ঘরোয়ায় না খেলার শাস্তি আইয়ার-কিষানের, বাদ কেন্দ্রীয় চুক্তি থেকে
বিসিসিআই-এর তাগাদার পরও রঞ্জি ট্রফিতে না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ঈষান কিষান ও শ্রেয়াস আইয়ার। আজ এ দুজনকে বাদ দিয়ে ২০২৪ সালের জন্য কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চারটি ক্যাটাগরিতে মোট ৩০ জন ক্রিকেটার বিসিসিআই-এর চুক্তি পেয়েছেন।
প্রথমবারের মতো বিসিসিআই-এর চুক্তিতে এসেছেন যশস্বী জয়সোয়াল। আর গ্রেডে উন্নতি হয়েছে মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল ও শুবমান গিলের। এ ছাড়া সবচেয়ে বেশি বেতনের গ্রেড ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আগের মতোই জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা।
কিষান ও আইয়ার যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। আইয়ার চলমান ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টের একাদশে ছিলেন। তৃতীয় টেস্টের পর তাঁকে জাতীয় দল থেকে ছুটি দিয়ে রঞ্জি ট্রফিতে খেলতে বলা হয়েছিল। কিন্তু পিঠের চোটের কথা জানিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টটিতে মুম্বাইয়ের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলেননি তিনি। যদিও ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে বোর্ডকে জানানো হয়, আইয়ারের না খেলার মতো কোনো সমস্যা ছিল না। আইয়ারের মতো রঞ্জি ট্রফি খেলা থেকে বিরত থাকেন কিষানও। এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যানকে আইপিএলের সতীর্থ হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে।
বিসিসিআই সচিব জয় শাহ তখনই বলেছিলেন, আইপিএল খেলার কথা মাথায় রেখে যাঁরা ফিট হয়েও রঞ্জি ট্রফিতে খেলবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা তৈরির দায়িত্বে থাকা প্রধান নির্বাচক অজিত আগারকারকে এ বিষয়ে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। আজ বিসিসিআই প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি তালিকায় বোর্ডের সেই অবস্থানেরই প্রতিফলন দেখা গেছে। বিবৃতিতে ‘জাতীয় দলের দায়িত্ব না থাকার সময় ক্রীড়াবিদদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকে অগ্রাধিকার’ প্রদানের কথা উল্লেখ করে আইয়ার ও কিষানকে বাৎসরিক চুক্তিতে বিবেচনা করা হয়নি বলে জানানো হয়।
বিসিসিআইয়ের ২০২৩ সালের চুক্তিতে ছিলেন ২৬ ক্রিকেটার। এবার সংখ্যা বাড়লেও শীর্ষ ক্যাটাগরিতে খেলোয়াড় আগের মতোই চারজন। দ্বিতীয় স্তর গ্রেড এ-তে আছেন ছয়জন, এর মধ্যে সিরাজ, রাহুল ও গিলরা গ্রেড বি-তে উত্তীর্ণ হয়েছে। বাকি তিনজন হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করা জয়সোয়াল প্রথমবারই চুক্তি পেয়েছেন ‘গ্রেড বি’-তে।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা
গ্রেড এ+: রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।
গ্রেড এ: রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া।
গ্রেড বি: সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, কূলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সোয়াল।
গ্রেড সি: রিংকু সিং, তিলক বার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণয়, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান ও রজত পতিদার।