বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে তারুণ্যের সমারোহ
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। ১৭ ডিসেম্বর ডানেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন নাজমুল হোসেন-মুশফিকুর রহিমরা। ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরুর আগে অবশ্য একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে নাজমুলদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশ।
বৃহস্পতিবারের সেই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই দলে নেই ওয়ানডে সিরিজের দলের কোনো সদস্য। বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ দলটিতে তরুণ ক্রিকেটারদের সমারোহ। নর্দার্ন ডিস্ট্রিক্টের অভিজ্ঞ ব্যাটসম্যান ভরত পপলির নেতৃত্বে এই দলে এমন দুজন খেলবেন, যাঁদের এখনো নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেই অভিষেক হয়নি।
নিউজিল্যান্ড একাদশের বেশির ভাগ খেলোয়াড়ই দেশটির ডেভেলপমেন্ট স্কোয়াডের। গত দুই মৌসুমে নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াড ডেভেলপমেন্ট সিরিজে বড় দলগুলোর ‘এ’ দলের বিপক্ষে খেলেছে।
নিউজিল্যান্ড একাদশে তরুণ খেলোয়াড়ের আধিক্য নিয়ে দেশটির নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘অভিজ্ঞ ভরতের নেতৃত্বে এতগুলো তরুণ খেলোয়াড়কে এই ধরনের প্লেয়িং কন্ডিশনে আনতে পেরে ভালো লাগছে। আন্তর্জাতিক একটা দলের সঙ্গে আপনি প্রতিদিন খেলার সুযোগ পাবেন না এবং আগামী বৃহস্পতিবার নিজেদের পরখ করে দেখা নিয়ে খেলোয়াড়েরা রোমাঞ্চ অনুভব করছে।’