পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনা প্রাপ্য: রিজওয়ান

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ব্যাটিংয়ে রিজওয়ানএএফপি

পাকিস্তান ক্রিকেটারদের প্রতি সমালোচনা ন্যায্য ও এটি তাঁদের প্রাপ্য বলে মনে করেন মোহাম্মদ রিজওয়ান। এ উইকেটকিপার-ব্যাটসম্যানের মতে, যেসব খেলোয়াড় এ সমালোচনা সহ্য করতে পারবেন না, তাঁরা সফলও হতে পারবেন না।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ পাকিস্তান এবার বাদ পড়ে গ্রুপ পর্বেই। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা স্বাগতিক যুক্তরাষ্ট্রের পর ভারতের সঙ্গে হেরে কার্যত ছিটকে যায় বাবর আজমের দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তারা হারে সুপার ওভারে গিয়ে, ভারতের সঙ্গে ছুঁতে পারেনি ১২০ রানের লক্ষ্য।

এর পর থেকেই পাকিস্তান দলকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেসবকে অন্যায্য মনে করছেন না রিজওয়ান। গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দল যে সমালোচনার মুখে আছে, সেটি ন্যায্য। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, ফলে এটি আমাদের প্রাপ্যও। যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারবে না।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর কানাডা ও আয়ারল্যান্ডের সঙ্গে জিতলেও সেটি যথেষ্ট হয়নি পাকিস্তানের। ভারতের সঙ্গে ওই গ্রুপ থেকে সুপার এইটে যায় যুক্তরাষ্ট্র। পরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

যুক্তরাষ্ট্রের কাছে হারে পাকিস্তান
এএফপি

পাকিস্তান দল এবারের বিশ্বকাপেই গিয়েছিল বেশ টালমাটাল অবস্থা থেকে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বোর্ডের চাপে তিন সংস্করণে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর। তাঁর জায়গায় টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছিল পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তবে বিশ্বকাপের আগে আফ্রিদিকে সরিয়ে আবার বাবরকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিশ্বকাপে ভরাডুবির পর বাবরের অধিনায়কত্বও চলে এসেছে প্রশ্নের মুখে। বাবরের সঙ্গে শাহিনের সম্পর্ক নিয়ে আলোচনাও এসেছে ঘুরেফিরে।

এর পর থেকেই পাকিস্তান দলকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেসবকে অন্যায্য মনে করছেন না রিজওয়ান। গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দল যে সমালোচনার মুখে আছে, সেটি ন্যায্য। যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, ফলে এটি আমাদের প্রাপ্যও। যেসব খেলোয়াড় সমালোচনা সহ্য করতে পারে না, তারা সফল হতেও পারবে না।’

আরও পড়ুন

এমনিতে টি-টোয়েন্টিতে পাকিস্তানের খেলার ধরন নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। বিশেষ করে তাদের ব্যাটিং আধুনিক যুগের সঙ্গে যথেষ্ট মানানসই বলেও মনে করা হয়। রিজওয়ানের সঙ্গে বাবরের ওপেনিং জুটি যথেষ্ট আক্রমণাত্মক নয় বলে মিডল অর্ডারের ওপর চাপ বাড়ে—এমন কথাও বলেছেন বিশেষজ্ঞরা।

অবশ্য রিজওয়ান বলছেন, পাকিস্তানের অমন পারফরম্যান্সের কারণ একাধিক, ‘আমাদের হারের একাধিক কারণ আছে। দল হারলে কেউ বলতে পারে না যে শুধু ব্যাটিং বা বোলিং ভালো হচ্ছে।’

বিশ্বকাপে জাতীয় দলের অমন পারফরম্যান্সের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, তাঁদের দেশের ক্রিকেটের ‘বড় ধরনের অস্ত্রোপচার’ প্রয়োজন। সে প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘অস্ত্রোপচার স্বাভাবিক একটা ব্যাপার। ব্যক্তি অসুস্থ হলে অস্ত্রোপচার জরুরি। পিসিবি চেয়ারম্যান পরিশ্রমী মানুষ। দলে কে থাকবে আর কে থাকবে না, সেটি (ঠিক করা) চেয়ারম্যানের অধিকার।’

পাকিস্তানের পরবর্তী আন্তর্জাতিক সূচি আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকবেন রিজওয়ানরা। লিগটিতে রিজওয়ানের অধীন খেলবেন বাবর, মোহাম্মদ আমিররা