‘উসমান খানের পাকিস্তানের হয়ে খেলতে বাধা নেই’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন, আরব আমিরাতের উসমান খানকে পাকিস্তান জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়েছে এবং তিনি জাতীয় দলের অংশ হবেন। উসমান পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ সংস্করণে নজরকাড়া উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
সম্প্রতি তাঁকে জাতীয় দলের ক্যাম্পে ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ডাকে সাড়া দিয়ে উসমান কাকুলে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেন। এরপর আরব আমিরাত ক্রিকেট (ইসিবি) তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে। ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে পাঁচ বছর খেলতে পারবেন না উসমান।
লাহোরে সংবাদমাধ্যমকে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘(উসমান) খানের পাকিস্তানের হয়ে খেলতে বাধা নেই এবং সে খেলবে (জাতীয় দলের হয়ে)।’
ইসিবি নিষেধাজ্ঞার বিবৃতিতে জানিয়েছে, ২৮ বছর বয়সী উসমান আরব আমিরাতের হয়ে খেলার ব্যাপারে মিথ্যাচার করেছেন এবং চুক্তির শর্ত ভেঙেছেন। বিবৃতিতে বলা হয়, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবির সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও কথা বলেছেন পিসিবির চেয়ারম্যান। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে এই টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। মহসিন নাকভি জানিয়েছেন, নির্ধারিত সময়েই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করা হবে।
ভারত ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নেবে কি না—সে বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি বলেও মন্তব্য করেন পিসিবির চেয়ারম্যান। আর জাতীয় দলের জন্য বিদেশি প্রধান কোচের নাম ১৫ এপ্রিলের পর, ‘নিউজিল্যান্ড সিরিজে বিদেশি কোচদের পাওয়া না–পাওয়া নির্ভর করছে তাদের সঙ্গে চুক্তির ওপর।’
১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামীকাল এই সিরিজের দল ঘোষণা করবে পিসিবি।
গত পরশু পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে ছেলেদের জাতীয় দলের কোচ পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের সংশ্লিষ্ট সূত্র মারফত এই খবর জানিয়েছিল সংবাদমাধ্যমটি। তবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকি এবং অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারের নামও শোনা যাচ্ছে।