‘আইপিএলে সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার ম্যাক্সওয়েল’

ছন্দে নেই ম্যাক্সওয়েলবিসিসিআই

গ্লেন ম্যাক্সওয়েল যেন নিজেকে হারিয়ে ফেলেছেন! এই ভারতেই গত ওয়ানডে বিশ্বকাপে রূপকথা লিখেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে তাঁর ওই ২০১ রানের অতিমানবীয় ইনিংসটি ভোলার সাধ্য কার! অথচ সেই মাক্সওয়েলই এখন রান করতে ভুলে গেছেন।

এতটাই ভুলে গেছেন যে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ৭ ইনিংস ব্যাট করে রান করেছেন ৫ গড়ে। এমন ফর্মের ম্যাক্সওয়েলকে নিয়ে কথা হওয়াটাই স্বাভাবিক। তবে ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল ম্যাক্সওয়েলকে যা বলেছেন, সেটা সবাইকে চমকে দিতে বাধ্য। ভারতের এই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যানের মতে, আইপিএল ইতিহাসেরও সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার ম্যাক্সওয়েল।

গতকাল গুজরাটের বিপক্ষে ৪ রানে ম্যাক্সওয়েল আউট হওয়ার পর প্যাটেল এক্সে লিখেছেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল—আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার।’

সবাই ম্যাক্সওয়েলকে ডাকেন ‘বিগ শো’ নামে। বড় বড় শট খেলেই বিগ শো উপাধি পেয়েছেন ম্যাক্সওয়েল। এমন ক্রিকেটারের জন্যই তো আইপিএল। এ মঞ্চের রান–উৎসবের নেতৃত্ব তো তাঁরই দেওয়ার কথা। কিন্তু ম্যাক্সওয়েল কি সেটা পারেননি?

আরও পড়ুন

২০১২ সাল থেকে আইপিএল খেলছেন ম্যাক্সওয়েল। প্রথম দুই মৌসুম মিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ। ২০১৪ সালে কিং ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ১৬ ম্যাচ, রান করেন ৫৫২। সেটাও ১৮৭ স্ট্রাইক রেটে, দলকে তোলেন ফাইনালে। এটাই ম্যাক্সওয়েলের সেরা আইপিএল মৌসুম।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ম্যাক্সওয়েলই
ছবি : আইসিসি

২০১৫ থেকে ২০১৮—এই চার মৌসুমের মধ্যে ম্যাক্সওয়েলের সেরা মৌসুম ছিল ২০১৭ সালে। সেবার ১৩ ইনিংসে করেছিলেন ৩১০ রান, স্ট্রাইক রেট ছিল ১৭৩। এ ছাড়া এই চার মৌসুমের কোনোটিতেই তিনি ২০০ রানও করতে পারেননি। এরপর ২০২১ সালে ম্যাক্সওয়েল আবারও ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। গত মৌসুমে করেন ৪০০ রান, স্ট্রাইক রেট ছিল ১৮০–এর বেশি।

আর এবার? ৭ ইনিংসে মোটই করেছেন ২৮ রান। সব মিলিয়ে এটা বলতেই হচ্ছে, আইপিএলে ১২ মৌসুম খেলা ম্যাক্সওয়েল ধারাবাহিকভাবে পারফর্ম খুব একটা করতে পারেননি। আইপিএলে খেলা সব মিলিয়ে ১২৭ ইনিংসে তাঁর গড় ২৫। স্ট্রাইক রেটে যদিও ভালো—১৫৬। তবে নামটা যেহেতু ম্যাক্সওয়েল, তাঁর কাছ থেকে দলের প্রত্যাশা আরও অনেক বেশি হওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন