গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে কোচ করছে পাকিস্তান

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পিপিসিবি

ইএসপিএনক্রিকইনফোর খবর সত্যি হলে বড় পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেট দলে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি রোববার জানিয়েছে সরিয়ে দেওয়া হচ্ছে দলটির প্রধান কোচ জেসন গিলেস্পিকে। তাঁর পরিবর্তনে তিন সংস্করণেই কোচ করা হচ্ছে দলটির সাবেক পেসার ও বর্তমান নির্বাচক কমিটির আহ্বায়ক  আকিব জাভেদকে।

ইএসপিএনক্রিকইনফো লিখেছে আগামীকাল সোমবারই কোচ পরিবর্তনের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই দিনই অস্ট্রেলিয়া সফরে শেষ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে সাদা বলের কোচের পদ থেকে গ্যারি কারস্টেন সরে দাঁড়ানোর পর জেসন গিলেস্পিকেই চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তিন সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের স্থায়ী কোচ করার কথা ভেবেছিল পিসিবি। তবে পিসিবি নাকি লাল বলের কোচকে বাড়তি দায়িত্বের জন্য অতিরিক্ত কোনো টাকা-পয়সা দিতে চায়নি। গিলেস্পি তাই সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই সব সংস্করণের জন্য নতুন কোচ খুঁজতে শুরু করে পিসিবি।

পাকিস্তানের নতুন কোচ হবেন আকিব জাভেদ
ফাইল ছবি

তবে পিসিবির এক সূত্র ইএসপিএনক্রিকইনফো বলেছেন অন্য কথা। গিলেস্পি বেশি সময় পাকিস্তানে থাকেন না—মূল অভিযোগ নাকি এটাই।

আরও পড়ুন

গিলেস্পিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আজহার মেহমুদ কিংবা সাকলায়েন মুশতাককে প্রধান কোচ করার কথা ভাবে পিসিবি। তবে এই দুজনকে কোচ করার পক্ষে বোর্ডের ভেতরে বেশি সমর্থন পায়নি পিসিবি। এরপরই আকিবের কথা চিন্তা করে দলটি।

আরও পড়ুন