রিজওয়ানের নিউজিল্যান্ড সিরিজ শেষ
পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না মোহাম্মাদ রিজওয়ানের। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের গণমাধ্যম বলছে, চোটের কারণে দুই থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিজওয়ান।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। চোটে ভোগা রিজওয়ান সফর দুটি মিস করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রিজওয়ান তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। ম্যাচে ব্যাটিং করা অবস্থায় (২২ বলে ২৩ রান) মাঠ ছেড়ে উঠে যান তিনি। পরে আর ব্যাটিংয়ে নামেননি। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মেহমুদ জানিয়েছিলেন, রিজওয়ানকে সতর্কতার অংশ হিসেবে তুলে নেওয়া হয়েছে। গুরুতর কিছু হয়নি।
আজ পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রিজওয়ানের রেডিওলজি রিপোর্ট দেখে পিসিবির মেডিকেল প্যানেল টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে। দুই পক্ষ মিলে রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিজওয়ানের মতো বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ ইরফান খানকেও। দুই ক্রিকেটার পিসিবি মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে থাকবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়, রিজওয়ানের স্ক্যান রিপোর্ট নিয়ে পিসিবির মেডিকেল প্যানেল যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চোটের ধরন গুরুতর হওয়ায় রিজওয়ানকে দুই থেকে চার সপ্তাহের জন্য বিশ্রাম দিতে বলা হয়েছে।
রিজওয়ানের বিশ্রামের ব্যপ্তি চার সপ্তাহ দীর্ঘ হয়ে থাকলে পাকিস্তানের সামনের দুটি সিরিজও মিস করবেন রিজওয়ান। আগামী ১০ মে ডাবলিনে শুরু হবে পাকিস্তান-আয়ারল্যান্ড তিন টি-টোয়েন্টি সিরিজ। আর ইংল্যান্ডের বিপক্ষে চার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ মে।
আগামী ২ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, আয়ারল্যান্ড এবং কানাডা।