২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

সেরে উঠছেন তাসকিনবিসিবি

প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করেই তাসকিন আহমেদকে রাখা হয়েছিল বিশ্বকাপ দলে। শুধুই বোলারের ভূমিকা থেকে এবার তিনি দলের সহ-অধিনায়কও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে মোটামুটি সেরেই উঠেছেন তাসকিন। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় নেই বললেই চলে।

১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন। কাল বিকেলে বোলিং করার কথা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। হুট করেই তা বদলে গেল। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের বার্তা পাঠালেন, আগের দিনের বৃষ্টির কারণে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করার অবস্থা নেই। তাসকিন তাই বোলিং করবেন মাশটাং ক্রিকেট একাডেমির ইনডোরে। এই মাশটাংটা আবার কোথায়?

বাংলাদেশের সাংবাদিকদের অনেকেই এর আগেই পৌঁছে গেছেন গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। সেখানে অনুশীলনে নামতে যাওয়া পাকিস্তান দলের সঙ্গে দেখাও হলো তাঁদের। তাহলে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করা যাবে না, এই তথ্যের ভিত্তি কী?

কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের উত্তর হয়ে এল বৃষ্টি। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে মাশটাং ক্রিকেট একাডেমিতে যাওয়ার পথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এমনই যে গাড়ির উইন্ডস্ক্রিন ঝাপসা হয়ে যাচ্ছে। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে গাড়িতে প্রায় ঘণ্টাখানেক দূরত্বের মাশটাংয়ের ইনডোরে ঢুকে দেখা গেল, পাকিস্তান দলও ততক্ষণে ওখানে। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে পুরোদমে অনুশীলন চলছে। তাসকিনের বোলিং করা ততক্ষণে শেষ। ইনডোর থেকে বেরিয়ে তিনি গাড়িতে ওঠার অপেক্ষায়।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক থাকবেন তাসকিন আহমেদ
প্রথম আলো

ইনডোরে রানআপের জায়গাটায় পায়ের নিচে কৃত্রিম টার্ফ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় যেখানে বোলিং করা একটু বিপজ্জনকই। তাসকিন তাই মোটেই তেড়েফুঁড়ে বোলিং করেননি। যদিও মুখে সেই চিরচেনা হাসিটা ফিরে আসতে দেখেই বোঝা গেল, যতটুকু বোলিং করেছেন, তাতে কোনো সমস্যা বোধ করেননি। মুখেও বললেন, ‘সব ঠিক আছে। ভালো আছি।’ প্রথম ম্যাচে খেলতে পারবেন তো? এবারও মুখে হাসি নিয়ে মাথা ঝোঁকালেন, ‘পারব বলেই মনে হয়।’

ফিজিওদের কথাবার্তায় একটু ফাঁক রাখতে হয়। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদও তা-ই রাখলেন। চোটে আক্রান্ত বাংলাদেশের দুই পেস বোলারের সর্বশেষ অবস্থা জানাতে ইনডোরেই একটা সংবাদ সম্মেলন হয়ে গেল। যেখানে বায়েজিদ বললেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল, যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আনা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

কথায় কি ফাঁক থেকে যাচ্ছে? তাসকিনকে প্রথম ম্যাচে পাওয়া যাবে কি না, তা কি সরাসরি বলা সম্ভব? বায়েজিদ এবার যা বললেন, তাতে তাসকিনকে নিয়ে সংশয় আর থাকে  না, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

আরও পড়ুন

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরীফুল এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই, সেটি সেদিনই বোঝা হয়ে গিয়েছিল। যে হাতে বোলিং করেন, সেই বাঁহাতেই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলের মাঝখানের জায়গাটায় ৬টি সেলাই পড়েছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে এক সপ্তাহ তো লাগেই, কখনো আরও বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলকে পাওয়ার চিন্তা তাই বাদ। এর তিন দিন পর নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় আছে।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়া শরীফুল এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই
এক্স

বায়েজিদের কথাতেও এরই প্রতিফলন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে।  আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

আরও পড়ুন