৩ ম্যাচের তিনটিতেই শূন্য, বিশ্ব রেকর্ডে ভারতীয় তারকার সঙ্গী এক পাকিস্তানি

ভুলে যাওয়ার মতো এক রেকর্ড গড়ে ফিরছেন আবদুল্লাহ শফিকএএফপি

দল পেয়েছে সেরা সাফল্য। পাকিস্তান দল দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। এমন সিরিজেই কিনা পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক গড়লেন ভুলে যাওয়ার মতো এক রেকর্ড! ওয়ানডে সিরিজের ৩ ম্যাচেই পাকিস্তান ওপেনার ফিরেছেন শূন্য রানে। দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড।

শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটসম্যান। তবে শফিকের এই ভুলে যাওয়ার মতো রেকর্ডের সঙ্গে তুলনা হতে পারে শুধুই একজনের—ভারতের সূর্যকুমার যাদব। শফিকের মতো শুধু সূর্যই ৩ ম্যাচের সিরিজে তিনবার ০ রানে ফিরেছেন।

সূর্যকুমার এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক, তবে ওয়ানডেতে অনিয়মিত। এই ডানহাতি ব্যাটসম্যান গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ০ রানে আউটের বিশ্ব রেকর্ড। সেই রেকর্ডে এখন ভারতীয় তারকার সঙ্গী পাকিস্তানি ওপেনার।

প্রথম আলো

দ্বিপক্ষীয় সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়ার অন্য ঘটনাগুলো ৫-৭ ম্যাচের। এখন পর্যন্ত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩টি শূন্য দেখতে হয়েছে নয়জন ব্যাটসম্যানকে। এর মধ্যে শোয়েব মালিক, ব্রেন্ডন টেলরের মতো ব্যাটসম্যানরাও আছেন। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে এমন ঘটনা দেখা গেছে দুটি আর ৭ ম্যাচের সিরিজে ১টি।

তাঁদের অনেকে অবশ্য বোলার, যাঁদের মূল কাজটা আসলে ব্যাটসম্যানদেরই আউট করা। এক সিরিজে সর্বোচ্চ ৩ বার শূন্য রানে আউট হওয়া খেলোয়াড়দের মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান ৮ জন।

আরও পড়ুন

শফিক গতকাল জোহানেসবার্গে আউট হয়েছেন প্রথম বলে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ২ বল আর প্রথম ম্যাচে ৪ বল। মানে কোনোভাবেই দক্ষিণ আফ্রিকায় উইকেটে থিতু হতেই পারেননি শফিক।

৩ ম্যাচের মধ্যে দুটিতেই করেছেন সেঞ্চুরি করেছেন সাইম
এএফপি

অথচ তাঁর সঙ্গী সাইম আইয়ুব নিজেকে চেনানোর জন্য এই সিরিজকেই বেছে নিয়েছেন, ৩ ম্যাচের মধ্যে দুটিতেই করেছেন সেঞ্চুরি, হয়েছেন সিরিজসেরা। পাকিস্তানের দুই ওপেনারের পারফরম্যান্সে কতটা অমিল! শফিক অবশ্য খুশি হতে পারেন এই ভেবে যে তাঁর পারফরম্যান্সের প্রভাব দলে পড়েনি!

আরও পড়ুন