মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা, টি-টোয়েন্টিতেও নেই জাহানারা

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলপ্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য এ মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরের গুরুত্ব অনেক। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য সিরিজটা যে জিততে হবে বাংলাদেশকে। সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানার নেতৃত্বে ১৬ সদস্যের দলটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

নিগার সুলতানার দলে চমক বলতে জাহানারা আলমের অনুপস্থিতি। এই পেসার অবশ্য অনেক দিন থেকেই দলে অনিয়মিত। গত বছর বাংলাদেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেললেও ২০২৩ সালের মে মাসের পর ওয়ানডে খেলেননি।

ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাবে ১৪ জানুয়ারি। সফরের ছয়টি ম্যাচই হবে সেন্ট কিটসে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ নারী দল

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আখতার ও মারুফা আক্তার।

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি।

আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের অংশ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার সাতে। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট বাংলাদেশের মেয়েদের। ছয়ে থাকা নিউজিল্যান্ডের ২৪ ম্যাচে পয়েন্ট ২১। নিউজিল্যান্ডের আর ম্যাচ নেই। ২৪ ম্যাচ খেলা শ্রীলঙ্কা ২২ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, দুই দলকেই পেছনে ফেলবে।

বাংলাদেশ নারী দল প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলে ২০২২ সালে
আইসিসি

শীর্ষ ছয়ে থেকে সরাসরি বিশ্বকাপে যেতে না পারলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটি সুযোগ থাকছে বাংলাদেশের। সে ক্ষেত্রে আরেকটি বাছাইপর্ব খেলতে হবে। যে বাছাইপর্বে খেলবে আয়ারল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড। ছয় দলের সেই বাছাইপর্ব পেরিয়ে ভারতে বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল।  

আরও পড়ুন