পন্তের জার্সি ঝুলিয়ে রাখতে দিল্লিকে বিসিসিআইয়ের ‘নিষেধ’
ঋষভ পন্ত না থেকেও আইপিএলের শুরু থেকেই যেন আছেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মৌসুমে দলটির প্রথম ম্যাচে ডাগআউটে তাঁর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লির দলটি। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোটে পড়া পন্ত এবারের আইপিএল তো খেলতে পারছেনই না, কবে মাঠে ফিরতে পারবেন, সেটাও নিশ্চিত নয়।
নিয়মিত অধিনায়ককে না পেলেও তাঁর জার্সিটা ঝুলিয়ে রেখে দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার চেষ্টা করছে দিল্লি। কিন্তু সেটা মনে হয় আর করতে পারবে না তারা। দলটিকে এ বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রথম ম্যাচে পন্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে রাখা দিল্লি আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। গুজরাট টাইটানসের বিপক্ষে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তারা খেলবে নিজেদের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে ফ্র্যাঞ্চাইজিটির ভিআইপি বক্সে বসে দেখার কথা পন্তের।
আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের অনুমতি পেলে পন্তকে ডাগআউটেও বসাতে চায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি যখন পন্তকে ফিরোজ শাহ কোটলায় নিজেদের ডাগআউটে বসানোর অনুমতি চাইছে, বিসিসিআই তখন তাঁর জার্সি ঝুলিয়ে রাখা নিয়ে দলটিকে অন্যরকম নির্দেশনা দিয়েছে।
আইপিএলের একটি সূত্র ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বিসিসিআই দিল্লি ক্যাপিটালসকে পন্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে না রাখার জন্য অনুরোধ করেছে। এর ব্যাখ্যা হিসেবে তারা জানিয়েছে, জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি শুধু নির্দিষ্ট খেলোয়াড়ের চরম ট্র্যাজেডি বা অবসরের ক্ষেত্রেই হতে পারে। পন্তের ক্ষেত্রে এর কোনোটিই ঘটেনি। চরম ট্র্যাজেডি বলতে বিসিসিআই হয়তো মারা যাওয়ার বিষয়টিই বুঝিয়েছে।
ডাগআউটে পন্তের জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি দিল্লির কোচ রিকি পন্টিংয়ের মাথা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পন্তকে শ্রদ্ধা জানাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে দিল্লি। এবারের আইপিএলে নিজেদের কোনো একটি ম্যাচে সব খেলোয়াড়েরা পন্তের জার্সি নম্বর (১৭) পরে খেলবেন। সেটা অবশ্য জার্সির কোনো এক জায়গায় ছোট করে লেখা থাকবে।