যুক্তরাষ্ট্র সিরিজ খেলা হচ্ছে না তাসকিনের, বিকল্প ভাবনায় হাসান

তাসকিন আহমেদপ্রথম আলো

শরীরের ডান পাশের মাংসপেশির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। আর তাতে বাংলাদেশ দলের এই পেসারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাই পড়ে গেছে শঙ্কার মধ্যে। সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এটা নিশ্চিত, ২১ মে থেকে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। তাঁর বিকল্প হিসেবে এই সিরিজের জন্য ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

আরও পড়ুন

বিশ্বকাপের উদ্দেশে ১৫ মে দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের হয়ে দেশ ছাড়বে। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজের ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৫ মে। বিসিবির একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, তার আগে তাসকিনের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। কাজেই এই সিরিজে তাঁর খেলা হবে না নিশ্চিত।

জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলেছেন তাসকিন
প্রথম আলো

তবে তাসকিন দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন, সেখানে তাঁর চিকিৎসা চলবে। তাঁর জায়গায় যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাংলাদেশ দলের ভাবনায় আছে হাসান মাহমুদের নাম। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে হাসানের সঙ্গে কথা বলে তাঁকে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

শুধু হাসান নন, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য বাড়তি দুই-তিনজন ক্রিকেটারকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে নির্বাচক কমিটির একটু সূত্র জানিয়েছে, তাসকিন যেহেতু চোটে পড়েছেন, স্বাভাবিকভাবেই তাঁকে যুক্তরাষ্ট্র সিরিজের জন্য ভাবা হচ্ছে না। বাকি যাঁরা যাবেন, তাঁদের সুযোগ দিয়ে দেখা হবে।

তাসকিনকে পাওয়ার অপেক্ষায় থাকবে বাংলাদেশ
ইনস্টাগ্রাম

তবে বিশ্বকাপের আগে শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনকে দলে পেতে অপেক্ষা করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। দলের সঙ্গে থেকে তত দিনে যদি চোট পুরোপুরি কাটিয়ে ওঠেন তাসকিন, তাহলে বিশ্বকাপ দলে থেকে যাবেন তিনি। নয়তো ফিরে আসবেন দেশে।

আরও পড়ুন