দক্ষিণ আফ্রিকার এমন হার নিয়ে ট্রল করলেন টেন্ডুলকারও
যে মুহূর্তে সবচেয়ে বেশি জ্বলে ওঠার প্রয়োজন ছিল, ঠিক সে সময়ই ম্লান কুইন্টন ডি কক-রাইলি রুশোরা। নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হারের পর এবারের বিশ্বকাপে বিদায়ঘণ্টা বেজে গেছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের বিদায়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের। সেই খুশিতেই কি না, দক্ষিণ আফ্রিকাকে খোঁচা দিয়ে টুইট করেন শচীন টেন্ডুলকার!
বড় টুর্নামেন্টে ভালো শুরুর পর ছিটকে যাওয়া অবশ্য নতুন কিছু নয় দক্ষিণ আফ্রিকার। এবারও এর ব্যতিক্রম হয়নি। দারুণ শুরু করার পর আজ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
দক্ষিণ আফ্রিকার হারের পর টুইটারে টেন্ডুলকার লেখেন, ‘বন্ধুর সঙ্গে সকালের নাশতা করতে গিয়েছিলাম। তাকে বলেছিলাম যে আমরা “গো ডাচ (বিল ভাগাভাগি)” করব। এ প্রস্তাব শুনে চোক করল (খাবার যেন তার গলায় আটকে গেল)!’
মজা যে টেন্ডুলকার করেন না, তা নয়। কিন্তু কাউকে ট্রলঠ্রল করার মধ্যে খুব একটা নেই কিংবদন্তি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার এভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে করা তাঁর টুইটে এবার টেন্ডুলকারের দুর্দান্ত রসবোধের পরিচয় মিলেছে।
অন্যদিকে, জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ১০ নভেম্বর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। আরেক সেমিফাইনালে ৯ নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার এমন অঘটনের হারে ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগও একটি টুইট করেছেন। শেবাগ তাঁর টুইটে লিখেছেন, ‘কী অসাধারণ একটা বিশ্বকাপ হচ্ছে! রোমাঞ্চ ও বাঁকবদলে পূর্ণ এই বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিল নেদারল্যান্ডস। আসলেই দারুণ মজা পাচ্ছি।’