একটি ইনস্টাগ্রাম পোস্টে কত টাকা পান কোহলি

নিয়মিতই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে থাকেন বিরাট কোহলিছবি: বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

মাঠের বিরাট কোহলি তো সবারই দেখা। জার্সি পরে মাঠে নামছেন, ব্যাটিং করছেন, ফিল্ডিং করছেন; ম্যাচের আবহাওয়ায় তাল মিলিয়ে উচ্ছ্বাস আর ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু মাঠের বাইরের কোহলি কেমন? কোথায় কোথায় যান, কী পরেন, কী খান আর কাদের সঙ্গে চলেন-ফেরেন—এ নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-সমর্থকদের।

কোহলির মাঠের বাইরের জীবনযাপন দেখতে ভক্ত-সমর্থকদের অনেকেই হাজির হন সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানায়। ভারতীয় ব্যাটিং তারকাও সেখানে নিজের ‘অফ-ফিল্ড’ জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন প্রায়ই।

এরই মধ্যে ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কোহলির অনুসারী সংখ্যা ২৫ কোটি ৬০ লাখের কাছাকাছি, যা বিশ্বের বেশির ভাগ দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। বিপুলসংখ্যক এই অনুসারীর সঙ্গে যুক্ত থাকায় কোহলির সামনে খুলে গেছে আয়ের নতুন খাত। তাঁর মাধ্যমে বড়সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে চায় অনেক প্রতিষ্ঠান। আর সেটি করতে গিয়ে এখন ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণায় অংশ নেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমটিকে প্রচারণার মাধ্যম বানিয়ে কোহলি প্রতি পোস্টে আয় কত ধারণা করতে পারেন?

প্রায়ই ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে তোলা ছবি পোস্ট করেন কোহলি
ছবি: বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

ইনস্টাগ্রামে আয় করা ব্যক্তিত্বদের নিয়ে একটি তালিকা করেছে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ। অভ্যন্তরীণ ও উন্মুক্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা তালিকা অনুযায়ী ২০২৩ সালে ক্রিকেট তো বটেই, ভারতীয়দের মধ্যেই ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেন কোহলি। প্রতিটি স্পনসরড পোস্ট থেকে কোহলির মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি রুপি।

সারা বিশ্বে ইনস্টাগ্রাম থেকে আয় করা ব্যক্তিদের মধ্যে কোহলি আছেন ১৪তম স্থানে। পোস্টপ্রতি ৩২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৫ কোটি টাকার বেশি) আয় করে সবার ওপরে আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি দুইয়ে আছেন পোস্টপ্রতি ২৫ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার আয় নিয়ে (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি)। তালিকার তিন ও চারে যুক্তরাষ্ট্রের সেলেনা গোমেজ ও কাইলি জেনার। তাঁদের একজন সংগীতজগতের, অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী।

ইনস্টাগ্রাম থেকে পোস্টপ্রতি ১৪তম সর্বোচ্চ আয় কোহলির। ভারতের সাবেক অধিনায়ক প্রতি পোস্টে আয় করে থাকেন ১৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২০ লাখ টাকার বেশি।

আরও পড়ুন

ইনস্টাগ্রামের আয়ে ক্রীড়াব্যক্তিত্বদের সামনের দিকে থাকা অবশ্য নতুন নয়। হপার এইচকিউর সহপ্রতিষ্ঠাতা মাইক বান্দার এ বিষয়ে নিজের বিস্ময় প্রকাশ করে বলেন, ‘যেটা আমাকে অবাক করে, প্রতিবছরই এই প্ল্যাটফর্ম থেকে বার্ষিক আয় বেড়ে চলেছে। আর যেটা বেশি অভিভূত করে, সেটা হচ্ছে ওপরের দিকে থাকা খেলোয়াড়দের ধারাবাহিকতা। এটা স্পষ্ট যে নতুন ইনফ্লুয়েন্সারদের আবির্ভাব সত্ত্বেও চাকচিক্য ও গ্ল্যামার অঙ্গনের প্রতিষ্ঠিত তারকারাই নিজেদের অবস্থান ধরে রেখেছেন।’

আরও পড়ুন