২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফটো ফিচার: ছবির গল্পে হ্যাটট্রিক ও রিশাদ–ঝড়ের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। নুয়ান তুষারার হ্যাটট্রিক, বাংলাদেশের টপ অর্ডারে মড়ক, তাওহিদ হৃদয়ের সঙ্গে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বাদানুবাদ এবং রিশাদ হোসেনের পাল্টা লড়াই—মনে রাখার মতো বেশ কিছু দৃশ্য উপহার দিয়েছে এই ম্যাচ। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় ছবির গল্পে দেখে নিন এই ম্যাচ—
১ / ১০
নিষেধাজ্ঞা থেকে এই ম্যাচ দিয়ে ফিরেছেন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে তাঁর টস করার মুহূর্ত
২ / ১০
৮৬ রান করে বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসে প্রায় অর্ধেক রানই এসেছে তাঁর ব্যাট থেকে
৩ / ১০
ব্যাটিংয়ে ঝড় তোলার আগে বল হাতেও নৈপুণ্য দেখিয়েছেন রিশাদ হোসেন। কামিন্দু মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে তুলে নিয়ে দলকে প্রয়োজনীয় ব্রেক–থ্রু এনে দেন এই লেগ স্পিনার
৪ / ১০
শুরুতে ধনঞ্জয়া ডি সিলভাকে তুলে নেওয়া তাসকিন আহমেদ পরে কুশল মেন্ডিসের উইকেটও নেন। ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন বাংলাদেশের এই পেসার
৫ / ১০
নুয়ান তুষারা হ্যাটট্রিক করার পথে তাঁর প্রথম শিকার— নাজমুল হোসেন। বোল্ড!
৬ / ১০
নুয়ান তুষারার দ্বিতীয় শিকার—তাওহিদ হৃদয়। স্টাম্প উপড়ে ফেলেছিলেন। হৃদয় যেভাবে বলের লেংথে তাকিয়ে আছেন, দেখে মনে হয় বলটি তিনি বুঝতেই পারেননি।
৭ / ১০
নুয়ান তুষারার হ্যাটট্রিক উইকেট—মাহমুদউল্লাহ। এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরছেন
৮ / ১০
অ্যাকশনে রিশাদ হোসেন। ৭ ছক্কায় ৩০ বলে ৫৩। পথ হারানো বাংলাদেশের ইনিংস তাঁর ব্যাটে ভর করেই ভদ্রস্ত চেহারা পায়
৯ / ১০
ম্যাচের একটি উত্তেজনাময় খণ্ডচিত্র—আউট হওয়ার পর শ্রীলঙ্কার খেলোয়াড়দের কাছ থেকে কিছু একটা শুনেছিলেন তাওহিদ হৃদয়। মেজাজটা ধরে রাখতে পারেননি। তেড়েফুঁড়ে গিয়েছিলেন। আম্পায়ার এবং অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়
১০ / ১০
হারের পর শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান