২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিপিএল: আবহাওয়া কাজে লাগিয়ে শরীফুলের ৪ উইকেট

শরীফুল ইসলাম। আজ সিলেটের বিপক্ষে তাঁর দল ঢাকা জিততে না পারলেও দারুণ বোলিং করেছেন শরীফুলদুর্দান্ত ঢাকা

আগের দিন রাত থেকেই সিলেটে বৃষ্টি হবে হবে ভাব। রাত ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কয়েক ফোঁটাও পড়েছিল। আজ সকাল থেকেও সিলেটের আবহাওয়া মেঘলা। দুপুরেও শরীফুল ইসলাম যখন নতুন বল হাতে নিলেন, তখনো আকাশ মেঘলাই ছিল। খেলা হবে ফ্লাডলাইটের আলোয়। সুইং বোলিংয়ের জন্য আদর্শ কন্ডিশন বলতে যা বোঝায়, ঠিক তাই। শরীফুলের দল দুর্দান্ত ঢাকা স্বাভাবিকভাবেই টসে জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায়।

আরও পড়ুন

পরের গল্পের নায়ক শরীফুলই। কন্ডিশন কাজে লাগিয়ে বাঁহাতি এই পেসার বল সুইং করিয়েছেন ডানে-বাঁয়ে। টানা তিন ওভারের প্রথম স্পেলে শরীফুল রান দিলেন মাত্র ৮, উইকেট ৩টি। সিলেটের টপ অর্ডারের শামসুর রহমান, নাজমুল হোসেনের পর জাকির হাসানকে বোল্ড করেন ইন সুইংয়ে। শেষ ওভারে এসে দেন ১৬ রান। নিয়েছেন আরও ১টি উইকেট। দিন শেষে জাতীয় দলের এ পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নিলেন ৪ উইকেট, টি-টোয়েন্টিতে এটি তাঁর সেরা বোলিং। কিন্তু তাঁর দল ঢাকা জিততে পারেনি। সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছে ১৫ রানে।

এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নেন শরীফুল
প্রথম আলো

দিনটা যে শরীফুলের হতে পারে, এমন পূর্বাভাস নাকি আগের দিনই পেয়েছিলেন তিনি। ইনিংসের মাঝে টিভি সম্প্রচারকের প্রশ্নের উত্তরে শরীফুল বলেছেন, ‘আমরা গতকাল সকালে যখন এসেছিলাম, তখন থেকেই আবহাওয়া এমন (মেঘলা) ছিল। তখন বলেছিলাম যে যদি বোলিং পাই, তাহলে সামনে বল করতে হবে। কারণ, আবহাওয়ার একটা সুবিধা আছে, সেটা নেওয়ার জন্য। সেটাই ম্যাচে কাজে দিয়েছে।’

আরও পড়ুন

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন শরীফুল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সে ম্যাচের শেষ ওভারে শরীফুল একে একে আউট করেছিলেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম। আজ ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল ও জাকিরকে আউট করে আরও একবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মোহাম্মদ মিঠুন অবশ্য হ্যাটট্রিকের বলটা সামলে নেন।

বোলিংয়ে সুইংয়ের ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন শরীফুল
প্রথম আলো

তবে হ্যাটট্রিক বলটা নিয়ে শরীফুলের আক্ষেপ আছে। বলটা যদি আরেকটু ভালো জায়গায় করা যেত, তাহলে হয়তো বিপিএলের দ্বিতীয় হ্যাটট্রিকও আসত—এমনটাই মনে করেন শরীফুল। তাঁর মুখেই শুনুন, ‘আলহামদুলিল্লাহ। হ্যাটট্রিক চান্স একটা এসেছিল। আমি চেষ্টা করেছিলাম লেগ বিফোর, নাহলে বোল্ড করতে। সে জন্য একটু সুইং করে বল বের হয়ে গেছে। চাপ তৈরি করা বলতে, তখন ব্যাটসম্যানরা চাপে থাকে, বোলাররা না। একটু ভালো জায়গায় যদি করতে পারতাম, তাহলে হয়তো উইকেটটা আসত।’

আরও পড়ুন

শরীফুলকে প্রশংসায় ভাসিয়েছেন তাঁর সতীর্থ তাসকিন আহমেদও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন জানালেন শরীফুলের সাম্প্রতিক সাফল্যের রহস্য, ‘শরীফুল দারুণ ফর্মে আছে। ওর কবজির পজিশন, সিম পজিশন অনেক উন্নতি হয়েছে। আগে কিন্তু ওর সিম অনেকটা ওবল থাকত। এ জন্য সুইং কম পেত। সম্প্রতি ওর বলে সুইংটা ভালো হয়েছে। কদিন আগে নিউজিল্যান্ড সিরিজেও দারুণ বোলিং করেছে।’

শরীফুলের প্রশংসা করেছেন তাসকিন
দুর্দান্ত ঢাকা

শরীফুলের সঙ্গে জুটি বেঁধে বোলিংও বেশ উপভোগ করছেন তাসকিন, ‘আজকে আমাদের দুজনের বোলিং জুটিটা ভালো ছিল। দুর্ভাগ্যবশত হয়নি। এটাই। আর উইকেটের জন্য একটু ভাগ্যও লাগে। আমাদের মূল পরিকল্পনা ছিল, বোলিং জুটি করা। এদিক দিয়ে ভালো করতে পেরেছি।’

আরও পড়ুন