যৌন নিপীড়নের শিকার সেই শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া।ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে বিভিন্ন সময় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শিশু যৌন নিপীড়নকে ‘ভয়ংকর সমস্যা’ আখ্যা দিয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সিএ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ন্যাশনাল রিড্রেস স্কিম বা জাতীয় প্রতিকার কর্মপরিকল্পনায় সই করেছে সিএ। অস্ট্রেলিয়ায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিশু যৌন নিপীড়নের শিকার হওয়াদের জন্য এ স্কিম চালু হয়েছে।

বিভিন্ন সময় নির্যাতনের শিকার হওয়া শিশুদের এ স্কিমের আওতায় এনে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি নানা ধরনের সাহায্য-সহযোগিতা করা হয়।

আজ সিএর চেয়ারম্যান লাচলান হেন্ডারসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘শিশু যৌন নিপীড়নের মতো ভয়ংকর সমস্যা সমাজে এবং ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যা ঘটে গেছে, তা আমরা বদলাতে পারব না।

তবে ভুক্তভোগীদের যেটুকু পারা যায় সহযোগিতা করা দরকার। অস্ট্রেলিয়ার ক্রিকেটে জড়িত থাকা অবস্থায় কেউ যৌন নিপীড়নের শিকার হয়ে থাকলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটে শিশু যৌন নিপীড়নের ঘটনা একাধিকবার শোনা গেছে। চলতি বছরের শুরুতে সাবেক এক জুনিয়র ক্রিকেটার সিএর বিরুদ্ধে মামলা করেন।

তাঁর অভিযোগ, ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত ও শ্রীলঙ্কা সফরের সময় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।

আরও পড়ুন

এর আগে ২০০৯ সালে স্কুলশিক্ষার্থী নিপীড়নের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিংকে কারাদণ্ড দেওয়া হয়। নব্বইয়ের দশকে কোচ থাকার সময় তিনি এ অপরাধ করেছিলেন বলে প্রমাণিত হয়।

ন্যাশনাল রিড্রেস স্কিমে যোগ দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অধীন রাজ্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে হেন্ডারসন বলেন, ‘আমরা সব রাজ্য সংস্থাকে স্কিমে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করছি। ভুক্তভোগীদের প্রতি কীভাবে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেওয়া যায়, ক্রিকেট অস্ট্রেলিয়া এখন সেই উপায় খুঁজছে।’