সম্প্রচার শেষ ১৩ অক্টোবর ২০২৩

বাংলাদেশকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের ছয়ে ছয়, তিনে তিন

০৭: ৫০ , অক্টোবর ১৩

হ্যালো চেন্নাই

বাংলাদেশ ধর্মশালা ছেড়েছে মিশ্র অভিজ্ঞতা নিয়ে। আফগানিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে উড়ে গেছে ইংল্যান্ডের সঙ্গে। এবার চেন্নাই, যেটির কন্ডিশন বাংলাদেশকে সহায়তা করবে বলেই ধরা হচ্ছে। আগের দুটি ম্যাচ দিনে ছিল, এবার দিবা-রাত্রির ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সামনে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড, প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে পাত্তা দেয়নি যারা। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস একটু পরই।

প্রথম আলো লাইভে আপনাকে স্বাগত!

০৭: ৫৪ , অক্টোবর ১৩

টসে জিতলে কী নেওয়া উচিৎ?

০৭: ৫৯ , অক্টোবর ১৩

বিশ্বকাপে যখন অজেয় নিউজিল্যান্ড 

এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ বার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে, যে ম্যাচে ভালো একটা সুযোগ ছিল বলেই মনে করেন অনেকে।

০৮: ০৪ , অক্টোবর ১৩

টস: নিউজিল্যান্ড, সিদ্ধান্ত: ফিল্ডিং

টেলস ডেকেছিলেন সাকিব আল হাসান। তবে টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ম্যাচের পরেরভাগে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সাকিব বলেছেন, টসে জিতলে তিনি কী নেবেন ঠিক নিশ্চিত ছিলেন না। তবে ব্যাটিং করতে আপত্তি করবেন না তিনি। বল ভালোভাবে ব্যাটে আসবে বলে ধারণা তাঁর।

০৮: ০৮ , অক্টোবর ১৩

দুই দলেই একটি করে পরিবর্তন

আগের ম্যাচে বেশ ভালো বোলিং করলেও মেহেদী হাসানকে আজ খেলাচ্ছে না বাংলাদেশ। তাঁর জায়গায় দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে। অন্যদিকে দলে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। মজার ব্যাপার হলো, ঠিক আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

০৮: ১০ , অক্টোবর ১৩

আবার মাহমুদউল্লাহ, সঠিক সিদ্ধান্ত?

০৮: ৩৩ , অক্টোবর ১৩

প্রথম বল: আউট

প্রথমে বলে উইকেট। হ্যাঁ, ম্যাচের প্রথম বলেই আউট লিটন দাস। ট্রেন্ট বোল্টকে প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেছেন লিটন। লেংথ বলটি ঘুরিয়ে মেরেছিলেন। তবে বল লেগেছে ব্যাটের স্টিকারের কাছে। ডিপ ফাইন লেগে থাকা ম্যাট হেনরি লাফিয়ে উঠে নিয়েছেন ভালো ক্যাচ। লিটন হতভম্ব। সেটি হওয়ারই কথা। বিশ্বাস করতে পারছিলেন না যেন বোল্টও!

এবার তিনে পাঠানো হয়েছে মিরাজকে।

০৮: ৩৮ , অক্টোবর ১৩

প্রথম ওভারেই ব্যাকফুটে বাংলাদেশ

উ . ১ . ৪ .
ম্যাচের প্রথম ওভার (বোল্ট)

প্রথম বলে আউট লিটন। তিনে এসেছেন মিরাজ। পঞ্চম বলে লেগ সাইডের বাইরের বলে ফ্লিক করা নাজমুল আরেকটু হলেই ধরা পড়েছিলেন টম ল্যাথামের গ্লাভসে। সেটি হয়নি।

৫ রানে ১ উইকেট বাংলাদেশের ১ ওভারশেষে, যেটি হতে পারত ১ রানে ২ উইকেট।

০৮: ৪৬ , অক্টোবর ১৩

প্রসঙ্গ লিটনের গোল্ডেন ডাক 

ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম বার মুখোমুখি প্রথম বলেই আউট হলেন লিটন। ওপেনিংয়ে নেমে চতুর্থবার। সব মিলিয়ে ক্যারিয়ারে লিটনের এটি ১১তম ডাক।

ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। তবে ম্যাচের প্রথম বলেই আউট হলেন এবারই প্রথম।

০৮: ৫০ , অক্টোবর ১৩

ভাসমান মিরাজ

তিন, পাঁচ, তিন, পাঁচ, দুই
সর্বশেষ ৫ ইনিংসে মিরাজের ব্যাটিং পজিশন
ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে এসেছিলেন তিন নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচে। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ আবার তিনে পাঠানো হয়েছে মিরাজকে।

ম্যাট হেনরিকে অফ স্টাম্পের বাইরে নিজের প্রিয় জায়গায় পেয়ে কাভার দিয়ে চার মেরেছেন মিরাজ। এরপর বোল্টের অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে ক্যাচের মতো তুলেছিলেন, যদিও সেটির নাগাল পাননি দ্বিতীয় স্লিপ। হেনরির পরের ওভারে কাভার দিয়ে মেরেছেন আরেকটি চার।

৪ ওভারে ২২/১, মিরাজ ১৮ বলে ১৭।

০৯: ০১ , অক্টোবর ১৩

ছন্দ ফিরে পাচ্ছেন তানজিদ

বোল্টের শর্ট বলে নিয়ন্ত্রণ ছিল না, তবে ভাগ্য ভালো বলতে হবে তানজিদের। গ্লাভসে লেগে উইকেটকিপার ল্যাথামের ওপর দিয়ে বলে গেছে বাউন্ডারিতে। তানজিদের সেটি প্রথম চার। পরের দুটি চারে অবশ্য দারুণ নিয়ন্ত্রণ ছিল। সর্বশেষ চারটি মেরেছেন হেনরিকে স্ট্রেট ড্রাইভে। ১৩ বলে ১৬ করেছেন তিনি এখন পর্যন্ত।

৩৭/১, ৬ ওভার।

০৯: ১১ , অক্টোবর ১৩

ফার্গুসনের প্রথম ওভারে তানজিদ আউট

শুরুতে মুভমেন্টের দেখা পেয়েছেন। তবে ম্যাট হেনরি ঠিক কাজে লাগাতে পারেননি। ৩ ওভার পর তাঁকে সরিয়ে আনা হয়েছে লকি ফার্গুসনকে।

উইকেট এখন পর্যন্ত ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছে। ফার্গুসন অবশ্য সফল প্রথম ওভারেই।

দেখে মনে হবে, সেখানে ফিল্ডার আছে বা শটটা সেখানে যেতে পারে—সে নিয়ে কোনো ধারণাই ছিল না তানজিদের। বাংলাদেশ ওপেনার লকি ফার্গুসনের বলে আউট হলেন এভাবে। শরীর থেকে বেশ আগবাড়িয়ে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে সরাসরি ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। শুরুটা ভালোই মনে হচ্ছিল, কিন্তু সেটি শেষ হলো আগেভাগেই। মিরাজের সঙ্গে জুটিতে চাপ কমিয়ে আনার চেষ্টাটা চলছিল, সেটিও আবার শুরু করতে হবে নতুন করে।

৮ ওভারে ৪০/২।

০৯: ১৯ , অক্টোবর ১৩

৪৬/২, ১০ ওভার

চারটি চার মেরেছেন মিরাজ। এর মধ্যে তিনটিই কাভার পয়েন্ট ও পয়েন্ট দিয়ে। ১০ ওভারের খেলা শেষ, ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৪৬ রান।

নবম ওভারে প্রথমবারের মতো এসেছিলেন মিচেল স্যান্টনার। এ বাঁহাতি স্পিনারের অন্যতম শক্তি, ম্যাচের যে কোনো পর্যায়ে বোলিং করতে পারেন তিনি।

০৯: ২৮ , অক্টোবর ১৩

ফার্গুসনের দ্বিতীয় আঘাত

লকি ফার্গুসন পেয়েছেন দ্বিতীয় উইকেট। নিউজিল্যান্ড পেয়েছে তৃতীয়। কাজে এসেছে শর্ট বল। ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়েছেন মিরাজ। ৩০ রান করতে খেলেছেন ৪৬ বল। বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়েছে ৫৬ রানে। ম্যাচের ১২তম ওভার শেষ হয়নি।

আউট হয়ে ফিরছেন মিরাজ
এএফপি
০৯: ৩৩ , অক্টোবর ১৩

গ্লেন ফিলিপস: দ্য গোল্ডেন আর্ম

ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। বাংলাদেশের বিপক্ষে ১৩তম ওভারে তাঁকে এনেছেন কেইন উইলিয়ামসন। ফিলিপস সফল প্রথম বলেই! একটু বাড়তি বাউন্সের বলে ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে ধরা পড়েছেন নাজমুল, সেখানে থাকা ডেভন কনওয়ে নিয়েছেন দারুণ ক্যাচ। এ পিচে বাউন্স আছে, সেটি নিশ্চিতই। তবে নাজমুল যেন ভুলে গিয়েছিলেন সেটিই। ঘুরিয়ে খেলতে গিয়ে তাঁর ব্যাটের কানায় লেগেই উঠেছে ক্যাচ।

বাংলাদেশের দুর্দশা বাড়ল আরেকটু, সেটি অবশ্য বেড়েই চলেছে ম্যাচের প্রথম বলের পর থেকেই। ৫৬ রান তুলতে নেই ৪ উইকেট।

০৯: ৪৪ , অক্টোবর ১৩

মুশফিকের ছক্কা-চার

২টি ফ্রি হিটে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ

বল করতে গিয়ে ফিলিপসের পা লেগেছিল স্টাম্পে। নিয়ম অনুযায়ী যেটি নো বল। তবে ফ্রি হিটে জোরে ব্যাট চালিয়েও লাগাতে পারেননি সাকিব। এর আগে লকি ফার্গুসনের বলে ফ্রি হিট পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন তানজিদ।

ফিলিপসের এ ওভারে অবশ্য স্লগ সুইপে ইনিংসের প্রথম ছক্কাটি মেরেছেন মুশফিক। সে ওভার শেষ হয়েছে চারে।

৭৩/৪, ১৫ ওভার।

০৯: ৫৯ , অক্টোবর ১৩

সাকিব ও মুশফিকের বিপরীতমুখী ব্যাটিং

১৭ মে ১৯৯৯। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভেন্যু চেমসফোর্ড। আগে ব্যাটিং করা বাংলাদেশ ৩৮ রান তুলতেই হারিয়েছিল ৪ উইকেট। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেটিই সবচেয়ে কম রানে ৪ উইকেট হারানোর রেকর্ড বাংলাদেশের।

১৩ অক্টোবর, ২০২৩ সালে এসে আহমেদাবাদে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ৫৬ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে কম রানে ৪ উইকেট হারানোর তালিকায় যেটি দ্বিতীয়।

আপাতত সেই খাদ থেকে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা অধিনায়ক সাকিব ও মুশফিকের। দুজন অবশ্য বিপরীতমুখী ব্যাটিং-ই করছেন। ১৭ বল খেলে সাকিবের রান ৪। অন্যদিকে ২১ বলে ২০ রান করেছেন মুশফিক।

হেনরির পর ফেরানো হয়েছে স্যান্টনারকে। ১৮ ওভারে ৮১/৪।

১০: ০৬ , অক্টোবর ১৩

৯৩/৪, ২০ ওভার

দ্বিতীয় ১০ ওভারের খেলা শেষ। এ দফা ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৪৭ রান, প্রথম ১০ ওভারে যেটি ছিল ৪৬/২।

ম্যাট হেনরিকে পুল করে চার মেরে ২০তম ওভার শেষ করেছেন সাকিব। নিজে একটু খোলস ছেড়ে বের হওয়ার আভাস দিয়েছেন তাতে। মুশফিকের সঙ্গে চেষ্টা করছেন বাংলাদেশকে টেনে তোলার।

১০: ০৯ , অক্টোবর ১৩

বাংলাদেশের ১০০

প্রথম ২৩ বলে সাকিব করেছিলেন ৬ রান। এরপর সর্বশেষ ২ ওভারে দুটি চার। ২১তম ওভারে ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। সাকিব-মুশফিকের জুটি অবিচ্ছিন্ন ৪৪ রানে।

১০: ১৩ , অক্টোবর ১৩

ফিফটি জুটি

২০, ২১ ও ২২তম ওভারে এসেছে তিনটি চার

বোল্টের শর্ট বলে থার্ডম্যান দিয়ে মুশফিকের চারে সাকিবের সঙ্গে জুটিতে উঠেছে ৫০ রান।

১০: ৩১ , অক্টোবর ১৩

মুশফিকের আরেকটি ছক্কা

ইনিংসের প্রথম ছক্কাটি মেরেছিলেন তিনি, ফিলিপসকে স্লগ করে। দ্বিতীয় ছক্কাটিও মারলেন মুশফিক। ফার্গুসন শর্ট বলে বাংলাদেশ ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলেছিলেন এর আগে। তবে এবারের লাইনটি ছিল অফ স্টাম্পের বাইরে। জায়গা পেয়ে পয়েন্টের ওপর দিয়ে মেরেছেন মুশফিক। ৫০ বলে ৪৬ রান তাঁর।

১২৪/৪, ২৬ ওভার

১০: ৩৬ , অক্টোবর ১৩

মুশফিকের ফিফটি

ফার্গুসনের আবার শর্ট বল। আবার আপার কাট মুশফিকের। এবার পয়েন্ট দিয়ে চার। ক্যারিয়ারে মুশফিকের ৪৮তম, নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও বিশ্বকাপে নবম ফিফটি হয়ে গেল। বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি ফিফটি আছে আর একজন বাংলাদেশির—সাকিব (১২)।

ফিফটি করতে মুশফিকের লেগেছে ৫২ বল।

১০: ৪৯ , অক্টোবর ১৩

সাকিবের চার-ছক্কা

১ ১ . ৪ ৬ .

একটু আগে ক্র্যাম্পের মতো হয়েছিল সাকিবের, যিনি স্পিনের বিপক্ষে ব্যাটিং করছেন ক্যাপ বা হেলমেট ছাড়াই। আগেভাগেই নেওয়া হয়েছিল দ্বিতীয় ড্রিংকস। বিরতির পর রবীন্দ্রর ওপর চড়াও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, চারের পর মেরেছেন ছক্কা। মুশফিকের সঙ্গে তাঁর জুটি নিশ্চিতভাবেই হতাশ করছে নিউজিল্যান্ডকে, যে জুটি এগোচ্ছে সেঞ্চুরির পথে।

ছবি: এএফপি
১০: ৫৩ , অক্টোবর ১৩

ছক্কার পর আউট সাকিব

১২০১
বিশ্বকাপে সাকিবের রান। আজ ৪০ রান করার পথে সনাৎ জয়াসুরিয়া (১১৬৫), বিরাট কোহলি (১১৭০) ও ক্রিস গেইলকে (১১৮৬) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ছয়ে উঠেছেন সাকিব।

শর্ট বলের পরিকল্পনায় অটল থাকলেন ফার্গুসন। বিহাইন্ড দ্য স্কয়ারে দুদিকে দুজন করে ফিল্ডার ছিলেন। শর্ট বল আসছে, সেটি অনুমিতই ছিল। ঠিক আগের বলেই টপ-এজে ছক্কা পেয়েছিলেন সাকিব। আবার শর্ট, আবার পুলের চেষ্টা সাকিবের। তবে এপার খাড়া ওপরে উঠেছে। বেশ খানিকটা ছুটে গিয়ে সে ক্যাচ নিয়েছেন উইকেটকিপার টম ল্যাথাম। ৪০ রানে আউট হলেন সাকিব, মুশফিকের সঙ্গে তাঁর জুটি ৯৬ রানের। ম্যাচের প্রেক্ষিতে দারুণ গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলেন ফার্গুসন, যেটি তাঁর তৃতীয় উইকেট।

৩০ ওভারে ১৫২/৫।

ছবি: এএফপি
১১: ০৭ , অক্টোবর ১৩

ফার্গুসনের দুই স্পেল

৪-০-১২-২; ৪-০-২৩-১

দুই স্পেলে চারটি করে ওভার করেছেন ফার্গুসন। প্রথম স্পেলে বেশি আগুনে ছিলেন বলাই যায়। তবে দ্বিতীয় স্পেলে সাকিবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন এ ফাস্ট বোলার।

ছবি: এএফপি
১১: ১৭ , অক্টোবর ১৩

মুশফিক বোল্ড

একটু আগেই ধারাভাষ্যে ইয়ান বিশপ বিশ্লেষণ করছিলেন, অন্যান্য বাংলাদেশি ব্যাটসম্যানের চেয়ে শর্ট বল ভালোভাবে খেলেছেন মুশফিকুর রহিম। কিন্তু তাঁর ইনিংস শেষ হলো একটু নিচু হওয়া বলে। ম্যাট হেনরি করেছেন ক্রস সিমের স্লোয়ার, সেটি যেভাবে উঠবে ভেবেছিলেন মুশফিক তা হয়নি। বোল্ড হয়েছেন ৭৫ বলে ৬৬ রান করে। অসময়ে আরেকটি উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৩৫.৫ ওভারে ১৭৫/৬।

১১: ২৪ , অক্টোবর ১৩

বোল্টের নাকলে নাকাল হৃদয়

যখন মিলছে, অতি সহজেই মিলছে উইকেট।

বোল্টের নাকল বল, হৃদয় শট খেলে ফেলেছেন আগেভাগেই। এক্সট্রা কাভারে ক্যাচ। ১২.১ ওভার বাকি, তবে উইকেট থাকল আর ৩টি।

১১: ৩২ , অক্টোবর ১৩

বোল্টের ২০০

ষষ্ঠ নিউজিল্যান্ড বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেলেন বোল্ট

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে গেছেন। ওয়ানডে থেকেও দূরে ছিলেন বেশ কিছু দিন। তবে বিশ্বকাপ উপলক্ষ্যে ট্রেন্ট বোল্টকে ঠিকই ফিরিয়েছে নিউজিল্যান্ড। বড় মঞ্চে তাঁর ছাপ আবার রাখছেন এ বাঁহাতি পেসার। আজ ম্যাচের প্রথম বলেই ব্রেকথ্রু এনে দিয়েছেন। হৃদয়ের উইকেট দিয়ে ক্যারিয়ারের ২০০তম উইকেট পেলেন তিনি।

ছবি: এএফপি
১১: ৪৮ , অক্টোবর ১৩

তাসকিনের ছক্কায় শেষ ফার্গুসনের বোলিং

৩/৪৯
ফার্গুসনের বোলিং ফিগার

ফার্গুসনের বোলিং শেষ হলো তাসকিন আহমেদের কাছে ছক্কা খেয়ে। এর আগে রাচিন রবীন্দ্রকে ছক্কা মেরেছিলেন তাসকিন। বাংলাদেশ ২০০ পেরিয়েছে আগেই। ৪৪ ওভারশেষে ২১৩/৭।

১১: ৫০ , অক্টোবর ১৩

তাসকিনের উইকেটে শেষ স্যান্টনারের বোলিং

১/৩১
স্যান্টনারের ১০ ওভারের ফিগার, আছে একটি মেডেনও

ভালো বোলিং করেছেন, তবে উইকেটের দেখা পাননি। একেবারে শেষ বলে এসে সেটির দেখা পেলেন স্যান্টনার। তাসকিনের সুইপ সরাসরি গেছে ডিপ স্কয়ার লেগে ড্যারিল মিচেলের হাতে। ১৯ বলে ১৭ রান তাসকিনের, ৫ ওভার বাকি থাকতে ২১৪/৮।

১১: ৫৬ , অক্টোবর ১৩

অবশেষে ফ্রি হিটে রান

২০১০
১৩ বছর পর আটে ব্যাটিং করতে নামলেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে এত নিচে তিনি এর আগে খেলেছেন ৪ বার।

আগের ৩ ফ্রি হিটে কোনো রানই আসেনি। এবার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ম্যাট হেনরির কাছ থেকে তিনি নিতে পেরেছেন ১ রান। বাংলাদেশ আপাতত ৫০ ওভার খেলার চেষ্টাই করছে।

১২: ০১ , অক্টোবর ১৩

৩ ওভার ও ২ উইকেট বাকি

. . . . ১ ও .
বোল্টের করা ৪৭তম ওভার

ব্যাটিংয়ে বাংলাদেশের এমনই এক দিন!

১২: ১০ , অক্টোবর ১৩

১ ওভার ও ১ উইকেট বাকি

শর্ট বল, ল্যাথাম ছুটে গিয়ে নিয়েছেন ক্যাচ। ইনিংসে এমন দৃশ্য এটিই প্রথম নয়। সাকিবের আউটেও দেখা গিয়েছিল এমন। এবার মোস্তাফিজের ক্ষেত্রে। ৪৮তম ওভারর শেষ বলে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোস্তাফিজ। হেনরি পেয়েছেন দ্বিতীয় উইকেটের দেখা।

প্রথম ৪২ বলে ২৩ রান করা মাহমুদউল্লাহ ৪৯তম ওভার করতে আসা বোল্টের তৃতীয় বলে মেরেছেন ছক্কা। শেষ ৩ বলে এসেছে ৩টি সিঙ্গেল। ২৩৪/৯, ৪৯ ওভার।

১২: ১৬ , অক্টোবর ১৩

বাংলাদেশের সম্বল ২৪৫

৬ ২ ১ ১ ১ .
৫০তম ওভার

৫০তম ওভারে নতুন বোলার। কেইন উইলিয়ামসন ঝুঁকেছেন ড্যারিল মিচেলের দিকে। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রকে দিয়ে ৯ ওভার করিয়েছেন তিনি।

মিচেলকে মাহমুদউল্লাহ স্বাগত জানান ছক্কা মেরে। তবে এরপর আর কোনো বাউন্ডারি আসেনি।

নিউজিল্যান্ডকে আটকাতে ২৪৫ রান যথেষ্ট হবে? কাজটি সহজ হবে না মোটেও। অবশ্য শেষ ৩ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬৫ রান, তাতে মাহমুদউল্লাহর অবদান ৩৮ রান, যিনি অপরাজিত ছিলেন ৪৯ বলে ৪১ রানে।

৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার ধাক্কা বাংলাদেশ সামাল দেওয়ার চেষ্টা করেছিল সাকিব ও মুশফিকের ৯৬ রানের জুটি। তবে সেটি বেশি দূর এগোয়নি। এরপর শেষের ব্যাটসম্যানদের অবদানে বাংলাদেশ গেছে ২৫০-এর কাছাকাছি।

১২: ২০ , অক্টোবর ১৩

বাংলাদেশের প্রেরণা হবে ইংল্যান্ড? 

১৭১
এমএ চিদাম্বরমে সর্বনিম্ন স্কোর নিয়ে জেতার রেকর্ডটি ইংল্যান্ডের

সে ম্যাচটিও ছিল বিশ্বকাপে। ২০১১ সালে ১৭২ রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গিয়েছিল ১৬৫ রানে, ১৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড।

১২: ৫৯ , অক্টোবর ১৩

রবীন্দ্র ক মুশফিক ব মোস্তাফিজ

প্রথম ম্যাচে সেঞ্চুরি। পরের ম্যাচে ফিফটি। রাচিন রবীন্দ্রকে তাই বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি নিউজিল্যান্ড, কেইন উইলিয়ামসন আসার পরও। মোস্তাফিজের তৃতীয় ওভারের প্রথম তিন বলে মেরেছিলেন দুটি বাউন্ডারি। তবে সেই রবীন্দ্রকে চতুর্থ বলেই ফেরালেন মোস্তাফিজ। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিয়েছেন রবীন্দ্র। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ১২ রানে।

১৩: ০৭ , অক্টোবর ১৩

২০১৯ বনাম ২০২৩

চার বছর আগে ওভালে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৪৪ রান। আজ ২৪৫।

সেবার নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভেঙেছিল ষষ্ঠ ওভারে, ৩৫ রানে। আজ সেটি তৃতীয় ওভারেই ভেঙেছে, ১২ রানে। নিউজিল্যান্ড ওভালে জিতেছিল ২ উইকেটে, আজ ফল কী হবে?

এ ম্যাচে প্রথম ৫ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৩০/১, নিউজিল্যান্ড ১৫/১।

১৩: ১৫ , অক্টোবর ১৩

শরীফুলের মেডেন

. . . . . .
শরীফুলের করা ষষ্ঠ ওভার

কেইন উইলিয়ামসনের প্যাডে দুবার আঘাত করেছেন শরীফুল। প্রথমটিতে বেশ জোরাল আবেদনই হয়েছিল, যদিও রিভিউ নেয়নি বাংলাদেশ। সেটি যেত স্টাম্পের ওপর দিয়ে। পরেরটিও তাই। এবার অবশ্য আবেদনই করেনি বাংলাদেশ। তবে শরীফুল করেছেন দারুণ এক ওভার।

১৩: ১৮ , অক্টোবর ১৩

সুযোগ (প্রায়) হাতছাড়া

বাঁদিকে ডাইভ দিয়ে নাগালও পেয়েছিলেন মিরাজ, কিন্তু রাখতে পারেননি। পারলে সেটি হতো দুর্দান্ত এক ক্যাচ, বাংলাদেশ পেত ডেভন কনওয়ের উইকেট। মোস্তাফিজ অবশ্য ধরে রেখেছেন আঁটসাঁট লাইন ও লেংথ।

নিউজিল্যান্ড ১৮/১, ৭ ওভার।

১৩: ২৪ , অক্টোবর ১৩

৪ ওভার পর চার

মাঝে ৪ ওভারে আসেনি কোনো বাউন্ডারি। সে খরা কাটালেন কনওয়ে। সেটিও দুটি চার মেরে। শরীফুল দিয়েছেন ৯ রান, ৪ ওভারে ১৪ রান। আরেকটি ওভার করানো হবে তাঁকে দিয়ে নাকি আসবেন নতুন কোনো বোলার?

অন্যপ্রান্তে মোস্তাফিজকে সরিয়ে আনা হয়েছে তাসকিনকে।

১৩: ৩৩ , অক্টোবর ১৩

১০ ওভারে ৩৭/১

৪৬/২
প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোর

অন্য প্রান্তে মোস্তাফিজের জায়গায় তাসকিন এসে প্রথম বলটি অফ স্টাম্পের বেশ বাইরে করলেও ১ রানের বেশি দেননি।

তবে আগের ওভারে দুটি চার দিলেও শরীফুলকে দেওয়া হয়েছে টানা পঞ্চম। সেটি পরিণত হয়েছে খরুচে এক সিদ্ধান্তে। এবার উইলিয়ামসন মেরেছেন দুটি চার, দুটিই অফ স্টাম্পের বাইরে পেয়ে কাভার দিয়ে।

প্রথম পাওয়ারপ্লে শেষ। পরের ৩০ ওভারে বৃত্তের বাইরে থাকতে পারবেন ৪ জন, ফলে সিঙ্গেলের সুযোগ স্বাভাবিকভাবেই বাড়বে নিউজিল্যান্ডের।

১৩: ৫১ , অক্টোবর ১৩

১৫ রানের ওভারে রিভিউ হারাল বাংলাদেশ

মাঝে ২ ওভার বাউন্ডারি ছিল না, আবারও সে খরা কাটল কনওয়ের শটে। তাসকিনকে ফ্লিক করেছেন। ১৩তম ওভারে ৫০ পেরিয়েছে কিউইরা। শেষ বলে থার্ডম্যান দিয়ে আরেকটি মেরেছেন উইলিয়ামসন।

এ ওভারের পঞ্চম বলে রিভিউও হারিয়েছে বাংলাদেশ। কনওয়ের বিপক্ষে কট-বিহাইন্ডের সিদ্ধান্তে। আম্পায়ার কুমার ধর্মসেনা অবশ্য সেটিতে ওয়াইডই দিয়েছিলেন। দেখে মনে হয়েছে, উইকেটকিপার মুশফিক আগ্রহী ছিলেন না, তবে তাসকিন ও মিরাজের উৎসাসে রিভিউয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

১৪: ০৫ , অক্টোবর ১৩

অবশেষে স্পিনার

১৬ ওভারে ৭৩/১।

১৫তম ওভারে অবশেষে দেখা মিলল স্পিনারের। নিজেই এসেছেন সাকিব। ব্যাটিংয়ের সময় টান পেয়েছিলেন, বোলিংয়েও খুব একটা স্বস্তিতে আছেন বলে মনে হয়নি বাংলাদেশ অধিনায়ককে।

অন্য প্রান্তে এরপর এসেছেন মিরাজ। উইলিয়ামসন ও কনওয়ের জুটিতে ৫০ পেরিয়ে গেছে। রবীন্দ্রকে শুরুতেই হারানোর ধাক্কা অনেকটাই সামলে এনেছেন দুজন।

মনে করিয়ে দেওয়া যেতে পারে, নবম ওভারে প্রথম স্পিনার এনেছিল নিউজিল্যান্ড। এরপর ৪৫তম ওভার পর্যন্ত এক প্রান্ত থেকে টানা করে গেছেন স্পিনাররা। মিচেল স্যান্টনার (১০), গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র মিলে ১৯ ওভারে দিয়েছিলেন ৮১ রান, নিয়েছিলেন ২ উইকেট। তবে স্যান্টনারদের বোলিং এক প্রান্ত থেকে চাপ ধরে রেখেছিল।

১৪: ১৮ , অক্টোবর ১৩

আবার হাতছাড়া সুযোগ

সপ্তম ওভারে এভাবে বেঁচে গিয়েছিলেন ডেভন কনওয়ে। ১৯তম ওভারে বাঁচলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লিক করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে, শর্ট মিডউইকেটে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগাতে পেরেছেন শুধু তাসকিন। জুটি তাই ভাঙা হয়নি বাংলাদেশের।

২০ ওভারে ৯২/২।

১৪: ২১ , অক্টোবর ১৩

কনওয়ে এলবিডব্লিউ ব সাকিব

সেই সাকিবেই ব্রেকথ্রু! কনওয়ের রিভার্স সুইপের চেষ্টা সফল হয়নি। রিভিউ নিয়েও বাঁচেননি এলবিডব্লিউ থেকে। কনওয়েকে বাঁচাতে পারত ইমপ্যাক্ট, কিন্তু বল ট্র্যাকিং দেখিয়েছে তিনটি লাল। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট কনওয়ে, বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বস্তি পাবে ৮০ রানের এ জুটি ভেঙে। ২১তম ওভারের প্রথম বলে তারা পেয়েছে দ্বিতীয় উইকেটের দেখা।

১৪: ২৬ , অক্টোবর ১৩

সুযোগ, সুযোগ

উ ৬ ১ . . ১

ক্রিজে ড্যারিল মিচেলের প্রথম ২ বলই ঘটনাবহুল।

প্রথম বলে লং অফে তুলে মেরেছিলেন। মাহমুদউল্লাহ সেটির নাগাল পেয়েছেন, কিন্তু ভার সামলাতে না পেরে পড়ে যান। শেষ মুহূর্তে হাত থেকে ছুড়ে মারতে চেয়েছিলেন বল, তবে তার আগেই সীমানা পেরিয়ে গেছেন তিনি।

পরের বলে সিঙ্গেল চুরি করতে গিয়ে তৈরি হয়েছিল রানআউটের সম্ভাবনা। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙলেও নিরাপদেই পৌঁছে গেছেন মিচেল।

এ ওভারে ১০০ রান হয়ে গেছে নিউজিল্যান্ডের। ২১ ওভারশেষে ১০০/২।

১৪: ৩২ , অক্টোবর ১৩

তাসকিনকে মিস করছে বাংলাদেশ?

বিপক্ষ আফগানিস্তান: ১/৩২, ৬ ওভার

বিপক্ষ ইংল্যান্ড: ১/৩৮, ৬ ওভার

বাংলাদেশ পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। কিন্তু তাসকিন আহমেদ এখন পর্যন্ত নিস্প্রভই।

মোস্তাফিজকে নতুন বলে আনা হয়েছে আজও। তিনি এসেছেন তৃতীয় বোলার হিসেবে। আফগানিস্তান আগেই গুটিয়ে যাওয়াতে ৬ ওভারের বেশি করতে হয়নি তাসকিনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভারের পর তাঁকে আর আনেননি অধিনায়ক। আজ প্রথম ওভারটা ভালো শুরু করলেও এরপর থেকে ঠিক লাইন-লেংথে সেভাবে হুমকি করতে পারছেন না তাসকিন। প্রথম ওভারে ১ রান দিয়েছিলেন, পরের ৩ ওভারে দিয়েছেন ২২ রান।

বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব বলেছিলেন, চোটের কারণে ছিটকে পড়া পেসার ইবাদত হোসেনকেই শুধু মিস করবেন তিনি। তবে ছন্দে থাকা তাসকিনকেও হয়ত এখন পর্যন্ত মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক।

তাসকিন আহমেদ
ছবি: এএফপি
১৪: ৪৪ , অক্টোবর ১৩

সাকিবের ওপর চড়াও উইলিয়ামসন-মিচেল

১৯
সাকিবের সর্বশেষ ২ ওভারে রান

প্রথমে কেইন উইলিয়ামসন সামনে গিয়ে মিড অনের ওপর দিয়ে মারেন ছক্কা। পরের ওভারে ওই অঞ্চল দিয়ে চার মেরেছেন ড্যারিল মিচেল। বাংলাদেশের প্রধান স্পিনারের ওপর চড়াও হওয়ার আভাস দিয়েছেন দুই কিউই ব্যাটসম্যান। দুজনের জুটিটা এগোচ্ছে বড় হওয়ার পথে। লড়াইয়ে থাকতে গেলে যেটি দ্রুতই ভাঙতে হবে বাংলাদেশকে।

ইনিংসের অর্ধেক শেষ, নিউজিল্যান্ডের স্কোর ১২৩/২।

১৪: ৫৮ , অক্টোবর ১৩

আবার বেঁচে গেলেন মিচেল, লিটন বাঁচালেন ৫ রান

এবার লং অনে লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছিলেন লিটন। কিন্তু ভারসাম্য রাখতে পারেননি। বাউন্ডারি পেরিয়ে যাওয়ার আগে অবশ্য বল রাখতে সক্ষম হয়েছেন এপাশেই। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর টেলিভিশন আম্পায়ার নিশ্চিত করেছেন, ক্যাচ নিতে না পারলেও ৫ রান বাঁচিয়েছেন লিটন।

এর আগে মাহমুদউল্লাহর হাতে এমন ক্যাচ তুলেছিলেন মিচেল, সেটি অবশ্য ছক্কাই হয়েছিল।

১৪: ৫৯ , অক্টোবর ১৩

উইলিয়ামসনের ফিফটি

‘কেইন উইলিয়ামসন ইজ ব্যাক’।

প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছিলেন। পরের ম্যাচে ৩৭। চোটের কারণে দীর্ঘ দিন বাইরে থাকা উইলিয়ামসনের জন্য ব্যাটিং সমস্যা ছিল না। সমস্যা ছিল ফিল্ডিং আর পুরো ম্যাচ ফিটনেস। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাই খেলেননি। আজ ফিরেই নেমেছেন তিন নম্বরে, সেটিও দ্রুতই।

গত জানুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা উইলিয়ামসন পেলেন ফিফটির দেখা। নিউজিল্যান্ড অধিনায়ক ক্যারিয়ারের ৪৩তম ফিফটি পেয়েছেন শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে। চেন্নাইয়ের দর্শকরা তাঁকে স্বাগত জানিয়েছেন করতালিতে।

১৫: ১২ , অক্টোবর ১৩

বাকি শুধু আনুষ্ঠানিকতা?

৩১তম ওভারে নিউজিল্যান্ডের ১৫০। উইলিয়ামসনের সঙ্গে মিচেলের জুটি পেরিয়ে গেছে ৫০। ১৯ ওভারে দরকার ৯৬।

১৫: ২৬ , অক্টোবর ১৩

১৫ ওভারে ৭২

উইলিয়ামসন-মিচেলের জুটি ছাড়িয়ে গেল কনওয়ে-উইলিয়ামসনের জুটিকে। এ জুটি এগিয়েছে তুলনামূলক বেশ দ্রুতগতিতে। মিচেল শুরু থেকেই প্রায় ১০০ স্ট্রাইক রেট ধরে রেখেছেন। গতি বাড়িয়েছেন উইলিয়ামসনও। শেষ ১৫ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৭২ রান।

১৫: ৩১ , অক্টোবর ১৩

৮৪ বলে ৬৪

১.৯৫৮
প্রথম ২ ম্যাচে নিউজিল্যান্ডের নেট রান রেট, এখন পর্যন্ত ওপরে শুধু দক্ষিণ আফ্রিকা (২.৩৬০)

আজ সেটি আরেকটু স্বাস্থ্যকর করার সুযোগ কিউইদের। শেষ ৩ ওভারে এসেছে ২১ রান। কাজ দ্রুতই সেরে ফেলার আভাস।

১৫: ৩৩ , অক্টোবর ১৩

এবার মিচেলের ফিফটি

প্রথম বলে ছক্কা মেরে শুরু করেছিলেন মিচেল। ৪৩ বলে পূর্ণ করলেন ফিফটি। কনওয়েকে ফিরিয়ে বাংলাদেশের যদি কোনো আশা থেকেও থাকে, সেটি শেষ করে দিয়েছেন তিনি। তাঁর ফিফটি এসেছে সাকিবকে সুইপ করে মারা ছক্কায়। ১০ ওভার শেষ করেছেন সাকিব। ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট। অনুমিতভাবেই উঠে গেছেন তিনি এরপরই।

১৫: ৩৮ , অক্টোবর ১৩

আবার চোটের শঙ্কা উইলিয়ামসনকে ঘিরে

নাজমুলের থ্রো সরাসরি লাগলে রানআউট হতে পারতেন নিউজিল্যান্ড অধিনায়ক। সেটি মিস করে গেছে স্টাম্প, কিন্তু সরাসরি গিয়ে লেগেছে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। ফিজিওর দ্বারস্থ হতে হয়েছে তাঁকে, হাতে লেগেছে ব্যান্ডেজ। তবে গ্লাভস পরে আবার প্রস্তুত তিনি।

১৫: ৪৪ , অক্টোবর ১৩

আবার ফিজিও

আবার ফিজিও এসেছেন উইলিয়ামসনের কাছে। ধারাভাষ্যে সাইমন ডুল আবারও বললেন, উঠে যেতেই পারেন উইলিয়ামসন। ম্যাচের যা পরিস্থিতি, তাতে তিনি উঠে গেলেও কিছু যায় আসবে না। তবে উইলিয়ামসন ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।

৭২ বলে দরকার ৪৮ রান।

১৫: ৪৮ , অক্টোবর ১৩

উইলিয়ামসন আহত অবসর

অবশেষে উঠে গেলেন উইলিয়ামসন। নিশ্চয়ই আঙুলের অস্বস্তিটা বেড়েছে তাঁর। ১০৭ বলে ৭৮ রান করে থামলেন তিনি, ফলে ফেরার ম্যাচে সেঞ্চুরি পাওয়া হচ্ছে না। তবে চোটের ওই অস্বস্তি বাদ দিলে প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে তাঁর। নিউজিল্যান্ডের পরের ম্যাচে আগামি ১৮ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে।

১৫: ৫৯ , অক্টোবর ১৩

সময় নিতে চায় না নিউজিল্যান্ড

৪ ১ ১ ৪ ১ ৪

দ্রুতগতিতেই এগোচ্ছে নিউজিল্যান্ড, তাসকিনের করা ৪০তম ওভারে এসেছে ১৫ রান।

১৬: ০৫ , অক্টোবর ১৩

তৃতীয় দফা বাঁচলেন মিচেল

আরেকবার ওপরে তুলেছিলেন মিচেল। অনেকটা ছুটে গিয়ে হাত বাড়ালেও ফাঁক গলে পড়ে গেছে বল। এরপর তিনি মেরেছেন চার। শেষ বলে ফিলিপস যেটি মেরেছেন, ডিপ মিডউইকেটে থাকা ফিল্ডারের চেয়ে দেখা ছাড়া অবশ্য সুযোগ ছিল না কোনো। বাকি ৬ রান।

১৬: ১০ , অক্টোবর ১৩

৮ উইকেটের দাপুটে জয় নিউজিল্যান্ডের

৮৯ রানে অপরাজিত ছিলেন মিচেল
এএফপি

শরীফুল ইসলামকে লং অনের ওপর দিয়ে ছক্কা। ড্যারিল মিচেল ম্যাচ শেষ করলেন অসাধারণ ভঙ্গিমায়। ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে কিউইরা।

২৪৫ রানের সম্বল। এ নিয়ে হয়ত লড়াইয়ের আশা করা যায় শুধু। তবে শেষ পর্যন্ত সেটিও করতে পারেনি বাংলাদেশ।

শুরুতে পেসাররা দারুণ করেছিলেন। উইকেটও পেয়েছিলেন। কিন্তু লক্ষ্যটা এমন, শুরুর ওই সময়টা দেখেশুনে সতর্ক থেকে কাটিয়ে দিতে পেরেছেন উইলিয়ামসন ও কনওয়ে। তাঁদের জুটিই মূলত লড়াই থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। এরপর মিচেলের ইনিংস নিশ্চিত করেছে দাপুটে জয়।

এ বিশ্বকাপে নিউজিল্যান্ডের এটি তৃতীয় জয়। তিনটিই দাপুটে। ইংল্যান্ড, নেদারল্যান্ডসের পর গতবারের রানার্সআপের কাছে পাত্তা পেল না বাংলাদেশও। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে তারা।

বিশ্বকাপে বাংলাদেশকে এ নিয়ে ৬ ম্যাচ খেলে ছয়বারই হারাল নিউজিল্যান্ড। কিউইদের হারানোর অপেক্ষা তাই আরেকটু বাড়ল বাংলাদেশের।