আউট দেওয়ায় আম্পায়ারের ওপর ক্ষোভ, ওয়ার্নারের শাস্তি দাবি
বিশ্বকাপ তার একপেশে ধারা ধরে রেখেছে। এখন পর্যন্ত হওয়া ১৪ ম্যাচের কোনোটিই জমেনি। গতকাল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচও ব্যতিক্রম ছিল না। লক্ষ্ণৌতে লঙ্কানদের দেওয়া ২১০ রানের লক্ষ্য ৫ উইকেট আর ৮৮ বল বাকি রেখে টপকে গেছে অস্ট্রেলিয়ানরা।
এবারের বিশ্বকাপে পাওয়া প্রথম জয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে আটে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। তবে নানা ঘটনার কারণে ম্যাচটি নিয়ে এখনো চর্চা চলছে। বিশেষ করে আম্পায়ারের প্রতি ডেভিড ওয়ার্নারের আচরণ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
লক্ষ্ণৌতে কাল ম্যাচ চলাকালীন বৃষ্টি, ধূলিঝড়, প্রবল বাতাসে গ্যালারিতে থাকা ব্যানারের ধাতব ফ্রেম খুলে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। হঠাৎ বৃষ্টি চলে আসায় মাঠকর্মীদের তাড়াহুড়ো করে কাভার নিয়ে আসতে হয়েছে। সেটা দেখে ওয়ার্নার একটি কাভার আনতে সহায়তা করে মাঠকর্মীদের মন জিতেছেন।
কিন্তু নিজে আউট হওয়ার পর আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, তাতে অস্ট্রেলিয়ান ওপেনার বেশ সমালোচিতই হচ্ছেন। এমন আচরণের জন্য নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ও বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা সাইমন ডুল ওয়ার্নারের শাস্তি দাবি করেছেন।
শনিবার ভারতের বিপক্ষে দারুণ শুরুর পর পাকিস্তানের ব্যাটিং লাইনআপ যেভাবে ধসে পড়েছে, কাল শ্রীলঙ্কারও একই দশা হয়েছে। একপর্যায়ে ১ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ফেলা লঙ্কানরা শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৫২ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে দিলশান মাদুশঙ্কার প্রথম বলে এলবিডব্লু হন ওয়ার্নার। গুড লেংথে করা মাদুশঙ্কার বলটি ওয়ার্নারের সামনের প্যাডে আঘাত করে। পরাস্ত হওয়ার আগে ৩৬ বছর বয়সী ওপেনার এক পায়ে ভর দিয়ে একটু লাফিয়ে ওঠেন। লঙ্কানরা এলবিডব্লুর আবেদন জানালে ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন আউট দেন।
তবে ওয়ার্নারের মনে হয়েছে, বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। তাই তিনি রিভিউ নেন। রিভিউয়ে পিচিং ও ইমপ্যাক্ট লাইনে থাকলেও উইকেট হিটিংয়ের ক্ষেত্রে আম্পায়ার্স কল আসে। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি হালকাভাবে লেগ স্টাম্প ছুঁয়ে যেত। মানে, আম্পায়ার উইলসন তর্জনী না তুললে ওয়ার্নার আউট হতেন না। উইলসন আউট দেওয়াতেই ৬ বলে ১১ রান করে ফিরতে হয়েছে তাঁকে। মূলত এ কারণেই রেগে যান ওয়ার্নার। আউট দেওয়ার প্রতিবাদে নিজের ব্যাট দিয়ে প্যাডে সজোরে আঘাত করেন। মাঠ ছাড়ার আগে আম্পায়ার উইলসনের দিকে তাকিয়ে চিৎকার করে কিছু একটা বলেছেনও।
আউট হওয়ার পর মেজাজ হারিয়ে আম্পায়ারকে আজেবাজে কথা বলায় ওয়ার্নারের শাস্তি দাবি করেছেন ডুল। ক্রিকবাজকে বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার ওর কিছু ম্যাচ ফি হারাবে। যদি এটা না হয়, বুঝতে হবে কোনো ভুল হয়েছে। সে জোয়েল উইলসনের দিকে যেভাবে ফিরে তাকাল এবং আজেবাজে কথা বলল, তাতে কিছু জরিমানা তো হওয়াই উচিত। এ ধরনের আচরণ আমার খুব বিরক্তিকর লাগে।’
শ্রীলঙ্কার সাদিরা সামাবিক্রমাও কাল একইভাবে আউট হয়েছেন। তখন আবার ওয়ার্নার ঠিকই উদ্যাপন করেছেন। ওয়ার্নারের এমন দ্বিচারী মানসিকতায় ক্ষুব্ধ ডুল, ‘বলটা স্টাম্পে একটু হলেও লাগত বলেই আউট দেওয়া হয়েছে। পরবর্তীকালে ডেভিড ওয়ার্নার যখন ফিল্ডিং করবে এবং বলটা একটুখানি স্টাম্পে লেগে বেল পড়বে, তখন কি সে ব্যাটারের কাছে গিয়ে বলবে, “দুঃখিত, বলটা আলতোভাবে স্টাম্পে লেগেছে। তুমি আউট হওনি। ফিরে এসো?”’
ডুল আরও বলেছেন, ‘স্টাম্পে লেগেছে মানে আউট। এটা নিয়ে আম্পায়ারকে বাজে কথা বলো না। যখন আমি (টিভিতে) সরাসরি দেখেছি, আমারও মনে হয়েছে, আম্পায়ারের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। কারণ, আম্পায়ারকে প্রকৃত সময়ে ও এক দেখাতেই সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত তিনি (আম্পায়ার উইলসন) সঠিক প্রমাণিত হয়েছেন।’