ম ওভারেই এ বাঁহাতি পেসারকে আনলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম ওভারে মোস্তাফিজ দিয়েছেন ৪ রান, প্রথম পাওয়ারপ্লেতে ইংল্যান্ড ৪০/১।

০৭: ১০ , মার্চ ০৩

রয়ের ফিফটি

১৫তম ওভারে তাইজুলের দ্বিতীয় বল কাভারে ঠেলে এক রান নিয়ে ফিফটি তুলে নেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ৫৮ বলে ৫৯ রানে ব্যাট করছেন। এ পর্যন্ত ২৯টি বল ‘ডট’ দিয়েছেন, চারের মার ৯টি। তাইজুলের চতুর্থ ও পঞ্চম বলেও দুটি চার মেরেছেন। ডেভিড ম্যালান ও রয় মিলে ৫২ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এ জুটি টিকে থাকলে বিপদ বাড়বে বাংলাদেশের।

ইংল্যান্ড ১৫ ওভার শেষে ১ উইকেটে ৮১ রান তুলেছে। বোলিংয়ে পরিবর্তন। আক্রমণে মেহেদী হাসান মিরাজ।

দারুণ ব্যাট করছেন জেসন রয়
ছবি: শামসুল হক
০৭: ১৪ , মার্চ ০৩

ম্যালান আউট!

বোলিংয়ে এসে নিজের তৃতীয় ডেলিভারিতেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ম্যালানকে তুলে নিলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লুর ফাঁদে পড়ে ১৯ বলে ১১ রান করে ফিরলেন ম্যালান। ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা জুটিটি ভাঙতে পেরে একটু হলেও স্বস্তি পাবে বাংলাদেশ। ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েছিলেন রয় ও ম্যালান।

উইকেটে রয়ের সঙ্গে জুটি বেঁধেছেন জেমস ভিন্স।

নিজের প্রথম ওভারেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ
ছবি: প্রথম আলো
০৭: ৩২ , মার্চ ০৩

ভিন্সকে তুলে নিলেন তাইজুল

জেমস ভিন্সকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাইজুল ইসলাম। ২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফিরলেন ভিন্স।

ইংল্যান্ড ২০.১ ওভারে ৩ উইকেটে ৯৬। উইকেটে রয়ের সঙ্গে যোগ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

০৭: ৪৩ , মার্চ ০৩

রিভার্স সুইপে সওয়ার রয়–বাটলার

জস বাটলার উইকেটে এসেই নিজের খেলা তৃতীয় বলে (তাইজুলের ওভার) রিভার্স সুইপ করে চার মারেন। জেসন রয় পরের ওভারেই (২২তম) তা অনুকরণ করলেন। সাকিবকে রিভার্স সুইপে চার মারলেন। স্পিনাররা যেন নিজেদের পরিকল্পনামতো জায়গায় বল ফেলতে না পারেন, সেজন্যই রিভার্স সুইপ করছেন দুই ব্যাটসম্যান।

ইংল্যান্ড ২৩ ওভার শেষে ৩ উইকেটে ১১৩।

০৮: ০৫ , মার্চ ০৩

রিভিউ কাজে দিল না বাংলাদেশের

মিরাজের ফুললেংথের বল সুইপ করতে গিয়ে মিস করেছিলেন জেসন রয়। আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগের নটআউটের সিদ্ধান্ত রিভিউ করে বাংলাদেশ। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেট—দুটিতে হতো আম্পায়ার্স কল। রয় তাই অক্ষত, সেঞ্চুরির পথেই ছুটছেন।

ইংল্যান্ড ২৮ ওভারে ১৪১/৩।

০৮: ১০ , মার্চ ০৩

ফিফটি জুটি

মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের বলে দারুণ নিয়ন্ত্রণে কাভার দিয়ে চার বাটলারের। ইনিংসে এটি দ্বিতীয় চার ইংল্যান্ড অধিনায়কের। শুরুতে সময় নিয়েছেন, তবে ধীরে ধীরে ছন্দে ফিরছেন যেন। ১৩ রানের মধ্যে ফিরেছিলেন ম্যালান ও ভিন্স। ইংল্যান্ডকে এরপর টানছেন রয় ও বাটলার। দুজনের জুটি ফিফটি পার হলো। ২১ ওভার বাকি থাকতে ১৪৭ রান ইংল্যান্ডের, এ দুজনের জুটি আরও কিছুক্ষণ থাকলে বেশ বড় স্কোরের পথেই যাবে ইংল্যান্ড।

০৮: ১৮ , মার্চ ০৩

রয়ের সেঞ্চুরি

মোস্তাফিজের শর্ট বলটা লেগ সাইডে খেলেই হাত মুষ্ঠিবদ্ধ করলেন, সিঙ্গেল নেওয়ার পথে লাফিয়ে উঠলেন এরপর। ওয়ানডে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি পেয়ে গেলেন জেসন রয়। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ১০৪ বল। ব্লুমফন্টেইনে সেঞ্চুরি দিয়ে রান-খরা কাটিয়েছিলেন। পরের তিন ওয়ানডে ইনিংসে অবশ্য ফিরেছিলেন দুই অঙ্কে যাওয়ার আগেই। তবে রয় পেলেন আরেকটি তিন অঙ্কের দেখা।

ইংল্যান্ড ১৬২/৩, ৩১ ওভারে

০৮: ৪৩ , মার্চ ০৩

রয়কে থামালেন সাকিব

১৩২ রান করে থেমেছেন জেসন রয়
শামসুল হক

সেঞ্চুরির পর গতি বাড়িয়েছিলেন রয়। মাঝে ৩ ওভারে এসেছিল ৫টি চার, ৩৮ রান।

তবে ১৫০ পর্যন্ত যেতে পারলেন না ইংল্যান্ড ওপেনার। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে হয়েছেন এলবিডব্লু, আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। রয় ফিরলেন ১৩২ রান করে, ১২৪ বলের ইনিংসে ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। বাটলারের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৯৩ বলে ১০৯ রান।

ইংল্যান্ড অবশ্য ৩০০-পেরোনো স্কোরের পথে আছে ভালভাবেই। বাটলারের সঙ্গে যোগ দিয়েছেন উইল জ্যাকস।

৩৬ ওভারে ইংল্যান্ড ২০৫/৪।

০৮: ৪৮ , মার্চ ০৩

তাসকিনের শিকার জ্যাকস

উইকেটের দেখা নেই, উইকেটের দেখা নেই… এরপর ৭ বলের মধ্যে ২ উইকেট! তাসকিনের ধীরগতির শর্ট বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন উইল জ্যাকস। ইংল্যান্ড ২ উইকেট হারাল ৩ রানের মধ্যে।

০৮: ৫৩ , মার্চ ০৩

রয়কে ফেরানোর পর....

শামসুল হক
০৯: ০৪ , মার্চ ০৩

বাটলারের ফিফটি

৪০/১, ১০ ওভার।

১৭৯/৪, ১১-৪০ ওভার।

৪০ ওভারশেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ২১৯। পরের ওভারে সাকিবকে চার মেরে ফিফটি পেয়েছেন বাটলার, লেগেছে ৫০ বলই।

শেষ ১০ ওভারে কত তুলবে সফরকারীরা?

০৯: ২১ , মার্চ ০৩

মিরাজের দুর্দান্ত ফিরতি ক্যাচে থামলেন বাটলার

ফিফটির পর ১৩ বলে ২৬ রান তুলে ফেলেছিলেন বাটলার। তবে তাঁকে থামতে হলো মিরাজের দুর্দান্ত এক ক্যাচে। ফুললেংথের বলে টেনে মেরেছিলেন ইংল্যান্ড অধিনায়ক, নিজের বলেই বাঁদিকে নিচু হয়ে দারুণ এক রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন মিরাজ। বাটলার থেমেছেন ৭৬ রানেই।

০৯: ৩০ , মার্চ ০৩

২ ওভারে ৩ ছক্কা

বাটলার থেমেছেন, তবে শেষের ঝড় তুলছেন মঈন আলী ও স্যাম কারেন। মিরাজের এক ওভারে দুই ছক্কা মেরেছেন মঈন—স্লগ সুইপে মিডউইকেটের পর টেনে একই অঞ্চল দিয়ে। পরের ওভারে লং অফ দিয়ে মোস্তাফিজকে ছক্কা মেরেছেন কারেন। ৩ ওভার বাকি থাকতে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৯৪ রান।

০৯: ৩৫ , মার্চ ০৩

মঈনকে ফেরালেন তাসকিন

তাসকিনের লো ফুলটসে যেভাবে চেয়েছিলেন, টাইমিংটা সেভাবে করতে পারেননি মঈন। স্কয়ার লেগের দিকে খাড়া ওপরে ওঠে ক্যাচ। ডিপে থাকা লিটন দাস অবশ্য ক্যাচের জন্য ছুটতে একটু সময় নিয়েছিলেন, তবে পুষিয়ে দিয়েছেন ভালোভাবেই। ৩৬ বলে ৪২ রান করে থেমেছেন মঈন। ২.২ ওভার বাকি থাকতে সপ্তম উইকেট হারিয়েছে ইংল্যান্ড। নেমেই অবশ্য আপার কাটে চার মেরেছেন আদিল রশিদ, সে চারে ৩০০ পেরিয়ে গেছে ইংল্যান্ড।

শেষ বলে তাসকিনের ইয়র্কারে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে বল সোজা লেগেছিল ব্যাটে, টেলিভিশন আম্পায়ারকে দেখতে হয়নি আল্ট্রা-এজও।

০৯: ৪৪ , মার্চ ০৩

পিকচার পারফেক্ট

তাসকিন আহমেদের বলে মঈন আলীর ক্যাচ নিচ্ছেন লিটন দাস
শামসুল হক
০৯: ৪৮ , মার্চ ০৩

ইংল্যান্ড ৩২৬/৭, ৫০ ওভারে

৪৯তম ওভারের প্রথম বলেই বিমারে নো-বল করেছিলেন মোস্তাফিজ। শেষ ওভারে অবশ্য ৭ রানের বেশি দেননি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন এ বাঁহাতি পেসার। শেষ ওভারে এসে তাসকিন দিয়েছেন ১৫ রান, চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা মেরেছেন স্যাম কারেন। শেষ পর্যন্ত এ বাঁহাতি খেলেছেন ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ক্যামিও। ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান তুলেছে ইংল্যান্ড।

শেষ ১০ ওভারে এসেছে ১০৭ রান, শেষ ৫ ওভারে ৫৭ রান।

আগের দিনের চেয়ে ব্যাটিংয়ের জন্য তুলনামূলক ভালো উইকেটে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ফিল সল্ট বেশিক্ষণ টেকেননি, তবে আরেক ওপেনার জেসন রয় পেয়েছেন সেঞ্চুরির দেখা। রয়ের ১৩২, বাটলারের ৭৬ রানের পর মঈনের ৪২ ও কারেনের ৩৩ রানের ক্যামিও অবদান রেখেছে ইংল্যান্ডের বড় সংগ্রহে।

ম্যালানের সঙ্গে ফিফটি জুটির পর বাটলারের সঙ্গে রয়ের শত রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় ইংল্যান্ড। তাতে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেন মঈন ও কারেন।

সিরিজে টিকে থাকতে হলে, টানা সাত সিরিজ জয়ের রেকর্ড শেষ ম্যাচ পর্যন্ত টিকে রাখতে হলে বাংলাদেশকে নিজেদের রান তাড়ার রেকর্ড ভাঙতে হবে। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৩২২ রানের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল তারা।

দেশের মাটিতে সবচেয়ে বেশি ৩০৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল বাংলাদেশ। ২০০৮ সালে ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে।

১০: ২৪ , মার্চ ০৩

প্রথম ওভারে নেই লিটন-নাজমুল

স্যাম কারেনের অফ স্টাম্পের বাইরের বল, লেগ মিডলে গার্ড নেওয়া লিটন সেটিই খেলতে গেলেন পা সেভাবে না নড়িয়েই। সেটার মাশুলও দিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে। বাংলাদেশ ওপেনার ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ পেয়ে। ঠিক পরের বলে অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন আগের ম্যাচে বাংলাদশের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন। ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন কারেন। মুশফিক সেটি হতে দেননি। তবে প্রথম ওভারে শেষে বাংলাদেশের স্কোরকার্ড পড়ছে এমন—৪ রান, ২ উইকেট!

প্রথম ওভারেই জোড়া আঘাত করেন স্যাম কারেন
শামসুল হক
১০: ৩৫ , মার্চ ০৩

কারেনের শিকার মুশফিকও

৫ বলের মধ্যে তৃতীয় উইকেট কারেনের! এবার তাঁর শিকার মুশফিকুর রহিম। আবার অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল, আবার খোঁচা ব্যাটসম্যানের। ইংল্যান্ড উল্লাস শুরু করে দিলেও আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি, তবে আত্মবিশ্বাসী জস বাটলার রিভিউ নিয়ে সফল হয়েছেন। ৯ রানের মধ্যেই তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১০: ৩৮ , মার্চ ০৩

দুর্দান্ত স্যাম

এখন পর্যন্ত স্যাম কারেন—

১৯ বলে ৩৩*

২-০-৯-৩

১১: ০৫ , মার্চ ০৩

যেভাবে ১২তম ওয়ানডে সেঞ্চুরি পেলেন রয়

আরও পড়ুন
১১: ১১ , মার্চ ০৩

চাপ সামাল দেওয়ার চেষ্টা তামিম-সাকিবের

১৪ বলের মধ্যে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে একটু ধাতস্থ করার চেষ্টা করছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনের জুটি এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৩৫ রানে, প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলেছে ৪৪ রান। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল ইংল্যান্ড, তবে এ সময়ের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট।

কারেন ও সাকিব—দুজনকে দিয়েই প্রথম ১০ ওভার করিয়েছেন বাটলার।

শামসুল হক
১১: ৩৮ , মার্চ ০৩

ফিফটি জুটি

৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর শুরু সাকিব-তামিমের জুটি, যেটি পেরোল ৫০ রান। এ নিয়ে ওয়ানডেতে ২০ বার ৫০ বা এর বেশি রানের জুটি গড়লেন দুজন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফিফটি জুটির রেকর্ডটিতেও আছে সাকিবের নাম, মুশফিকের সঙ্গে তাঁর এমন জুটির সংখ্যা ২৩টি। এরপরে ২৩টি জুটি নিয়ে আছে মাহমুদউল্লাহ ও মুশফিক।

শামসুল হক
১১: ৫৪ , মার্চ ০৩

রিভিউ নিয়ে বাঁচলেন সাকিব

সাকিব রিভিউ নিয়েছিলেন সঙ্গে সঙ্গেই, নন স্ট্রাইক প্রান্ত থেকে সে রিভিউ নিতে বলছিলেন তামিমও। শেষ পর্যন্ত কাজে এলো সেটি। উইল জ্যাকসকে সুইপ করতে গিয়ে মিস করেছিলেন সাকিব, এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার শরফউদ্দৌলা। তবে প্যাডে আঘাত করার আগে বল ছুঁয়ে গেছে সাকিবের গ্লাভস, আল্ট্রা-এজ নিশ্চিত করেছে সেটি। ঠিক পরের বলেই সাকিব মেরেছেন চার।

সাকিব-তামিমের জুটি অবিচ্ছিন্ন ৭৫ রানে। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮৪/৩।

১১: ৫৬ , মার্চ ০৩

তামিমের আউটে ভাঙল জুটি

আগের ওভারে সাকিব বেঁচেছিলেন, পরের ওভারে ফিরলেন তামিম। মঈন আলীকে ডাউন দা গ্রাউন্ডে এসে ইনসাইড-আউট খেলার চেষ্টা করেছিলেন তামিম, তবে বলের পিচিংয়ে ঠিকঠাক পৌঁছাতে পারেননি। লং অফে জেমস ভিন্সের হাতে ধরা পড়েছেন বাংলাদেশ অধিনায়ক, ৬৫ বলে ৩৫ রান করে। সাকিবের সঙ্গে তাঁর জুটি থেমেছে ৭৯ রানেই।

১২: ০৯ , মার্চ ০৩

সাকিবের ৫০, বাংলাদেশের ১০০

দুই বাঁহাতি সাকিব ও তামিম ব্যাটিং করার সময় এতক্ষণ আসেননি আদিল রশিদ। তামিম ফেরার পর সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ, এবার রশিদকে এনেছেন বাটলার। ২৪তম ওভারে নিজের প্রথমটি করতে এসেছেন এ লেগ স্পিনার। সাকিব কাট করে চার মেরেছেন চতুর্থ বলে, সেটিতে ১০০ রান হয়ে গেছে বাংলাদেশের। ঠিক পরের বলে এক্সট্রা কাভার দিয়ে সাকিব মেরেছেন আরেকটি চার। তাতে ফিফটি পূর্ণ হয়েছে এ বাঁহাতির। বাংলাদেশের হয়ে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচে সাকিব পেলেন ওয়ানডেতে ৫১তম ফিফটির দেখা। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তাঁর ৯৩তম ফিফটি।

রশিদের প্রথম ওভার থেকে এসেছে ১১ রান।

২৪ ওভার শেষে বাংলাদেশ ১০৭/৪।

১২: ২৪ , মার্চ ০৩

ফিফটির পর থামলেন সাকিব

রশিদকে জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন সাকিব, তবে মিড অফের ফিল্ডারকে পার করাতে পারেননি। ফিফটির পর বেশিক্ষণ থাকলেন না তিনি, থামলেন ৬৯ বলে ৫৮ রান করেই। ২৮তম ওভারের শেষ বলে আউট হয়েছেন সাকিব, এরপর থেকে প্রয়োজনীয় রান রেট ৯.৩১।

১২: ৪৪ , মার্চ ০৩

ইংলিশদের মাইলফলকের দিন

জেসন রয়ের সেঞ্চুরিটি ছিল ১২তম। ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় যৌথভাবে মার্কাস ট্রেসকোথিকের সঙ্গে তিনে এসেছেন এ ওপেনার। এবার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে উঠে এলেন আদিল রশিদ।

১২: ৪৮ , মার্চ ০৩

বাংলাদেশের সামনে দীর্ঘ পথ

একপ্রান্তে রশিদ, অন্যপ্রান্তে মঈন—দ্বিমুখী স্পিন-আক্রমণ কিছুক্ষণ চলার পর মঈনকে সরিয়ে সাকিবকে এনেছেন বাটলার। প্রথম ৭ ওভারে ১৪ রান দেওয়া মঈনের অষ্টম ওভার থেকে এসেছে ১৩ রান, আফিফের চারের পর ছক্কার সৌজন্যে।

সিরিজ বাঁচাতে অবশ্য এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে, সেটিও খুব কম সময়ের মধ্যেই। শেষ ১৫ ওভারে তাদের প্রয়োজন ১৭০ রান, মানে ওভারপ্রতি তুলতে হবে ১১.৪০ করে রান।

১২: ৫২ , মার্চ ০৩

গেলেন আফিফও

অফ স্টাম্পের বেশ বাইরে লেগ স্পিনিং ডেলিভারি, সেটিতে শুরুতে ড্রাইভ করতে চেয়ে শেষ মুহূর্তে ডিফেন্ড করতে চেয়েছিলেন আফিফ। তবে যা ভুল করার করে ফেলেছেন। ব্যাটের কানায় লেগে ক্যাচ গেছে জস বাটলারের হাতে। ১৬০ রানে নেই ৬ উইকেট, বাংলাদেশের দারুণ কঠিন কাজটা এখন পরিণত হচ্ছে ভীষণ অসম্ভবে। আফিফ থেমেছেন ৩৩ বলে ২৩ রান করে।

১২: ৫৪ , মার্চ ০৩

উদ্ভাসিত ইংল্যান্ড, আঁধারে বাংলাদেশ

১৩: ০১ , মার্চ ০৩

রশিদের তৃতীয় শিকার মাহমুদউল্লাহ

খেললেন কই, আর বল গেল কই! মাহমুদউল্লাহর আউটের ধরন ঠিক এমনই! রশিদের লেগ স্পিন করা ডেলিভারিতে ফ্লিক করতে গিয়েছিলেন, ক্যাচ গেছে স্লিপে। শেষ হয়েছে মাহমুদউল্লাহর সংগ্রাম, ৪৯ বলে ৩২ রান করে থেমেছেন তিনি। ৭২ বলে বাংলাদেশের প্রয়োজন ১৬০ রান, বাকি ৩ উইকেট।

১৩: ১৬ , মার্চ ০৩

রশিদের চতুর্থ

ডাউন দা গ্রাউন্ডে গিয়ে ইনসাইড আউট খেলতে গিয়েছিলেন মিরাজ, ভারসাম্য রাখতে পারেননি। নিজের শেষ ওভার করতে আসা আদিল রশিদ পেয়েছেন চতুর্থ উইকেট, ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার রেহান আহমেদ। জয় থেকে ২ উইকেট দূরে দাঁড়িয়ে ইংল্যান্ড।

১০ ওভারে ৪৫ রানে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেছেন রশিদ।

১৩: ৩০ , মার্চ ০৩

পারলেন না তাসকিন

ম্যাচ জয়ের প্রসঙ্গ নয়, আলোচনা ২০০ পার করানো নিয়ে। প্রথম ম্যাচে তাসকিন সহায়তা করেছিলেন ২০০ পেরোতে, যেটি ছিল লড়াই করার মতো স্কোর। এবার ৩২৭ রানের লক্ষ্য হলেও ২০০ পার করানোর দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন তাসকিন। তাঁর বিপক্ষে নেওয়া একতা রিভিউ একটু আগে ব্যর্থও হয়েছে ইংল্যান্ডের। তবে দলীয় ২০০ রানের আগেই থামলেন তাসকিন, মঈন আলীর সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে। ২১ বলে ২১ রান করেছেন, বাংলাদেশ নবম উইকেট হারিয়েছে ১৯৪ রানে।

১৩: ৩২ , মার্চ ০৩

১৩২ রানে হারল বাংলাদেশ, ইংল্যান্ড ২-০

দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারতে কেমন লাগে, সেটি যেন ভুলতে বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর তাদের কাছেই হারতে হলো আবার।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ১৩২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

শামসুল হক

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম।

সাকিব ও তামিমের জুটি, সাকিবের ফিফটি—আদতে পার্থক্য গড়তে পারেনি কোনো। বোলিং লাইনআপে নতুন দুজনকে নিয়েও শক্তিমত্তায় বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের পার্থক্যটা বরং ফুটে উঠেছে আরও বেশি করে।

চট্টগ্রাম আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এখন যেটি শুধুই আনুষ্ঠানিকতা।