জয়ের আরও কাছে বাংলাদেশ
শঙ্কা ছিল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা হবে তো! পূর্বাভাস ছিল বৃষ্টি ও বজ্রঝড়ের। রাওয়ালপিন্ডির আকাশে সকাল থেকে মেঘও ছিল। কিন্তু সব শঙ্কা দূর করে যথাসময়ে শুরু হয় দিনের খেলা। দিনের খেলা শুরুর আগে একটা আশার কথা বলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেল—প্রথম ঘণ্টায় স্বাগতিকেরা ভালো করতে পারলে ম্যাচের মোড় ঘুরেও যেতে পারে।
প্রথম ঘণ্টায় বাংলাদেশের ওপেনার জাকির হোসেনকে ফিরিয়েছেন মির হামজা। ৪০ রান করে হামজার বলে লাইন মিস করে বোল্ড হন জাকির। এরপর খুররম শেহজাদের বলে আউট হয়ে ফিরেছেন সাদমান ইসলামও (২৪ রান)। এরপরও প্রথম সেশনটি পাকিস্তানের নয়। অধিনায়ক নাজমুল হোসেন ও মুমিনুলের হকের প্রতিরোধে সেশনটি বাংলাদেশের।
তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল ৩৩ রান নিয়ে উইকেটে আছেন। তাঁর সঙ্গী মুমিনুলের রান ২০। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১২২ রান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ৬৬ রান ।