২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিপিএলে আর খেলতে পারবেন তো মোস্তাফিজ?

বিপিএল প্রস্তুতিতে আহত হয়েছেন মোস্তাফিজুর রহমানপ্রথম আলো

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে মাথায় চোট পাওয়া মোস্তাফিজুর রহমান এখন আছেন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। সিটি স্ক্যানের পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও জাহিদুল ইসলাম জানিয়েছেন, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

তবে মোস্তাফিজকে নিয়ে এখন বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তা তাঁর কনকাশন (মাথায় আঘাত পাওয়াজনিত সমস্যা) নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোস্তাফিজকে
প্রথম আলো

মাথায় এমন চোটের পর মোস্তাফিজ বিপিএল খেলতে পারবেন তো? এ প্রশ্নের উত্তরে দেবাশিষ চৌধুরীর উত্তর, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট…এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

আরও পড়ুন