আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় কোন পাঁচ ক্রিকেটারের
২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম শুরু হতে আর বেশি দেরি নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় সৌদি আরবের জেদ্দায় শুরু হবে এবারের নিলাম, চলবে আগামীকাল পর্যন্ত।
২০০৮ থেকে এখন পর্যন্ত আইপিএলের নিলামে তারকা খেলোয়াড়দের অনেকেই বেশি দামে বিক্রি হয়েছেন। তেলা মাথায় তেল যেমন পড়েছে, তেমনি আইপিএলের নিলাম আবার রাতারাতি ধনী বানিয়ে দিয়েছে অনেককে। কেউ নিলামে উঠে অর্থ পাচ্ছেন, কাউকে আবার দলে ধরে রেখে অর্থ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখে আসা যাক, এবারের আগে পর্যন্ত আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের পাঁচ খেলোয়াড়কে—
১. বিরাট কোহলি: ২১৪ কোটি ৬০ লাখ রুপি
ভারতীয় তারকা এখন পর্যন্ত আইপিএল থেকে সর্বোচ্চ আয়ের খেলোয়াড়। ভারতের ঘরোয়া এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত তাঁর আয় ২১৪ কোটি ৬০ লাখ ভারতীয় রুপি।
ভারতের সাবেক অধিনায়ক তাঁর আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সেই খেলেছেন। ২০২৫ আইপিএলের জন্য বেঙ্গালুরু তাঁকে দলে ধরে রেখেছে ২১ কোটি রুপি দিয়ে।
২. রোহিত শর্মা: ২১০ কোটি ৯০ লাখ রুপি
ভারতের টেস্ট অধিনায়ক কোহলির পর আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলোয়াড়। এবার তাঁকে মুম্বাই ইন্ডিয়ানস ধরে রেখেছে ১৬ কোটি ৩০ লাখ রুপিতে।
সব মিলিয়ে রোহিত তাঁর আইপিএল ক্যারিয়ারে আয় করেছেন ২১০ কোটি ৯০ লাখ রুপি।
৩. মহেন্দ্র সিং ধোনি: ১৯২ কোটি ৮০ লাখ রুপি
ভারতের সাবেক অধিনায়ক আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকার তিন নম্বরে আছেন। চেন্নাই সুপার কিংসকে পাঁচটি আইপিএল জেতানো এই তারকা এখন পর্যন্ত ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন ১৯২ কোটি ৮০ লাখ রুপি।
২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে অভিজ্ঞ ধোনিকে অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে ৪ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে চেন্নাই।
৪. রবীন্দ্র জাদেজা: ১৪৩ কোটি রুপি
আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা চার নম্বর খেলোয়াড়টিও ভারতীয়—রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে বছরের পর বছর দুর্দান্ত খেলে আসা ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার আইপিএল থেকে এখন পর্যন্ত আয় করেছেন ১৪৩ কোটি রুপি।
৫. সুনীল নারাইন: ১২৫ কোটি ২০ লাখ রুপি
আইপিএল থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করা খেলোয়াড়দের শীর্ষ পাঁচে থাকা একমাত্র বিদেশি খেলোয়াড় সুনীল নারাইন।
কলকাতা নাইট রাইডার্সের আইকন খেলোয়াড়ে পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার এখন পর্যন্ত আইপিএল থেকে আয় করেছেন ১২৫ কোটি ২০ লাখ রুপি।