২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতকে হারাও, বিশ্বকাপ জেতো

মাইকেল ভনছবি: রয়টার্স

বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, এ কথা বলছেন অনেক সাবেক ক্রিকেটারই। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলছেন অন্য কথা। বিশ্বকাপ জিততে হলে আগে হারাতে হবে ভারতকে।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম দেখেই হয়তো ভনের এই উপলব্ধি। টুইটারে ভন লিখেছেন, ‘এটা আমার কাছে পরিষ্কার, যারাই ভারতকে হারাতে পারবে, বিশ্বকাপ জিতবে। ভারতের মাটিতে ভারতের ব্যাটিং লাইনআপ অবিশ্বাস্য। সঙ্গে বোলিংয়েও ওদের সব ধরনের বিকল্প আছে। একমাত্র অতিরিক্ত প্রত্যাশার চাপই ভারতকে থামাতে পারে।’

আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসও অবশ্য স্বাগতিক ভারতের পক্ষেই কথা বলছে। ২০১১ বিশ্বকাপ হয়েছিল ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশে। ফাইনাল হয়েছিল ভারতের মুম্বাইয়ে, জিতেছিল ভারত। ২০১৫ বিশ্বকাপের স্বাগতিক ছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে, চ্যাম্পিয়নও হয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর ২০১৯ বিশ্বকাপের স্বাগতিক ছিল ইংল্যান্ড, চ্যাম্পিয়নও হয়েছে তারাই। এবার কি তাহলে স্বাগতিক ভারতের পালা?

ভারতে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চেন্নাইয়ে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। স্বাগতিক হওয়ায় এবার ভারতকে ঘিরে প্রত্যাশাও অনেক। কিছুদিন আগে এশিয়া কাপ জিতেও আত্মবিশ্বাসে টগবগ করছেন রোহিত–কোহলিরা।