দ্রাবিড় কেন কোচ পদে থাকছেন না, জানালেন জয় শাহ

কোচ হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়বিসিসিআই

রাহুল দ্রাবিড় কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব ছাড়বেন, সেই প্রশ্ন উঠেছিল এই টুর্নামেন্ট শুরুর আগেই। তখন শুধু জানা গিয়েছিল, ভারতের প্রধান কোচ পদে দ্রাবিড় পুনরায় আবেদন করবেন না। এরপর ভারত দ্রাবিড়ের অধীন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল এবং ভারতীয় কিংবদন্তি এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তাঁর বিশ্বকাপ জিততে না পারার খরাও কাটালেন। কিন্তু এখন বাজছে বিদায়ের সুর। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মধ্য দিয়ে ভারতের কোচ পদ থেকে ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড়ের বিদায়ও নিশ্চিত হলো। এমন মুহূর্তেও সেই পুরোনো প্রশ্নটি উঠছে, কেন?

আরও পড়ুন

দ্রাবিড় কেন নতুন মেয়াদে ভারতের কোচের দায়িত্ব আর পালন করতে চান না, এ প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। বার্বাডোজে সংবাদকর্মীদের জয় শাহ বলেছেন, ‘তিনি (দ্রাবিড়) আমাকে বলেছেন, পারিবারিক দায়িত্ব পালনের কারণে তিনি (কোচের দায়িত্ব) ছাড়তে চান এবং আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। মেয়াদ বাড়াতে আমি তাঁকে জোর করিনি।’

খেলোয়াড় হিসেবে প্রশংসার পর কোচ হিসেবেও ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদানের প্রশংসা করেন জয় শাহ, ‘রাহুল ভাই সাড়ে পাঁচ বছর ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন। তিনি তিন বছর জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক ছিলেন। এরপর আড়াই বছর ভারতের প্রধান কোচ পদে ছিলেন।’

বিসিসিআই সচিব জয় শাহ
এএফপি

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ বাড়ানোর ব্যাখ্যায় বিসিসিআই সচিব বলেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অধিনায়ক রোহিত শর্মার অবদান যতটা, রাহুল দ্রাবিড়েরও ততটাই অবদান। তিনি ভারতকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং চলে যেতে চাননি। কারণ, নিজের কাজটা তিনি শেষ করতে চেয়েছিলেন।’

আরও পড়ুন

চলতি মাসের শেষ দিকে সাদা বলের সংস্করণে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। তখন থেকে ভারত জাতীয় ক্রিকেট দল নতুন প্রধান কোচ পাবে বলে জানিয়েছেন জয় শাহ। তবে নতুন কোচ পদে কাকে নেওয়া হবে, সেটি প্রকাশ করেননি তিনি, ‘সিএসি সংক্ষিপ্ত তালিকায় দুজনকে রেখেছে এবং তাঁদের সাক্ষাৎকারও নিয়েছে। তারা যে সিদ্ধান্তই নিক, এর মধ্যেই থাকবে। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়ে যাবেন, তবে শ্রীলঙ্কা সিরিজ থেকে নতুন কোচ যোগ দেবেন।’

টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত
এএফপি

ভারতের প্রধান কোচ পদে দ্রাবিড়ের জায়গায় গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হওয়ার গুঞ্জন জোরেশোরে শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কোচের পদে আবেদন করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও মেয়েদের জাতীয় দলের কোচ ডব্লুভি রমণও।

শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ২৭ জুলাই থেকে শুরু হবে সিরিজ।

আরও পড়ুন