দুই অধিনায়কের ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে স্কটল্যান্ডও

৯ বল হাতে রেখেই নামিবিয়াকে হারিয়েছে স্কটল্যান্ডএএফপি

নাটকীয়তায় ভরা ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। এবার ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল স্কটল্যান্ড। গত রাতে নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়েছে স্কটিশরা। আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচ আর নামিবিয়ার বিপক্ষে জয় মিলিয়ে স্কটল্যান্ডের পয়েন্ট এখন ৩। অস্ট্রেলিয়া এক ম্যাচে এক জয় তুলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট ২ ম্যাচ খেলা নামিবিয়ারও।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নামিবিয়া তোলে ৯ উইকেটে ১৫৫ রান। রান তাড়ায় স্কটল্যান্ড লক্ষ্যে পৌঁছায় ১৮.৩ ওভারে।

মাঝপথে জয়ের সম্ভাবনা ছিল নামিবিয়ারও। ১১ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ৭৩। সেখান থেকে মাইকেল লিস্ককে নিয়ে জুটি গড়েন অধিনায়ক রিচি বেরিংটন। দুজনের পঞ্চম উইকেট জুটিতে ৪১ বলে যোগ হয় ৭৪ রান। এর মধ্যে ৪টি ছক্কায় ১৭ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিস্ক। আঠারোতম ওভারের শেষ দিকে লিস্ক ফিরলেও বাকি রান তুলতে কষ্ট হয়নি বেরিংটন-ক্রিস গিভসের। অধিনায়ক বেরিংটন অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৭ রানে, যে ইনিংসে ছিল ২টি করে চার ও ছয়।

স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটন অপরাজিত থাকেন ৪৭ রানে
এএফপি

এর আগে নামিবিয়ার সর্বোচ্চ রানের ইনিংসও আসে অধিনায়কের ব্যাট থেকে। ৩৭ রানে তৃতীয় আর ৫৫ রানে চতুর্থ উইকেট হারানো নামিবিয়া দেড় শ পার করে অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৩১ বলে ৫২ রানের ইনিংসে ভর করে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ইনিংসটিতে ৫টি চার ও ২টি ছয় মারেন তিনি।

আরও পড়ুন

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২৮ রান জেইন গ্রিনের। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নেন ব্র্যাড হুইল। ম্যাচসেরার স্বীকৃতি ওঠে অবশ্য লিস্কের হাতে। ব্যাট হাতে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলার আগে যিনি অফ স্পিন বোলিংয়ে ১৬ রানে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ২০ ওভারে ১৫৫/৯ (কোটজে ০, ডাভিন ২০, ফ্রাইলিঙ্ক ১২, এরাসমাস ৫২, ক্রুগার ২, গ্রিন ২৮, ভিসা ১৪, ট্রাম্পেলমান ১, স্মিট ১১, শোলৎজ ৬*; হুইল ৪-০-৩৩-৩, কুরি ৪-০-১৬-২, সোল ৩-০-২৩-১, ওয়াট ৪-০-৩৯-০, গ্রিভস ৩-০-২৪-১, লিস্ক ২-০-১৬-১)।
স্কটল্যান্ড: ১৮.৩ ওভারে ১৫৭/৫ (মানসি ৭, জোনস ২৬, ম্যাকমুলেন ১৯, বেরিংটন ৪৭*, ক্রস ৩, লিস্ক ৩৫, গ্রিভস ৪*; ট্রাম্পেলমান ৪-০-৩৬-১, ভিসা ৩.৩-০-৩০-০, লুঙ্গামেনি ৩-০-৩৯-১, শোলৎজ ৪-০-২০-১, এরাসমাস ৪-০-২৯-২)।
ফল: স্কটল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাইকেল লিস্ক।

আরও পড়ুন