বিশ্বকাপ শেষ নিউজিল্যান্ডের হেনরির, দলে জেমিসন
হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। পুনেতে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ২৭তম ওভারে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। মাঠের বাইরে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিলেও ব্যথার তীব্রতা না কমায় আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। যদিও পরে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন।
আজ শুক্রবার হেনরির বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষ এনজেডসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, হেনরির বদলে বিশ্বকাপ দলে ঢুকেছেন কাইল জেমিসন। এরই মধ্যে ডানহাতি এ পেসার দলের সঙ্গে যোগ দিয়েছেন।
৩১ বছর বয়সী হেনরির চোট গুরুতর। তাঁর চোটের অবস্থা বুঝতে পেরে স্ক্যানের ফল পাওয়ার আগেই গতকাল বৃহস্পতিবার ‘কাভার’ হিসেবে জেমিসনকে উড়িয়ে নেওয়া হয় ভারতে। পরে রিপোর্টে দেখা যায়, হেনরির ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২ চিড় রয়েছে, যা থেকে সেরে উঠতে অন্তত দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে। এবারের বিশ্বকাপে চমৎকার ছন্দে ছিলেন হেনরি। এখন পর্যন্ত বিশ্বকাপে নিউজিল্যান্ডের সবগুলো ম্যাচ খেলে ২৮.৬৩ গড়ে নিয়েছেন ১১টি উইকেট। দলের অন্যতম প্রধান বোলারকে হারিয়ে আজ হতাশার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
গ্যারি স্টিড বলেছেন, ‘হেনরিকে হারিয়ে খারাপ লাগছে। দীর্ঘদিন ধরে ম্যাট (হেনরি) আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ। টুর্নামেন্টের শেষ দিকে এসে তাকে এভাবে ছিটকে যেতে দেখা আমাদের জন্য হতাশাজনক। গত কয়েক বছর সে ধারাবাহিকভাবে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে আছে, যা তার সামর্থ্যের প্রমাণ দেয়।’
জেমিসন ওয়ানডে খেলেছেন ১৩টি, উইকেট নিয়েছেন ১৪টি। তাঁর বেশির ভাগ সফলতাই এসেছে টেস্ট ক্রিকেটে। এখন পর্যন্ত ১৬ টেস্টে ৭২ উইকেট নিয়েছেন এই কিউই পেসার। এর আগেও টিম সাউদির চোটেও বিকল্প হিসেবে ডাকা হয়েছিল জেমিসনকে। সেবার প্রায় দুই সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেন এই পেস বোলিং অলরাউন্ডার।
নিউজিল্যান্ড দলে অবশ্য চোটে ভোগা খেলোয়াড় আরও আছে। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন, মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান ও ফাস্ট বোলার লকি ফার্গুসন আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন। হালকা চোট আছে অলরাউন্ডার জিমি নিশামেরও।
আগামীকাল শনিবার বেলা ১১টায় বেঙ্গালুরুতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তাদের জয় চারটিতে আর হার তিন ম্যাচে।