লায়ন না বিস্মৃতি, কোন পথে যাবে প্রথম বলে উইকেট নেওয়া শামার জোসেফের ক্যারিয়ার

টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পেয়েছেন শামার ব্রুকসএএফপি

শামার জোসেফ কি টাইরেল জনসনের নাম জানতেন?

না জানার সম্ভাবনাই বেশি। হোক না নিজের দেশের মানুষ, ৮৫ বছর আগে একটিমাত্র টেস্ট খেলা ক্রিকেটারের নাম না জানায় অবাক হওয়ার কিছু নেই।

তবে আজ অ্যাডিলেডে দিনের খেলা শেষে টাইরেল জনসন নামটা শামার জোসেফ হয়তো শুনে থাকবেন। টেস্ট অভিষিক্ত ক্যারিবীয় পেসারই যে বিস্মৃতি থেকে তুলে এনেছেন জনসনের নাম। জনসনের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে আজ টেস্ট ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন শামার জোসেফ।

২৪ বছর বয়সী জোসেফ টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখতে যা করার সবই করেছেন। দল ১৩৩ রানে ৯ উইকেট হারানোর পর উইকেটে এসে কেমার রোচের সঙ্গে গড়েছেন ৫৫ রানের জুটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৩৬ রান। জোসেফ এরপর বল হাতে প্রথম বলে ফিরিয়েছেন টেস্টে প্রথমবারের মতো ব্যাটিং ওপেন করা স্টিভ স্মিথকে। সেখানেই থামেননি মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া জোসেফ। মারনাস লাবুশেনকে ফিরিয়ে পেয়ে গেছেন দ্বিতীয় উইকেটও।

স্মিথকে ফেরানোর পর শামার জোসেফ, অ্যাডিলেড টেস্টে
এএফপি

টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে উইকেট

জোসেফের পূর্বসূরি জনসন ১৯৩৯ সালে ইংল্যান্ড সফরে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। ওভালে তৃতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওভারে ওয়াল্টার কিটনকে বোল্ড করেই কীর্তিটা গড়েন জনসন। ওই ম্যাচে আরও ২ উইকেট নিলেও জনসন এরপর আর টেস্ট খেলার সুযোগ পাননি। শুধু টেস্ট ক্রিকেট কেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটেই ওটাই হয়ে আছে জনসনের প্রথম ও শেষ ম্যাচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বাতিল হয়ে যায় ইংল্যান্ড সফরের বাকি ম্যাচগুলো। ১৯৪৫ সালে যখন মহাযুদ্ধ শেষ হলো, তত দিনে ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন জনসন।

জনসনের ক্যারিয়ার বিশ্বযুদ্ধে থমকে গেলেও প্রথম বলে উইকেট নেওয়া আরও চারজন আছেন যাদের ক্যারিয়ারও এক টেস্টের। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার আর্থার কনিংহাম, নিউজিল্যান্ডের ম্যাট হেন্ডারসন, ডেনিস স্মিথ ও দক্ষিণ আফ্রিকার হার্ডাস ভিলিওন।

শামার জোসেফের আগে যে ২২ জন টেস্টে প্রথম বলে উইকেট পেয়েছেন, তাঁদের মাত্র তিনজনেরই বলার মতো ক্যারিয়ার। গত জুনে মিরপুরে ২২তম বোলার হিসেবে এই কীর্তি গড়া আফগান পেসার নিজাত মাসুদকে নিয়ে কিছু বলার সময় অবশ্য এখনো আসেনি।

প্রথম বলে উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে ঝলমলে ক্যারিয়ার নাথান লায়নের
প্রথম আলো

যে তিনজন ভালো করেছেন, এঁদের একজনের বলেই আজ টেস্ট ক্যারিয়ারের প্রথমবার আউট হয়েছেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন শামারকে আউট করেই ১২৬ টেস্টের ক্যারিয়ারে ৫১০ নম্বর উইকেটটি পেয়েছেন। বাকি দুজন মরিস টেট ও ইন্তিখাব আলম। ৩৯ টেস্টে ১৫৫ উইকেট ইংল্যান্ডের মিডিয়াম পেসার টেটের। পাকিস্তানের লেগ স্পিনার ইন্তিখাব ৪৭ টেস্টে পেয়েছেন ১২৫ উইকেট।

লায়ন-টেট-ইন্তিখাবের, না অন্যদের দলে জায়গা হবে শামার জোসেফের কে বলতে পারে!

আরও পড়ুন