মাদক নিয়ে নিষিদ্ধ মাভুতা ও মাধেভেরে, বেতন পাবেন অর্ধেক

মাদক নেওয়ার অভিযোগে চার মাস নিষিদ্ধ হয়েছেন মাধেভেরে (ডানে) ও ব্রান্ডন মাভুতাজিম্বাবুয়ে ক্রিকেট

এবার চার মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ওয়েসলি মাধেভেরে ও ব্রেন্ডন মাভুতা। মাদক পরীক্ষায় পজিটিভ হয়ে এর আগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন জিম্বাবুয়ে জাতীয় দলের এই দুই ক্রিকেটার। বিশদ তদন্তের পর জিম্বাবুয়ে ক্রিকেট আজ শাস্তি দিয়েছে মাধেভেরে ও মাভুতাকে। জিম্বাবুয়ে ক্রিকেটের আচরণবিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন দুজন।

শুধু ক্রিকেট খেলার ওপরই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাঁদের, তিন মাসের বেতনের অর্ধেক কেটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। নিষেধাজ্ঞা কার্যকর ধরা হবে ১ জানুয়ারি থেকে, যার অর্থ মে মাসের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না মাভুতা ও মাধেভেরে।

জিম্বাবুয়ের ক্রিকেটে মাদক-কাণ্ডে আজ আরেক ক্রিকেটারের নামও এসেছে। গত সপ্তাহে প্রতিযোগিতা-বহির্ভূত মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন কেভিন কাসুজা। জিম্বাবুয়ের হয়ে সাতটি টেস্ট খেলা ব্যাটসম্যানকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। মাভুতা-মাধেভেরের মতো কাসুজাও নেশাজাতীয় মাদক নেওয়ার জন্য শাস্তি পেলেন।

মাধেভেরে জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলেছেন
এএফপি

গত সপ্তাহে হওয়া মাদক পরীক্ষায় ধরা পড়েছেন কাসুজা। মাভুতা-মাধেভেরে ধরা পড়েন গত মাসে।

আরও পড়ুন

২৩ বছর বয়সী অলরাউন্ডার মাধেভেরে জিম্বাবুয়ের হয়ে ৬০টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলেছেন। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজনই।

আরও পড়ুন