২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ধারাভাষ্যকার যখন কোচ

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে ধারাভাষ্য দিতে এসেছেন ফারভিজ মাহরুফছবি: ইনস্টাগ্রাম

জিনস, শার্ট ও মাথায় হ্যাট। বাংলাদেশ দলের সাদা বলের ক্রিকেটারদের জার্সি, ট্রাউজারের ভিড়ে এমন বেশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দীর্ঘদেহী একজনকে। দূর থেকে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহরুফকে চিনতে সমস্যা হলো না।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে ধারাভাষ্য দিতে এসেছেন সাবেক শ্রীলঙ্কার অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলমান সেই খেলা বাদ দিয়ে তিনি বাংলাদেশের সাদা বলের ক্রিকেটারদের অনুশীলনে কী করছেন?

প্রশ্নের উত্তরটা পাওয়া গেল কিছুক্ষণ পর। বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে ব্যস্ত থাকায় কোচিং স্টাফের সদস্যদের ব্যস্ততা এখন টেস্ট দলকে ঘিরে। ওদিকে চলমান সাদা বলের ক্রিকেটারদের ক্যাম্প পরিচালনা করছেন জেমি সিডন্স ও চম্পকা রমানায়েকে। দুজনই ফারভিজের পূর্বপরিচিত। স্বদেশি চম্পকাকে তো ক্যারিয়ারের শুরু থেকেই কোচের ভূমিকায় পেয়েছেন ফারভিজ।

আরও পড়ুন

তাঁর সঙ্গেই অনেকক্ষণ কথা বলতে দেখা গেল ফারভিজকে। বাংলাদেশ দলের দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান ছিলেন সেখানে। চম্পকার সঙ্গে দাঁড়িয়ে দুজনের নেট বোলিং দেখছিলেন। বোলিং অনুশীলনের ফাঁকে মোস্তাফিজের সঙ্গে বোলিং গ্রিপ নিয়েও কথা বলতে দেখা গেল।

সাদা বলের ক্রিকেটারদের অনুশীলনে ছিলেন জিনস, শার্ট ও মাথায় হ্যাট পরা ফারভিজ মাহরুফ
ছবি: সংগৃহীত

যেন কিছুক্ষণের জন্য কোচ হয়ে গেলেন এই ফারভিজও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠ থেকে ফেরার পথে বললেন, ‘আমি সেখানে গিয়েছি মূলত চম্পকার সঙ্গে। পরে গামিনিও (মিরপুর স্টেডিয়ামের কিউরেটর) এল। আমি জেমিকেও আগে থেকে চিনতাম। মোস্তাফিজদের সঙ্গে গ্রিপ নিয়ে কিছুক্ষণ কথাও বললাম। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’

শ্রীলঙ্কার হয়ে তিন সংস্করণে ১৩৯ ম্যাচ খেলেছেন ফারভিজ। নিয়েছেন ১৬৭ উইকেট। এক যুগ দীর্ঘ ক্যারিয়ারের শেষের দিকে মোস্তাফিজ ও তাসকিন আহমেদের উত্থান দেখেছেন। আজ দুই পেসারের ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতি মনে করলেন তিনি, ‘দুজনকেই ক্যারিয়ারের শুরুতে প্রতিপক্ষ হিসেবে দেখেছি। ২০১৫-১৬ সালের দিকে দারুণ প্রতিভা মনে হচ্ছিল তাদের। এখন দেখুন, দুজনই বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছে।’

আরও পড়ুন

আজ সাদা বলের ক্রিকেটারদের অনুশীলনে আরও এক বাংলাদেশি পেসারকে দেখে মুগ্ধ হয়েছেন ফারভিজ। তিনি হাসান মাহমুদ। হাসানের নেটের ঠিক পেছনে দাঁড়িয়ে তাঁর বোলিং দেখছিলেন এই লঙ্কান পেসার। হাসানকে দেখার পর তাঁর ভবিষ্যদ্বাণী, ‘দারুণ লাগল ওকে। অনেক বৈচিত্র্য বোলিংয়ে। আর দুই-তিন বছরের অভিজ্ঞতা তাকে আরও ধারালো করে তুলবে। ও বাংলাদেশে পেস বোলিংয়ের ভবিষ্যৎ।’

ধারাভাষ্যকক্ষে এখন নিয়মিতই দেখা যায় ফারভিজ মাহরুফকে
ছবি: ইনস্টাগ্রাম

তাসকিনদের নিয়ে ফারভিজের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। হাসানের ক্ষেত্রেও তা হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন