২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটনও

লিটন খেলবেন কানাডার টি–টোয়েন্টি লিগেছবি: শামসুল হক

সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন এ খবর আগেই জানা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন মন্ট্রিয়েল টাইগার্সে। আন্দ্রে রাসেলের সঙ্গে সাকিব মন্ট্রিয়েলের আইকন খেলোয়াড়।

এ টুর্নামেন্ট সাকিবের পাশাপাশি বাংলাদেশ থেকে খেলতে যাচ্ছেন লিটন দাসও। বাংলাদেশের ব্যাটসম্যান খেলবেন সারে জাগুয়ারসের হয়ে। এই টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স আর লিটনের সারে জাগুয়ারস ছাড়াও অন্য দলগুলো হচ্ছে—মিসিসাউগা প্যানথারস, ব্রাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।

সবশেষ ২০১৯ সালে এই লিগ অনুষ্ঠিত হয়েছিল। মাঝে করোনা মহামারির কারণে তিন বছর গ্লোবাল টি-টোয়েন্টি লিগের কোনো আসর অনুষ্ঠিত হয়নি। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

লিটনের সারে জাগুয়ারসের আইকন খেলোয়াড়েরা হলেন—ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ইফতিখার আহমেদ। এ দলে অন্যদের মধ্যে আছেন জেসন বেহেরেনদরফ, মোহাম্মদ হারিস, করিম জানাত, সন্দ্বীপ লামিচানে প্রমুখ।

কানাডার এই টুর্নামেন্টে খেলছেন শোয়েব মালিক, ক্রিস গেইল, মোহাম্মদ রিওয়ান, কলিন ডি গ্র্যান্ডহোম, হরভজন সিং, টিম সাউদি, রাসি ফন ডার ডুসেন, শহীদ আফ্রিদি, ফজল হক ফারুকি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ ওয়াসিম, নাভিন-উল-হকের মতো খেলোয়াড়েরা। ৬ দলের এ টুর্নামেন্টে প্রতি দলে থাকবেন ১৬ জন করে। এর মধ্যে দুজন আইকন ক্রিকেটার।

লিটন দাস এ মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে খেলেছেন। কলকাতা নাইটরাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে সাকিব আল হাসানের চোটের কারণে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। একমাত্র টেস্ট খেলার পর আফগানদের বাংলাদেশ সফরে বিরতি আছে। ঈদুল আজহার পর সীমিত ওভারের সিরিজ চলবে ১৬ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন
কানাডার টি–টোয়েন্টি লিগে আছেন সাকিবও
ছবি: শামসুল হক

২০১৯ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ব্র্যাম্পটন উলভস। ভ্যাঙ্কুভার নাইটস হয়েছিল দ্বিতীয়। তবে লিটনের সারে জাগুয়ারস এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি। মিসিসাউগা প্যানথারসও নতুন। সবশেষ আসরের দুটি ফ্র্যাঞ্চাইজি উইনিপেগ হকস ও এডমন্টন রয়্যালস এবার খেলছে না। গত আসরে ড্যারেন স্যামি, জর্জ বেইলি, মোহাম্মদ হাফিজ, যুবরাজ সিং, আন্দ্রে ফ্লেচার, বেন কাটিং, দিনেশ চান্ডিমালরা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন।