এশিয়া কাপ ইউরোপে আয়োজনের প্রস্তাব নাজাম শেঠির

রোহিত শর্মা ও বাবর আজমএএফপি

ভারত আর পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে ঝামেলা চলছে অনেক দিন ধরেই। ভারত সরকার কোনোভাবেই পাকিস্তানে দল পাঠাতে রাজি নয়। আর পাকিস্তানও কোনোভাবে এশিয়া কাপের আয়োজক-সত্ত্ব ছাড়তে রাজি হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা জটিলই হয়ে উঠেছে।

ভারত যতবারই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে, পাকিস্তানও পাল্টা হুমকি দিচ্ছে বিশ্বকাপ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

আরও পড়ুন

এমন অবস্থায় পিসিবির প্রধান নাজাম শেঠি অন্যরকম একটি সমাধানের প্রস্তাব দিয়েছিলেন—এশিয়া কাপ হতে পারে ‘হাইব্রিড’ পদ্ধতিতে। যে পদ্ধতিতে ভারত ছাড়া টুর্নামেন্টের সব দলই পাকিস্তানে খেলবে, ভারত তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে!

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি
ছবি : পিসিবি

নাজাম শেঠি এখন এশিয়া কাপ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী এবারের এশিয়া কাপ হতে পারে ইউরোপে। ইউরোপ মানে ইংল্যান্ডে। পিসিবি প্রধান স্পোর্টস আওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইংল্যান্ড এশিয়া কাপের ভেন্যু হতে পারে।’

আরও পড়ুন