‘সে এই মুহূর্তে আমাদের সেরা ব্যাটসম্যান’

৭ চার ৩ ছয়ে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন লিটন দাসছবি: এএফপি

পরিসংখ্যান দিয়েই শুরু করি। ২০২২ সালে ২০টি টি-টোয়েন্টি ইনিংসে লিটন দাসের রান ৫৫৮, যা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ যিনি, সেই আফিফ হোসেন ৫৫২ রান করেছেন ২৫ ইনিংসে। কিন্তু সেই লিটনই এবারের বিশ্বকাপে ওপেনিং করার সুযোগ পাচ্ছিলেন না, খেলছিলেন তিন নম্বরে।

সৌম্য সরকার ও নাজমুল হোসেন প্রথম তিন ম্যাচে ইনিংসের সূচনা করেছেন। নাজমুল জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেছেন। কিন্তু সৌম্যর ব্যাট থেকে বাংলাদেশ যেন কিছুই পাচ্ছে না।

আরও পড়ুন

সে কারণেই কিনা আজ ভারতের বিপক্ষে সৌম্যকে বসিয়ে খেলানো হয় বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। আর নাজমুলের সঙ্গে উদ্বোধনে নামেন লিটন।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ভেন্যু অ্যাডিলেড, প্রতিপক্ষ ভারত, নিজের সামর্থ্যের প্রদর্শনীর জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!

লিটনও সুযোগটা কাজে লাগিয়েছেন ২৭ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলে। এতে ভারতের ১৮৪ রানও খুব দূরের কিছু মনে হচ্ছিল না। কিন্তু নাজমুলের ডাকে সাড়া দিতে গিয়ে রানআউট হওয়ায় লিটনের ইনিংসটি দীর্ঘ হয়নি। শেষ পর্যন্ত ডিএলএসের হিসাব–নিকাশে ৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ জিততেও পারত, এ সম্ভাবনার জন্ম দিয়েছে লিটনের ইনিংসই
ছবি: শামসুল হক

তবে বাংলাদেশ জিততেও পারত, এ সম্ভাবনার জন্ম দিয়েছে লিটনের সে ইনিংসই। অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শেষে সে কথাই বলছিলেন, ‘দারুণ ফর্মে আছে। সে এই মুহূর্তে আমাদের সেরা ব্যাটসম্যান। যেভাবে সে প্রথম ছয় ওভারে ব্যাটিং করেছে, সেটা আমাদের ইনিংসে মোমেন্টাম এনে দিয়েছে। ম্যাচটা জিততেই পারি, তখন থেকেই আমরা বিশ্বাস করা শুরু করি। কারণ, এক পাশে বাউন্ডারি ছোট ছিল। বলও ভালো আসছিল।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে গত এক বছর লিটনের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করায় সাকিব সংশোধন করে দিয়েছেন, ‘শেষ এক বছর নয়, আমার মনে হয় ও দুই–তিন বছর ধরে খুব ভালো খেলছে। টি–টোয়েন্টিতে এ বছর খুব ভালো যাচ্ছে। অন্য দুই সংস্করণেও অসাধারণ খেলেছে। টেস্ট–ওয়ানডের আত্মবিশ্বাস ও টি–টোয়েন্টিতে টেনে এনেছে। ও জানে, কীভাবে রান করতে হয়। আজকেরটা আউট অব দ্য বক্স ইনিংস নয়। এ ধরনের ইনিংস নিয়মিত খেলার সামর্থ্য ওর আছে।’

লিটন ভালো শুরু এনে দিলেও বাকিরা সে গতিতে এগোতে পারেননি। মাঝের ওভারে তালগোল পাকিয়ে উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবু নুরুল হাসান ও তাসকিন আহমেদের চেষ্টায় শেষ ওভারে এসে ঠেকে ম্যাচটি, যেখানে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রান। কিন্তু সে ওভারে একটি চার ও একটি ছক্কায় ১৪ রান নিতে পেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন

১৪ বলে ২৫ রান করা নুরুল সে কারণেই একটি বাউন্ডারির আক্ষেপ করছিলেন। ম্যাচ শেষে সাংবাদিকদের নুরুল বলছিলেন সে কথাই, ‘লিটন একটা ভালো মঞ্চ গড়ে দিয়েছিল। আমরাও কাছাকাছি নিয়ে গিয়েছিলাম। শেষ ওভারে আমিও আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আমাদের একটা বাউন্ডারি কম হয়ে গেছে।’