২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সংখ্যায় সংখ্যায় বাংলাদেশ–আফগানিস্তান ওয়ানডে

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ, তিনটি ম্যাচই চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ। আরেকটি সিরিজ শুরুর আগে দুই দলের ওয়ানডে লড়াইয়ের দলীয় ও ব্যক্তিগত রেকর্ডগুলো—

আফগানিস্তানের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশপ্রথম আলো ফাইল ছবি

ওয়ানডে র‍্যাঙ্কিং

ওয়ানডেতে মুখোমুখি

আফগানদের বিপক্ষে জয়ের পাল্লাই ভারী বাংলাদেশের
প্রথম আলো ফাইল ছবি

দুদলের ওয়ানডে লড়াই

দলীয় ও ব্যক্তিগত যত রেকর্ড
বাংলাদেশের হয়ে ২৪৮টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম
ছবি: শামসুল হক

মাইলফলকের হাতছানি

• সিরিজের দুটি ম্যাচ খেললেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম।
• আর ৪ উইকেট পেলেই বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁবেন মোস্তাফিজুর রহমান।
• বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার সাকিব আল হাসানের।

আরও পড়ুন